• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল অ্যাডাম জাম্পার। তবে নিজের ইচ্ছাতেই নাম প্রত্যাহার করে নেন অজি এই লেগি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলার কারণ জানিয়েছেন তিনি। সম্প্রতি উইলো টক পডকাস্টে জাম্পার ভাষ্য, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি ক্লান্ত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপের সময়েও ভারতে থাকতে হয়েছে তিন মাস।’  জাম্পা আরও জানান, ‘এবারও আইপিএলে খেলার চেষ্টা করার সর্বোচ্চ ইচ্ছা আমার ছিল। কিন্তু প্রয়োজনের সময়টা যখন এলো, বুঝতে পারলাম যে রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে সেরা ছন্দে উপস্থাপন করতে পারব না। এ ছাড়া সামনে (টি-টোয়েন্টি) বিশ্বকাপও আছে, নিশ্চিতভাবেই যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’ এই লেগির মন্তব্য, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর ওপরে প্রাধান্য দিতে হয়েছে আমাকে। এ ছাড়াও আরও বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। তরুণ একটি পরিবার আছে আমার। একাদশে জায়গার জন্য লড়তে হবে, এই পরিস্থিতিতে ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’  জাম্পার মতে, ‘জানি না, দুটি ম্যাচ পাব নাকি চারটি কিংবা ৬টি। এজন্য মনে হয়েছে, বিশ্রাম নেওয়া, পরিবারকে সবার ওপরে রাখা, শরীরকে প্রাধান্য দেওয়া, এসবই আমার জন্য ভালো। সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ, মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে, লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
১২ এপ্রিল ২০২৪, ১২:৩৪

আসল আল্লু অর্জুনকে চেনাই কঠিন
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আগামী ৪ এপ্রিল পুষ্পা অভিনেতার জন্মদিন। আর এই বিশেষ দিনের আগেই দুর্দান্ত উপহার পেলেন তিনি। জীবনের অন্যতম সেরা উপহার পেয়ে শুধু আল্লু নন, আপ্লুত তার ভক্তরাও। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুবাইয়ে মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা। সেখান থেকে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ২০০৩-এর ২৮ মার্চ মুক্তি পেয়েছিলেন আল্লু অর্জুনের প্রথম সিনেমা। ২০২৪ সালের একই দিনে দুবাইয়ের মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে আল্লু অর্জুনের মোমের মূর্তি স্থাপন করা হল। মূর্তি উন্মোচনের সেই বিশেষ মুহূর্তে বাবার স্টাইলেই পোজ দিয়ে ক্যামেরাবন্দী হয়েছে ছোট্ট আরহা। ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে সেই ভিডিও অফিশিয়াল সাইটে আপলোড করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডলে আল্লু অর্জুন লিখেছেন, আজকের দিনটা আমার জন্য বিশেষ। ২০০৩ সালের এই দিনেই আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আর আজ আমি মাদাম তুসোয় মোমের মূর্তির সামনে দাঁড়িয়েছি। আবেগপ্রবণ হয়ে অভিনেতা আরও লিখেছেন, ক্যারিয়ারের ২১ বছরের এই জার্নি সত্যি অসাধারণ। আমি প্রত্যেকের কাছে বিশেষ করে আমার ভক্তদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সকলের সমর্থন ছাড়া এটা কোনো দিন সম্ভব হত না। আশা করি আগামী দিনেও আমি সবাইকে কাজের মাধ্যমে আরও গর্বিত করতে পারব। আমি প্রত্যেকের কাছে, মন থেকে কৃতজ্ঞ। সতীর্থ থেকে ভক্ত প্রত্যেকের থেকেই শুভেচ্ছাবার্তা পেয়েছেন আল্লু অর্জুন। অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা লিখেছেন, ‘ওয়াও’। এ ছাড়া মন্তব্যের ঘর ভেসেছে শুভেচ্ছা-ভালোবাসার বন্যায়। প্রসঙ্গত, ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২’। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
২৯ মার্চ ২০২৪, ২৩:৫১

