• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
চলচ্চিত্রে আসার পর অনেক কিছুই বদলে গেছে : বুবলী
ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। সাধারণ মানুষ তো বটেই ঈদের খুশি সবার সাথে ভাগ করার জন্য তারকারাও মুখিয়ে থাকে এই দিনটির জন্য। শত ব্যস্ততার মাঝেও তারকারা এ সময় নিজের পরিবারকে সময় দেন। ঘুরতে যান বন্ধুদের সাথে। আরটিভির সঙ্গে ঈদ আয়োজনে ঈদ পরিকল্পনাসহ নানান বিষয় নিয়ে কথা হলো নায়িকা শবনম বুবলীর। আরটিভি: ঈদ কোথায় করলেন? বুবলী: ঈদ পরিবারের সবার সাথে ঢাকাতেই করেছি। আরটিভি:  ঈদ নিয়ে পরিকল্পনা?  বুবলী: ঈদ মানে যেহেতু উৎসব তাই সব কিছু নিয়ে আলাদা করে তো একটা পরিকল্পনা থাকেই, এবারেও তার ব্যতিক্রম হবে না। ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’। ইচ্ছে আছে হলে গিয়ে সিনেমা দুটি দেখব। এ ছাড়া পর্যায়ক্রমে হলগুলো ভিজিটের পরিকল্পনাও রয়েছে। আরটিভি : তারকা হওয়ার আগের ঈদ ও এখনকার ঈদে কি পার্থক্য? বুবলী: তারকা হবার আগে এবং পরে ঈদের পার্থক্য তো অনেক, কারণ তারকা হবার আগে বিশেষ করে ছোট বেলা আর টিনেজ সময়টায় ঈদ অনেক বেশি সহজ সরল ছিলো, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, কয়টা ড্রেস পরবো, কখন কোনটা পরবো, কোনটার সাথে কিভাবে রেডি হব, কাউকে আগে থেকে ড্রেস দেখানো যাবে না, কত সালামী জমলো , ঈদের ছুটি যেনো শেষ না হয়, এসব নিয়ে বেশির ভাগ চিন্তা ভাবনা থাকতো। কিন্তু চলচ্চিত্রে আসার পর অনেক কিছুই বদলে গেছে, এখন পারিবারিক ভাবে নিজের দ্বায়িত্বের জায়গা টা অনেক বেশি। তার সাথে নিজের সিনেমা মুক্তি নিয়েও অন্যরকম আনন্দ এবং দ্বায়িত্ব যোগ হয়েছে ।   আরটিভি: ঈদ নিয়ে মজার স্মৃতি আছে কি? বুবলী: ঈদ নিয়ে তো আসলে মজার স্মৃতি তো অনেক আছে তবে গত বেশ অনেক বছর যেহেতু ঈদে আমার সিনেমা মুক্তি পায় তাই মজার স্মৃতির সাথে আনন্দ দ্বিগুন যোগ হয়৷ এবারেও আমার অভিনীত ‘দেয়ালের দেশ’ এবং  ‘মায়া’  নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি। 
১২ এপ্রিল ২০২৪, ১৭:০৯

ঢাকায় আসার তারিখ জানালেন আতিফ আসলাম
আগামী ১৯ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।  রোববার (৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই।  পোস্টে তিনি জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে।  মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তার ভক্তরা, সেই মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স।  এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।  প্রসঙ্গত, ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।  
০৮ এপ্রিল ২০২৪, ০৬:০৮

লঞ্চে আসার পথে মলম পার্টির খপ্পরে যুবক 
ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চে আসার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে সবকিছু হারালো আবু বকর নামে এক যুবক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে শহরের বড়স্টেশন মোলহেড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে পুলিশ। যুবক আবু বক্কর শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন জয়নাল মোল্লার ছেলে। বর্তমানে হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় পথচারীরা দেখে অচেতন অবস্থায় পড়ে আছে যুবক আবু বক্কর। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আজাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অচেতন হওয়া যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রথমে যুবকের পরিচয় জানা না গেলেও পরে অনলাইন মাধ্যমে দেখে তারা আবু বক্করকে নিশ্চিত করে। আবু বক্করের ভাই হজরত আলী জানায়, ঢাকা থেকে বোগদাদিয়া লঞ্চযোগে চাঁদপুরে আসার পথে মলম পার্টির খবর পড়ে সে অচেতন হয়। পরে তার সঙ্গে থাকা মোবাইল মানিব্যাগ ও জামা কাপড়ের ব্যাগ নিয়ে পালিয়ে যায় মলম পার্টির সদস্যরা। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পরিবারের স্বজনরা। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অচেতন হওয়া যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে।
০৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯

