• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হাতিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধ করলেন এসিল্যান্ড
হাতিয়ায় এস্কেভেটর (ভেকু) মেশিনে তিন ফসলি জমির বিক্রি হওয়া মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। এতে আশপাশের ক্ষতিগ্রস্থ বসতি পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে হাতিয়ার এসিল্যান্ড সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। শনিবার (৬ এপ্রিল) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজচরা গ্রামের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন সরকারি গোপটের পাশে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে দেখা যায়, সরকারি গোপটের পাশে বসবাসকারি সাধারণ নিম্ন আয়ের মানুষের ঘর সংলগ্ন জায়গা থেকে ভেকু মেশিন দিয়ে গত দুই দিন ধরে মাটি উত্তোলন করে বিশাল আকারের গর্ত সৃষ্টি করে ফেলে। এতে বসবাসকারি লোকজনের মধ্যে বর্ষা মৌসুমে ঘর ধসে পড়ার আতঙ্ক সৃষ্টি হয়। অন্যদিকে বসবাসরত পরিবার গুলোর চলাচলের রাস্তা ভেঙ্গে নষ্ট করে ফেলে। এমতাবস্তায় স্থানীয় বসবাসকারি নারী পুরুষ জড়ো হয়ে তাদেরকে বাঁধা দিলেও তারা তা উপেক্ষা করে মাটি উত্তোলন অব্যাহত রাখে। শনিবার দুপুর ১২ টায় অব্যাহত মাটি কাটার বিরুদ্ধে স্থানীয় লোকজন হাতিয়া উপজেলা ভূমি কর্মকর্তাকে (এসিল্যান্ড) মোবাইল ফোনে জানালে এসিল্যান্ড সরেজমিনে গিয়ে তা বন্ধ করে দেন। ভবিষ্যতে যেন এখান থেকে আর মাটি কাটতে না পারে তার জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। এতে বসবসরত সাধারণ মানুষের স্বস্তি ফিরে আসে। ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় আবদুল হাই মাঝির ছেলে বেলাল এখানকার প্রতি হাজার মাটি ২২০০ টাকা করে ২ লাখ মাটি ৪ লাখ ৪০ হাজার টাকার মাটি পাশের একটি ইটভাটায় বিক্রি করার চুক্তি করেন। চুক্তি মোতাবেক বেলাল গত দুই দিন থেকে এখানে মাটি কাটা শুরু করেছে। এ বিষয়ে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এটি ব্যক্তিমালিকানার জমি হলেও যেহেতু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এখন মাটি কাটা বন্ধ থাকবে।   হাতিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম ছারোয়ার জানান, সরকারি গোপট পাশে বসবাসকারি মানুষের অভিযোগের ভিত্তিতে এখানে মাটি কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ যেন আর এখানে মাটি কাটতে না পারে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
০৬ এপ্রিল ২০২৪, ২১:৩৭

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, হাইকোর্টের রুল
রাজধানীর মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা দীপু সানার (৩৭) মৃত্যুতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না।   গত ২৪ জানুয়ারি দীপু সানার মৃত্যুর ঘটনা তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন। রিটের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ছফওয়ান করিম। ওই রিটে স্বরাষ্ট্র সচিব, রাজউজসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। উল্লেখ্য, দীপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট কার্যালয়ে (সহকারী পরিচালক হিসেবে) কর্মরত ছিলেন। তিনি গত ১০ জানুয়ারি মৌচাক ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইট পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পরেরদিন ১১ জানুয়ারি রমনা থানায় মামলা করে দীপু সানার পরিবার।  পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় বাস থেকে নামেন সানা। সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর থেকে পায়ে হেঁটে মগবাজারের বাসায় যাওয়ার পথে সিদ্ধেশ্বরীর ফখরুদ্দীন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
২৯ জানুয়ারি ২০২৪, ১৭:২৪