ফেসবুক লাইভে এসে আসল ঘটনা জানালেন তামিম-মিরাজ
বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিলো দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনালাপ ফাঁস কারা হয়। ফেসবুক লাইভে এসে এই ঘটনা খোলাসা করেছেন তামিম। বুধবার (২০ মার্চ) পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টায় লাইভে আসেন তামিম। এ সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সবশেষ যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ এবং নগদের নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।  মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। তবে অনেক ভক্তরাই ভেবে নিয়েছিলো আগামী বিপিএলের জন্য তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করছেন মুশফিক। কিন্তু পুরো বিষয়টিই ছিল নগদের প্রচার।  মঙ্গলবার (১৯ মার্চ) দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রকাশ করা আলোচিত সেই ফোনালাপ। যেখানে তামিমকে বলতে শোনা যায়, মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ? ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথায় আমার বেইসই ছিল তুই মুশফিক সবাই–সহ। ঠিক না? এরপর তামিম অভিমান করে বলেছেন, তিনি জাতীয় দলে থাকলে বা অধিনায়ক হিসেবে থাকলে তার সঙ্গে কেউ এরকম ব্যবহার করতো না। আজ সবাই সুযোগ নিচ্ছে, ‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই, তাই তোরা এসব করছো।  ‘অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।’ তিনি আরও বলেন, ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকের ভাব বেড়ে গেছে।
২০ মার্চ ২০২৪, ২০:১৩

তিনে ব্যাট করলেন তামিম, জানা গেল আসল কারণ
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবালকে ওপেনিংয়ে ব্যাট না কারার প্রস্তাব দিয়েছিল বিসিবি। প্রস্তাব না-মানায় বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েন দেশসেরা এই ওপেনার ব্যাটার। তবে চলমান ডিপিএলে তিন নম্বরে ব্যাট করে চমক দিয়েছেন তিনি।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সাভারের বিকেএসপির চার নাম্বার মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না-হওয়ায় টসের সময়ও উপস্থিত হতে পারেননি তামিম। টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে ওপেনিংয়েও দেখা মিললো না তামিমের। ইনিংস উদ্বোধন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ হোসেন ইমন। তাই ধারণা করা হচ্ছিল, তামিম হয়তো খেলছেন না এই ম্যাচ।  তবে কিছুক্ষণ পরই জানা যায় আসল কারণ। ঢাকা থেকে সাভারে যাওয়ার পথে জ্যামে আটকে গিয়েছিলেন তামিম। যে কারণে মাঠে আসতে বিলম্ব হয় তার। শেষমেশ তামিম যতক্ষণে মাঠে পৌঁছান ততক্ষণে ইনিংসের ২০ ওভারের বেশি সময় পেরিয়ে যায়। তবে প্রাইম ব্যাংক অধিনায়কের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, দুই উদ্বোধনী ব্যাটার তখনো ক্রিজে অপরাজিত ছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান। ১০ চার ও ৪ ছক্কার মারে ১১১ বলে ১১৯ রান করেছেন দিপু। এ ছাড়া পারভেজ ইমন করেন ১২৯ বলে ১৫১ রান। তার দেড়শ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৮ ছক্কার মারে। দিপুর বিদায়ের পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তামিম। ৪১ তম ওভারে সালাউদ্দিন শাকিলের বলে মিডঅফে রাহির হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৬ রান। তামিম ফিরলেও এরই মধ্যে দুই ওপেনারের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮০ রানের পাহাড় গড়েছে তারা।
১৪ মার্চ ২০২৪, ১৪:৫৯

আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি
আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামি-দামি সব তারকা। এবার আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বিষয় নিয়ে দেশটির জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক বলেন, আমি আসলেই আইপিএলকে ভালোবাসি, কারণ এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ।  ‘যেখানে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে লম্বা সময় খেলার সুযোগ থাকে, যারা আপনার বাইরের দেশের। যাদের সঙ্গে হরহামেশা দেখা হয় না।’ এরপরই আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কোহলি বলেন, সবাই কেন আইপিএলকে ভালোবাসে তার পেছনে একটি কারণ আছে। কারণ এখানে ক্রিকেটার ও ভক্তদের মাঝে একটি যোগসূত্র আছে।  ‘অন্যদিকে আইসিসির টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দলের বিপক্ষে খেলতে হয়, কিন্তু প্রায় সময় সেখানে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গেও সেভাবে যোগসূত্র বা যোগাযোগের পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আইপিএলে প্রতিটি দল প্রতিপক্ষ কারও সঙ্গে তৃতীয় দিন কিংবা প্রতি সেকেন্ডেও সাক্ষাৎ হতে পারে, আর এটিই আইপিএলের সৌন্দর্য। এখানে আপনাকে ভিন্ন কন্ডিশন, ভিন্ন শহর এবং ভিন্ন ভিন্ন দলের মোকাবিলা করতে হয়। টুর্নামেন্টে ভালো করতে হলে সবারই কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এরই মাঝে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যায়।’ ঘরের মাঠে চলমান ভারত–ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না সাবেক এই ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত কারণে তিনি বেশ কিছুটা সময় খেলার বাইরে রয়েছেন।  দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন কোহলি। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে তার দল বেঙ্গালুরু মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।
০৯ মার্চ ২০২৪, ১২:৩৮

