• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
আট বছরের সম্পর্কের ইতি টানলেন সালমান!
বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। লম্বা ক্যারিয়ায়রে তার জীবনে সঙ্গিনীর অভাব ছিল না। শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা কাইফের বহু তারকার সঙ্গে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমে জড়ালেও কোনটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি।  ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। আট বছরের ধরে সম্পর্কে ছিলেন তারা। খান বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন সালমান। কিন্তু না, এবার সেই সম্পর্কও ভাঙল সালমানের! সম্প্রতি সপরিবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে দুবাই গিয়েছেন সালমান। সঙ্গে রয়েছেন ইউলিয়াও। তবে ‘ভাইজান’-এর হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে অভিনেতা ও তার মায়ের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। তবে এটি ছাড়াও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ইউলিয়া। পিছনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সলমন। বার বার পিছনে ফিরে সালমানের দিকে তাকাচ্ছেন ইউলিয়া। কিন্তু খানিক চোখ পাকিয়ে মুখ ফিরিয়ে নেন অভিনেতা। তাতেই নেটপাড়ার একাংশের ধারণা, এই প্রেমটাও টিকল না তার। গত বছর একটি টক শোতে গিয়ে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমে গেরো আছে আমার! যদিও নিজের বার বার প্রেম ভাঙার দায় নিয়েছেন নিজেই। তিনি সে সময় জানান, প্রেমিকাদের দোষ নয়, বরং দোষ রয়েছে তার নিজের মধ্যেই। প্রায় ৫৮-র কাছাকাছি বয়স। তার কুমারত্ব ঘুচবে কি না— প্রশ্ন অনুরাগীদের।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

অভিনয়ে ইতি টেনে নিজের রাজনৈতিক দলের নাম জানালেন বিজয়
দক্ষিণী তারকা থালাপতি বিজয়। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তবে এবার অভিনয়ে ইতি টেনে রাজনীতিতে পা রাখলেন দক্ষিণী এই তারকা। আর কিছুদন পরেই ভারতের নির্বাচন। ঠিক তার আগেই শুক্রবার (২ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে নিজের দলের নাম ঘোষণা করেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে নিজের দলের নাম নথিভুক্ত করানোর কাজও অনেক দূর সেরে ফেলেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে থালাপতি বিজয় জানান, তার রাজনৈতিক দলের নাম হবে তামিজহাগা ভেট্রি কাজগাম। যার আক্ষরিক অর্থ তামিলনাড়ু ভিক্টর পার্টি। আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থালাপতি। এর আগেও দক্ষিণী তারকাদের মধ্যে অনেকেই চলচ্চিত্রের দুনিয়া থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছেন। এই ঘটনার সর্বপ্রথম দৃষ্টান্ত জয়ললিতা। তারপর কমল হাসান, রজনীকান্তসহ অনেকেই। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চেন্নাইয়ে সাংগঠনিক পরিবর্তন আনতে চান বিজয়। নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে বিজয়ের দলে একটি বৈঠক ডাকা হয়। সেখানে প্রায় ২০০ সদস্য হাজির ছিলেন। তার দলের সভাপতি হয়েছেন বিজয় নিজেই। ইতোমধ্যেই দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিয়োগ করা হয়েছে। গঠন করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও। তবে ২০২৪ সালের নির্বাচনে বিজয় কোনো দলকে সমর্থনও করবেন না এবং নির্বাচনে অংশও নেবেন না বলেই জানিয়েছেন। প্রসঙ্গত, রাজনীতিতে পাকাপাকিভাবে আসার আগেই নানাভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন থালাপতি বিজয়। দুঃস্থ মানুষদের খাবার বিতরণ, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দেওয়া, বিনামূল্যে আইনি সহায়তাসহ নানা সেবামূলক কাজে মন দিয়েছেন তিনি। বিগত বেশ কয়েক বছর ধরেই বিজয় এবং তার বাবা এসএ চন্দ্রশেখর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন নানা মাধ্যমে। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। তিনি নিজেও সেসময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারেও কিছুসময় অংশ নিয়েছিলেন থালাপতি বিজয়।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫

গানের ক্যারিয়ারে ইতি টানছেন সেলেনা গোমেজ
মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। মূলত গানের মাধ্যমেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে অভিনয়েও বেশ পারদর্শী সেলেনা। গত কয়েকবছর ধরে গানের চেয়ে অভিনয় আর সঞ্চালনাতেই বেশি দেখা গেছে তাকে। তবে এবার জানা গেল, সেলেনার গানের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। সম্প্রতি স্মার্টলেস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।  সেখানে হাজির হয়ে সেলেনা বলেন, গানের সঙ্গে আমার যাত্রাটা খুব উপভোগ্য ছিল। বিভিন্ন কনসার্টে ঘোরাটাও ছিল দারুণ ব্যাপার। তবে এখন টিভিতে কাজ করেও খুব বেশ আনন্দ হচ্ছে, তাই এটা চালিয়ে যেতে চাই আমি। অভিনয়েই মনোনিবেশ করতে চাই।  গানের ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মনে হয় চলতি বছরই আমার আর একটিমাত্র অ্যালবাম মুক্তি পাবে, এরপর সম্ভবত আমি অভিনয়কেই প্রাধান্য দেব। সেলেনা জানান, মানসিকভাবে চাঙা থাকতে গান বা অভিনয়ের যে কোনো একটা বেছে নিতেই হতো তাকে। কারণ, দুইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জ নিতে গিয়ে নানা ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়তে হয়েছে এই গায়িকাকয়ে। তাই আর চাপ না নিয়ে অভিনয়েই নিজেকে থিতু করতে চান সেলেনা।     জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডার্স ই দ্য বিল্ডিং’র মাধ্যমে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান সেলেনা। ক্রাইম, কমেডি ঘরানার সিরিজটির প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। আর এই সিরিজের কল্যাণেই টিভির সেরা অভিনেত্রী হিসেবে গেল বছর গোল্ডেন গ্লোবে মনোনীত হয়েছিলেন সেলেনা। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি। খুব সম্ভবত,  অভিনয়ে এসে প্রশংসা আর স্বীকৃতি থেকেই হয়তো গানের ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সেলেনা। প্রসঙ্গত, বর্তমানে গানের পাশাপাশি অভিনয় এবং এইচবিও ম্যাক্স ও ফুড নেটওয়ার্কে প্রচারিত রান্নার অনুষ্ঠান ‘সেলেনা প্লাস শেফ’ও সঞ্চালনা করছেন সেলেনা। ভবিষ্যতে  সঞ্চালনা ও অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। এ ছাড়া নানা ধরনের ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। 
০৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৭

বছরের প্রথম দিনই দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় গায়ক
দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ড খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী এ জে ম্যাকলি। তার স্ত্রী রোচেলকে ডিভোর্স দিয়েছেন তিনি। বছরের প্রথম দিনই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই গায়ক। সোমবার (১ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে তাদের বিচ্ছেদের খবরটি জানান ম্যাকলিন।  সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ম্যাকলিন লিখেছেন, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি আমরা। যদিও আমরা ফের এক হওয়ার আশা করছিলাম। তবে একপর্যায়ে এসে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।   গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০২৩ সালের মার্চে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ম্যাকলি-রোচেল। ওই সময় তারা জানিয়েছিলেন, বিয়ে করা খুবই কঠিন, তবে এটি মূল্যবান।  সে সময় তারা আরও জানান, পারস্পারিকভাবে নিজেদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত।  কিন্তু একসঙ্গে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি একে অপরের প্রতি ভালোবাসাও লালন করতে চান। তবে সব জল্পনা-কল্পনাকে পেরিয়ে অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন ম্যাকলি-রোচেল। এদিকে ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ২০০৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান ম্যাকলিন-রোচেল। এক জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চে রোচেলকে প্রস্তাব করেছিলেন গায়ক। পরে ২০১১ সালের শেষ দিকে বিয়ে করেন তারা। সূত্র : ইয়াহো নিউজ  
০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়