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি
ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দেওয়া আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করলে জনগণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট খুলে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ হুঁশিয়ারি দেন। ‘বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রোমোট’ করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন। তিনি বলেন, আসিফ মাহতাব স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যুত করা হলে আমরা ব্র্যাকের গেটে অবস্থান করব। এরপরও যদি ব্র্যাক আমাদের কথা না শুনে তাহলে দেশের জনগণ ব্র্যাকের প্রত্যেকটা ইট খুলে ফেলবে।  ফয়জুল করীম আরও বলেন, শুনলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক সরোয়ারকেও নাকি চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এর আগে, গত ১৯ জানুয়ারি রাজধানীতে একটি সেমিনারে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার একটি গল্পের (শরীফার গল্প) পাতা জনসম্মুখে ছিঁড়ে ফেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসিফ মাহতাব। বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এ ঘটনায় আসিফ মাহতাবকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একটি গোষ্ঠী শিক্ষাক্রম নিয়ে সবসময় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ‘শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে এনটিসিবির সঙ্গে আলোচনা করে সংশোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ট্রান্সজেন্ডার ইস্যুতে কিছু বলিনি, স্বীকৃতিও দিইনি। ইসলামে যেটি হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং প্রধানমন্ত্রীও এটাকে হারাম মনে করেন। তিনি বলেন, সরকার ইতোপূর্বে ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি, আগামীতেও পাস করা হবে না। এ ছাড়া ট্রান্সজেন্ডারকে অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া এ বিষয়ে সরকারের কোনো আইনে তাদের বৈধতা দেওয়া হয়নি।
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫২

দীপান্বিতার মৃত্যু : কোথা থেকে ইট পড়ল জানে না পুলিশ
রাজধানীর মৌচাকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাসের মৃত্যুর ৭ দিন পেরিয়ে গেলেও ঘটনার কূলকিনারা করতে পারেনি পুলিশ। ইট কোথা থেকে এসে পড়ল, কেউ দীপান্বিতাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট করে ইট ফেলল কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।  দীপান্বিতার মৃত্যু রহস্য নিয়ে একটি গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  উৎপল বড়ুয়া। উৎপল বড়ুয়া বলেন, দীপান্বিতার মৃত্যুর ঘটনায় পুলিশসহ একাধিক ইউনিট কাজ করছে। এরই মধ্যে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তবে ইটটি ঠিক কোথা থেকে পড়েছিল সেটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস বলেন, দীপান্বিতার মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো কূলকিনারা করতে পারেনি। আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি। কীভাবে ইট পড়ল, কেউ উদ্দেশ্য করে মারলো কি না এসব বিষয় নিয়েও উদ্বিগ্ন সবাই। তবে পুলিশ বলেছে, তদন্ত করে মূল ঘটনা জানাবে। আমাদের তিন বছরের শিশু সন্তান ঋষি রাজ ছোট হলেও বুঝতে পারে তার মা কয়েকদিন ধরে নেই। সারাক্ষণ সে মন খারাপ করে থাকে। মাঝে মধ্যে কান্নাকাটি করলে থামানো অনেক কঠিন হয়ে যায়।  উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হেঁটে বাসায় ফেরার সময় মৌচাক মার্কেট সংলগ্ন ফখরুদ্দীন পার্টি সেন্টারের সামনে আচমকা একটি ইট এসে পড়ে দীপান্বিতার মাথায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দীপান্বিতার মৃত্যুর ঘটনায় তার স্বামী তরুণ বিশ্বাস রমনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে এ ঘটনায় নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দিয়েছেন আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম।  দীপান্বিতার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি দীপু সানা নামেও পরিচিত। ২০১৭ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।     
১৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৫

ভবন থেকে ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু (ভিডিও)
রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুই বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সঙ্গেই মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি। নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আওলাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মাথায় ইট পড়ে একজন নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।  
১১ জানুয়ারি ২০২৪, ১১:১১

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ভেসে না ওঠার জন্য ভেতরে ছিল ইট
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আরও পড়ুন : নির্বাচনের পর পশ্চিমা চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার!   পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত কয়েকটি ইট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভেতরে ইটের ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন : কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩   এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমান উৎসুক জনতা। এ বিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়