জিম্মি বাবার ফিরে আসার অপেক্ষায় ইয়াশরা-উমাইজা
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহের চিফ অফিসার আতিকুল্লাহ খানের দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। গত মঙ্গলবার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির পর দুই বোনের চোখে ঘুম নেই। খাদিজা আরবিয়া নামে তাদের আরেকটি ছোট বোন আছে। তবে সে ছোট হওয়ায় দুঃসংবাদের বিষয়টি বোঝে না। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর নন্দনকাননের রথেরপুকুর পাড় এলাকায় আতিকুল্লাহ খানের বাড়ি যেয়ে এ দৃশ্য দেখা গেছে। দেখা গেছে, পবিবারের সবাই বিমর্ষ। কাঁদছেন আতিকুল্লাহ খানের মা। নীরবে চোখের পানি ফেলছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রীও। আশপাশের লোকজন বাসায় এসে ভিড় করেছেন। স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এ অফিসারের স্ত্রীর মোবাইলে রিং বাজলেই দুই বোন দৌড়ে যায়—এই বুঝি বাবার ফোন এলো। কিন্তু ফোন আর আসে না। বাবার সঙ্গে কথা বলাও হয় না।  তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ফাতেমা বলেন, আব্বুকে দস্যুরা ধরে নিয়ে গেছে, তার জীবন বিপন্ন। যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। সেজন্য বাবার জন্য নামাজ পড়ে দোয়া করি। ফাতেমার চাচা আবদুন নূর আসিফ বলেন, ‌‘গত চারদিন ধরে বড় দুই বোন বাবার জন্য খুব দুশ্চিন্তা করছে। ঠিকমত খাওয়া-দাওয়া করছে না। জাহাজ জিম্মি হওয়ার সংবাদ জানার পর আমাদেরও দুশ্চিন্তার শেষ নেই।’
১৫ মার্চ ২০২৪, ২১:২৭

বিএনপিই রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয় : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) এখন বিরোধিতা করছে কেন? আমরা তো মানবিক কারণে ক-বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার সুযোগ নাই। দেশটি থেকে যারা এসেছে তাদের ফিরিয়ে নিতেই হবে। বিকল্প কোনো পথ নেই। বিএনপি ভেবেছিল বিদেশিরা তাদের জন্য এগিয়ে আসবে, কিন্তু তা না হওয়ায় দলটির নেতাকর্মীরা সুস্থ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মূল কারণ, রাজনীতিতে তাদের সব আশা গুঁড়েবালি। কর্মীদের চাঙা রাখতে কিছু বলতে হয়, এজন্য তারা উল্টাপাল্টা বকছে।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪০

‘ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে নির্বাচন বর্জন করেছে বিএনপি’
ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশবিষয়ক এপিপিজি’র চেয়ার বীরেন্দ্র শর্মা এমপির নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধিদল রোববার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেছেন, বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেটের পরিবর্তে অন্য শক্তির সহায়তায় ক্ষমতায় যেতে চায়। যখনই নির্বাচনের সময় আসে, তখনই তারা (বিএনপি) অন্য কোনো শক্তির সন্ধান করে যারা তাদের ক্ষমতায় বসাতে পারে। বিএনপি সবসময় যেকোনো উপায়ে ক্ষমতা নিশ্চিত করতে চায়। গত ৭ জানুয়ারি এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি তারা কোনো নিশ্চয়তা না পায় যে কেউ তাদের ক্ষমতায় আনবে, তাহলে তারা নির্বাচন বয়কট করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় নির্বাচনের দিনে নির্বাচন বয়কট করেছিল। বিএনপি একটি সন্ত্রাসী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কখনও ক্ষমতায় আসেনি। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচনটি ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং এর সুষ্ঠুতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছিল মাত্র ৩০টি আসন এবং আওয়ামী লীগ পায় এককভাবে ২৩৩টি আসন।  তিনি বলেন, সেনানিবাসে সামরিক স্বৈরশাসকের হাতে বিএনপির জন্ম। ওই ব্যক্তি (জিয়াউর রহমান) হ্যাঁ/না ভোট এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছেন। দীর্ঘ ২৯ বছর অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশ শাসন করেছে। সেসময়ে দেশে কোনো গণতন্ত্র ছিল না। ফলে, দেশে কোনো উন্নয়ন হয়নি। দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো নেতৃত্ব বিএনপির নেই উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বিএনপির লোকেরা শুধু লন্ডন থেকে নির্দেশ পাচ্ছে। এর ফলে ২০০৮ সালের পর বিএনপি কোনো নির্বাচনে অংশ নেয়নি। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচন বর্জন করার জন্য বিএনপি কর্তৃক অগ্নিসংযোগ ও জনগণের প্রতি আহ্বান জানানো সত্ত্বেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেয় এবং তাদের ভোট দেয়। জনগণ বিএনপির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। সূত্র : বাসস
২৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৮