জাতীয় দলের কোচ না হওয়ার আসল কারণ জানালেন সালাউদ্দিন
বাংলাদেশের সেরা কোচদের তালিকায় সবার শীর্ষে সালাউদ্দিন। যার হাত ধরে সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছিল। তবে জাতীয় দলের হয়ে কাজ কারার সুযোগ পাননি। এ বিষয়ে বিসিবিকে যত বারই প্রশ্ন করা হয়েছে, একই জবাব দিয়েছে তারা। কয়েক দিন আগেও সালাউদ্দিনকে কেনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নন। অথচ সালাউদ্দিন কেনো আগ্রহী নন সেটাই বুঝতে চায় না বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সর্বদাই প্রাধান্য পেয়ে থাকেন বিদেশি কোচরা। তবে সালাউদ্দিনও হেড কোচ ছাড়া অন্য কোনো পদে কাজ করবেন না। যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার (৪ মার্চ) এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই। সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। যেটা এখন আমি দিতে পারব না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটিং-বোলিং কোচসহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এনেছে বিসিবি। এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আমি যা বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।  ‘আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই আমি নাম দিইনি।’  তিনি আরও বলেন, আমি যতটুকু শুনেছি যে, তারা হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো।
০৪ মার্চ ২০২৪, ১৯:৪৮

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের না থাকার আসল কারণ জানালেন রাজ্জাক
চলমান বিপিএলের পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুর রাজ্জাক। সেখানে দলে না থাকার কারণ শুধু চোখে সমস্যা? এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে... ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। সম্ভবত ও (সাকিব) ভালো ট্রিটমেন্ট করবে।  বিপিএলের পর মাঠে গড়াবে ডিপিএল। সেখানে সাকিব খেলবেন কি না রাজ্জাকের কাছে জানতে হয়। তিনি বলেন, এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এ রকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি।  এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ১৩৪ রান। বল হাতেও পেয়েছেন ১৩ উইকেট। জাতীয় দলের সাবধানতার খবর কি সাকিবের ফ্র্যাঞ্চাইজিকেও পৌঁছে দেওয়া হয়েছে? রাজ্জাক এ নিয়ে বলেন, এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব। তারপরের স্টেপগুলো আসলে একেকটা সেক্টরে একেক জিনিস।   
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫

অমিতাভের আসল পদবী ‘বচ্চন’ নয়, জানালেন অভিনেতা
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। মূলত এই নামেই বিশ্বজুড়ে পরিচিত তার। তবে সম্প্রতি তিনি জানালেন, অভিনেতার আসল নাম অমিতাভ বচ্চন নয়। এমনকি ‘বচ্চন’ পদবীও তার নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা।  এদিকে অমিতাভ বচ্চনের আসল নাম জানতে মরিয়া হয়ে উঠেছেন তার ভক্তরা। জানা গেছে, অভিনেতার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব।  তাহলে বচ্চন পদবী এলো কোথা থেকে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অমিতাভের ভক্তদের মনে। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন। তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে।  এ প্রসঙ্গে অমিতাভ বলেন, আমার বাবা একজন নামকরা কবি এবং লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।  বচ্চন পদবী একমাত্র অমিতাভের পরিবারের কাছেই রয়েছে। কেন না, বচ্চন কোনো পদবী নয়। এটি একটি ছদ্মনাম।  এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। একটা সময় ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।    সূত্র : টিভি নাইন    
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬

জানা গেল শোয়েব পত্নী সানার আসল পরিচয়
বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমাণ হলো। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।  শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শোয়েব নিজেই সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল কোরআনের সুরা আন-নাবার ৮ নম্বর আয়াত তুলে ধরেছেন তিনি, যার অর্থ- আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি। এ ছাড়া ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।  শোয়েব মালিককে বিয়ের আগেও এক পাকিস্তানি সংগীতশিল্পীকে বিয়ে করেছিলেন সানা। ২০২০ সালে সেই বিয়ের বিচ্ছেদ ঘটে তিন বছরের মাথায়। এর মধ্যেই শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী।  এর আগে, আয়েশা সিদ্দিকি নামে এক ভারতীয়কে বিয়ে করেছিলেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। 
২০ জানুয়ারি ২০২৪, ১৮:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়