• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মধ্যরাত থেকে ইজতেমার আশপাশে গণপরিবহন বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার ময়দানের উত্তর-পশ্চিম পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রক কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব আলম এসব তথ্য জানান।  গাজীপুর মেট্রোপলিটন কমিশনার বলেন, প্রথম পর্বের মতো এই পর্বেও ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ র‍্যাব, টুরিস্ট পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশসহ সব বাহিনী আগের মতোই মোতায়েন আছে। গাজীপুর মেট্রোপলিটন কমিশনার আরও বলেন, আজ মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশ ফিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৭ তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনা : নিহত বেড়ে ৩
টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় মাদরাসা ছাত্র ও শিক্ষকদের বহনকরা একটি ট্রাক উল্টে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে এক মাদরাসা ছাত্র নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে একজন ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও একজন মাদরাসা ছাত্র মারা যান বলে জানা গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সহকারী পরিচালক (প্রশাসন) মেহেদী হাসান। তিনি বলেন, সানাউল্লাহ সজল (১৮) নামে একজন মাদরাসা ছাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফজলুল হক (১৯) নামের আরেক মাদরাসা ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  জানা যায়, এখন পর্যন্ত আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২৫ জন। রোববার রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) এবং ফজলুল হক (১৯)। তারা ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। এ তথ‍্য নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। তিনি জানান, ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ট্রাকে করে তারা রাতে মাদরাসায় ফিরছিলেন। এ সময় রাত সোয়া ১১টার দিকে ভালুকার ঢালিবাড়ি মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই হঠাৎ একটি পিকআপকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করতে চেষ্টা করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই নাঈম আকন্দ নিহত হন এবং ট্রাকে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অনেকের অবস্থা গুরুতর ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

ইজতেমা থে‌কে ফেরার প‌থে দুর্ঘটনায় প্রাণ হারাল শিক্ষার্থী, আহত ২৯
বিশ্ব ইজ‌তেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার প‌থে ময়মন‌সিংহের ভালুকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘ‌র্ষে মো. নাঈম (১৬) না‌মে এক মাদরাসা ছাত্র প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও ২৯ জন ছাত্র-শিক্ষক। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।  রোববার (৪ ফেব্রুয়া‌রি) রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপ‌জেলার হ‌বিরবাড়ী সিড‌স্টোর ঢালী বা‌ড়ি মো‌ড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভালুকা থেকে গিয়েছিল খারুয়ালী এলাকার আলহাজ্ব হা‌তেম খান প‌রিচা‌লিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ছাত্ররা। রোববার ‌আখেরি মোনাজাত শে‌ষে ফেরার প‌থে তাদের বহনকারী ট্রাক ও একটি কাভার্ডভ্যানের সংঘ‌র্ষ হয় উপ‌জেলার হ‌বিরবাড়ী সিড‌স্টোর ঢালী বা‌ড়ি মো‌ড়ে। ট্রাকটিতে মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আহতদের প্রথ‌মে ভালুকা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। প‌রে উন্নত চি‌কিৎসার জন্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয় অন্যদের। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ব ইজতেমার ‌আখেরি মোনাজাত শে‌ষে রা‌তে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় মাদরাসা ছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার এক ছাত্র নিহত হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ১১জন ভর্তি আছেন ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে। তিনি বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭

বিশ্ব ইজতেমা : বিমানযাত্রীদের আগেভাগে বাসা থেকে বের হতে অনুরোধ
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার (২ ফেব্রুয়ারি)  জুমার দিন ভোর থেকে শুরু হয়েছে।  ফলে গতকাল (বৃহস্পতিবার) থেকেই বিমানবন্দর এলাকা দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমার ময়দানে যেতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় বেড়েছে, চাপ বেড়েছে সড়কেও। এ অবস্থায় যানজটের আশঙ্কা থেকে বিমানযাত্রীদের আগেভাগে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের এয়ারলাইনসগুলো তাদের যাত্রীদের খুদেবার্তা ও ইমেইলের মাধ্যমে এ তথ্য জানায়।  এতে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সবাইকে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে আগেই রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।  এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮

জুমার নামাজ আদায়ে ইজতেমা ময়দা‌নে আসছেন মুস‌ল্লিরা
বিশ্ব ইজতেমা ময়দানে আজ এক জামাতে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করা হবে। এতে প্রায় ১০ লাখ মুসল্লি শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হবেন। ইতোমধ্যে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় অত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন। অনেকে জায়নামাজ ও পাটি, পলিথিন নিয়ে ময়দানের দিকে রওয়ানা দিয়েছেন। ইজতেমার প্রথম দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) হওয়ায় ছুটির দিনে বৃহৎ জামাতে অংশ নেওয়ার জন্য সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ ইজতেমা ময়দানের দিকে ছুটছেন। বৃহস্পতিবার কয়েকদফা বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ হলেও কেউ ময়দান ছেড়ে যাননি। বৃষ্টির মধ্যেও মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান অব্যাহত থাকে। বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় এসব বয়ান অনুবাদ করে শোনানো হচ্ছে। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিব উল্ল্যাহ্ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানিয়েছেন, ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় হাজার সদস্যের পাশাপাশি র‌্যাব, ঢাকা মেট্টোপলিটন পুলিশ এবং পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬

ইজতেমা ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই : র‌্যাব
বিশ্ব ইজতেমা ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে ব্রিফিংয়ের তিনি এ কথা বলেন। খুরশীদ হোসেন বলেন, ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেদিকে র‌্যাব সতর্ক দৃষ্টি রাখছে। এ ছাড়াও কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এ জন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ (সা’দপন্থী ও জোবায়েরপন্থী) নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের (প্রবীণ) সঙ্গে কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার এ বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে (অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন), তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর জমায়েত। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির কর্মকাণ্ড তীক্ষ্ণভাবে নজরে আছে। যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে এম. খুরশীদ হোসেন বলেন, কামার পাড়া, উত্তরার নর্থ টাওয়ার মীরের বাজারসহ সংশ্লিষ্ট সব পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তুরাগ নদীতে র‌্যাবের টহল, আকাশ পথে হেলিকপ্টার টহলসহ র‌্যাব স্থলে-জলে ও আকাশপথ নিরাপদ রাখতে র‌্যাব কাজ করছে। টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ২ জানুয়ারি শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব আগামী ৯ জানুয়ারি শুরু হয়ে ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:২১

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়ানো হলেও তা যাত্রীদের জন্য সহনশীল হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেলভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে রেলওয়ের প্রস্তুতিবিষয়ক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, বছরের পর বছর লোকসান গুনে যাওয়া বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। অসুস্থ হাতিকে দাঁড় করাতে সময়ের প্রয়োজন। ক্ষমতায় আসার পর থেকে রেলকে লাভজনক, সময়োপযোগী এবং গণমুখী করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্ব এবং সুষ্ঠু পরামর্শে আমরা এর জন্য কাজ করছি। ‘ভাড়া যৌক্তিক-করণ বলতে কি রেলওয়ে ভাড়া বাড়ানোর কথা বলছেন’ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটা এখন বলা যাচ্ছে না। যদি ভাড়া বাড়ানো হয় তবে কারণ ব্যাখ্যা করেই বাড়ানো হবে। গত আট বছরে বাস ও বিমানের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়েনি। লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে প্রথমে পরিচালনা ব্যয়সহ অনেক আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি ভাড়া বাড়ানো হয় তা যাত্রীদের জন্য সহনশীল হয়। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মো. জিল্লুর হাকিম বলেন, রেলকে লাভজনক করার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা, ভাড়া যৌক্তিক-করণ এবং রেলের দুর্নীতি দূর করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এসব বিষয় মোকাবিলা করাই আগামী দিনের লক্ষ্য। ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সবার আগে নিজের এলাকায় কাজ করেন’ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আমি সারাদেশের মন্ত্রী। দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমার এলাকায় তো ট্রেন চালু আছেই, এটি দেশের সবচেয়ে পুরোনো ট্রেন ব্যবস্থা। সম্প্রতি রেলে নাশকতার ঘটনায় তদন্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব ঘটনার এখনো তদন্ত চলছে৷ তদন্ত রিপোর্ট পেলে অথেনটিক তথ্য দিতে পারবো।
২৩ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়