অজিদের বিপিএলে না আসার কারণ জানালেন রোস
চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলটিতে নতুন করে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলেক্স রোস। প্রথম দিন অনুশীলন শেষে বিপিএল খেলার উচ্ছাস প্রকাশ করেছেন এই অজি ক্রিকেটার। রোববার (২১ জানুয়ারি) গণমাধ্যমের কাছে বিপিএল খেলার উচ্ছাস প্রকাশ করে রোস বলেন,  আমি খুবই এক্সসাইটেড। ফ্লাইটে থাকতে আমি ম্যাচ দেখেছি। সবাই দারুণ খেলেছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি। তিনি আরও বলেন, এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে পিচে গেলে আরও ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ। আসরে সিলেটের হয়ে খেলছেন আরেক অজি ক্রিকেটার বেন কাটিং। তার সঙ্গে বাংলাদেশের কন্ডিশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না বেন কাটিং আমাকে কোনো টিপস দেয়নি এখন। ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি বেনের সঙ্গে। সে খুব সম্ভাবত ক্রিকেট নিয়ে ভুল পরামর্শ দিতে পারে আমাকে (হাসি)। বিপিএলে অজি ক্রিকেটারদের কম দেখার কারণ হিসেবে রোস বলেন, ‘অস্ট্রেলিয়ানদের বিপিএল না খেলার অনেকগুলো কারণ রয়েছে। ছেলেরা বেশিরভাগ সময় ঘরোয়ার ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করে। বিশেষ করে কেউ ভিক্টোরিয়ার হয়ে খেলছে কেউ চার দিনের কেউবা ওয়ানডে। এসব নিয়েই তাদের ব্যস্ততা, এ ছাড়া তো বিগ ব্যাশ রয়েছে।
২১ জানুয়ারি ২০২৪, ১৮:১৮

ঢাকা আসার পথে মাঝ আকাশে বিমানযাত্রীর মৃত্যু
কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এতে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।   এর আগে গত ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।
২০ জানুয়ারি ২০২৪, ১৩:১০

শিশু ফারহানের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
ঠাকুরগাঁও সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. ফারহান সাদিক।  মাত্র ১২ বছরে বয়সী এই শিশুটি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। ফারহানের বাবা একজন মো. দেলওয়ার হোসেন একজন দরিদ্র পরিবহন শ্রমিক। ছেলের সুস্থতার জন্য তিনি ধারকর্জ করে গতবছর ১০ জানুয়ারি ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে লিভার ট্রান্সপ্লেন্ট করিয়ে আনেন। কিন্তু প্রায় পাঁচ মাস পর আবারও ফারহান সাদিকের লিভারে সমস্যা দেখা দেয়। লিভারের ভেন ব্লক ধরা পড়ে। এ অবস্থায় চিকিৎসকরা ফের শিশুটির লিভারে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এজন্য ফারহান সাদিককে আগামী ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যেতে হবে। তার চিকিৎসার জন্য ১০-১২ লক্ষ টাকার প্রয়োজন, যা শিশুটির বাবার পক্ষে সংস্থান করা অসম্ভব হয়ে পড়েছে। শিশু ফারহান সাদিকের বাবা তার সন্তানকে সুস্থ করে তুলতে সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মোঃ দেলওয়ার হোসেন বিকাশ : ০১৭১৬৪১৪৯২৩ বিকাশ/ নগদ : ০১৭৮৫২১৯০২৭ সঞ্চয়ী হিসাব নং ২০৫০১৯৪০২০২৪৪২২১৬, ইসলামি ব্যাংক, ঠাকুরগাঁও শাখা।
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:২১

চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
১২ বছরের শিশু মো. ফারহান সাদিক, ঠাকুরগাঁও সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।  দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত। শিশুটির বাবা একজন মো. দেলওয়ার হোসেন একজন দরিদ্র পরিবহন শ্রমিক। ছেলের সুস্থতার জন্য তিনি ধারকর্জ করে গতবছর ১০ জানুয়ারি ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে লিভার ট্রান্সপ্লেন্ট করিয়ে আনেন।  কিন্তু প্রায় পাঁচ মাস পর আবারও ফারহান সাদিকের লিভারে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় চিকিৎসকরা ফের শিশুটির লিভারে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।  এজন্য ফারহান সাদিককে আগামী ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যেতে হবে।  তার চিকিৎসার জন্য ১০-১২  লক্ষ টাকার প্রয়োজন, যা শিশুটির বাবার পক্ষে সংস্থান করা অসম্ভব হয়ে পড়েছে। শিশু ফারহান সাদিকের বাবা তার সন্তানকে সুস্থ করে তুলতে সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা:  মোঃ দেলওয়ার হোসেন  বিকাশ : ০১৭১৬৪১৪৯২৩ বিকাশ/ নগদ : ০১৭৮৫২১৯০২৭ সঞ্চয়ী হিসাব নং ২০৫০১৯৪০২০২৪৪২২১৬, ইসলামি ব্যাংক, ঠাকুরগাঁও শাখা।
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়