• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ভারতের রানের পাহাড়ে উঠতে দ্রুত গতিতে ছুটছে ইংল্যান্ড
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছিল ভারত। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ১১৯ রান তুলতে অলআউট হয় স্বাগতিকরা। এতে ৪৪৫ রানের বড় লক্ষ্য পায় ইংলিশরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জবাব দিতে নেমে ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যাল্ড। এতে দুই উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে তারা। দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। তবে ইনিংস বড় করতে পারেননি ক্রাউলি । ২৮ বলে ১৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তৃতীয় উইকেটে ওলি পোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ডাকেট। ৫৫ বলে ৩৯ রান করে ওলি পোপ আউট হলেও ৮৮ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন ডাকেট।  শেষ পর্যন্ত জো রুট ১৩ বলে ৯ রান এবং বেন ডাকেট ১১৮ বলে অপরাজিত ১৩৩ রানে ভর করে ২০৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন। এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন প্রথম দিনে ১১০ রানে অপরাজিত থাকা রবিন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদব। এদিন ব্যক্তিগত দুই রান যোগ করতে সাজঘরে ফেরেন জাদেজা। ২২৫ বলে ১১২ রান করে আউট হন এই বাঁহাতি অলরাউন্ডার। ৪ রান করে তাকে সঙ্গ দেন কুলদ্বীপ যাদব। এরপর ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অশ্বিন। তবে ফিফটি পূরণ করতে পারেননি কেউই। ৮৯ বলে ৩৭ রান করে অশ্বিন আউট হলে, ৪৬ রান করে তাকে সঙ্গ দেন জুরেল। শেষ দিকে ২৮ বলে ২৬ রান করে বুমরাহ আউট হলে ৪৪৫ রানে অলআউট হয় ভারত।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

ইংল্যান্ড সিরিজে কোহলির বদলে ভারত দলে রজত 
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারত। সিরিজের প্রথম দুই টেস্টে খেলবেন না ভারতীয় অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছে তরুণ ব্যাটার রজত পতিদার। বুধবার (২৪ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বদলি হিসেবে নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, আমরা আসলে অভিজ্ঞ কাউকে নেওয়ার কথা ভেবেছিলাম। তাহলে ওরা (রজতদের মতো ক্রিকেটাররা) সুযোগটা পাবে কীভাবে? আর তারা (রজত) যত রান করেছে, যত ম্যাচ জিতেছে তাতে তাদের অনভিজ্ঞ বলা যায় কিনা তা নিয়েও প্রশ্ন আছে।  ভারতীয় এই তরুণ ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে চার হাজারের ওপর রান করেছেন। ১২টি ফাস্ট ক্লাস সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। কোহলি প্রথম দুই টেস্টে না থাকায় তার জায়গা পূরণে ভারতের পূর্বে ঘোষিত দলে কোন পরিপূর্ণ ব্যাটার ছিল না। সেজন্য রজতকে দলে নেওয়া হয়েছে।  তবে দলে ডাক পাওয়া মানেই একাদশে ডাক পাওয়া নয়। ভারতের স্কোয়াডে আছেন উইকেটরক্ষক ব্যাটার কেএস ভারত ও ধ্রুব জুরেল। উইকেটরক্ষক হিসেবে তাদের একজন প্রথম টেস্টে খেলবেন বলে নিশ্চিত করে দিয়েছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।   
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়