• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে
কমিউনিটি সেন্টারে অতিথিদের অনেকে চলে এসেছেন। রান্নাবান্নাও শেষ। বাকি শুধু অতিথিদের মধ্যে খাবার পরিবেশন। এমন অবস্থায় চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কমিউনিটি সেন্টার থেকে বর-কনেকে নিয়ে পালালেন অভিভাবকরা।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার জানান, সকালে ইউএনও স্যারের কাছ থেকে উপজেলার চরপাথরঘাটায় একটি বাল্যবিবাহের খবর জানতে পেরে স্যারের নির্দেশে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিবাহ বন্ধের নির্দেশ দিই। পরে জানতে পারি, বিয়ের আসর থেকে বর–কনে পালিয়ে যায়।   
১ ঘণ্টা আগে

ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের আসর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং কোরআন তেলাওয়াত শুনেন। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে আরবি সাহিত্য পরিষদের পক্ষ হতে টুপি বিতরণ করা হয়। পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কোরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের ক্বেরাত সম্মেলন।
১১ মার্চ ২০২৪, ১০:৫৪

বিয়ের আসর থেকে নারীকে অপহরণ, উদ্ধারে ৪ পুলিশ আহত
মাগুরা জজ আদালতে বিয়ের আসর থেকে এক নারীকে অপহরণ করা হয়।তাকে উদ্ধারে গিয়ে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ও এরশাদ এবং সাইফুল ও ওমর নামে তিন কনস্টেবল। জানা গেছে, সোমবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতে বিয়ের জন্য উপস্থিত হন সদরের ব্যাঙ্গা বেরইল গ্রামের মাসুরা খাতুন নামে এক নারী। আদালত থেকে কাশিনাথপুর গ্রামের জামির হোসেন তাকে অপহরণ করে উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা করলে ইটভাটার শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তবে শেষ পর্যন্ত মাসুরাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।   অপহরণের শিকার মাসুরা খাতুন বলেন, প্রায় ১২ বছর আগে সদর উপজেলার দেড়ুয়া গ্রামের দুলাল মোল্যার ছেলে ফারুক মোল্যার সাথে আমার বিয়ে হয়। তবে তার নির্যাতনে অতিষ্ঠ গত চার বছর আগে আমাদের বিচ্ছেদ হয়। এখন আমার পরিবার নতুন করে বিয়ে ঠিক করলে ফারুক মোল্যা বাধা দেয়। সোমবার একইভাবে আমার পূর্বের স্বামীর ইন্ধনে জজ আদালতে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে ভাটায় আটকে রেখে মারধর করে। সেখানে আমার ছোট ভাই উপস্থিত হলে তাকেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়।   এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, মাসুরা বেগম নামে এক নারীকে কিছু দুষ্কৃতকারী কোর্টের সামনে থেকে অপহরণ করে একটি ইটভাটায় নিয়ে যাওয়ার খবর এলে তাকে উদ্ধারের জন্য আমাদের টহল টিম সেখানে যায়। ভিকটিমকে উদ্ধারের একপর্যায়ে অপহরণকারীরা পুলিশ সদস্যদের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯

গ্র্যামির আসর থেকেই তিনটি পুরস্কার পাওয়া শিল্পী গ্রেপ্তার
বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রামি অ্যাওয়ার্ডস। গ্র্যামির ৬৬তম আসরের পুরস্কার প্রদান করা হয়েছে ৫ ফেব্রুয়ারি সোমবার। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এ পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়েছে।  তবে অবাক করা খবর হচ্ছে, গ্র্যামির মঞ্চ থেকে আটক করা হয়েছে ৩টি পুরস্কার জয়ী গায়ক কিলার মাইককে। পুরস্কারপ্রাপ্তির আনন্দ উপভোগ করার আগেই হাতকড়া পরতে হলো এই র‌্যাপ সংগীতশিল্পীকে। অনুষ্ঠান চলাকালেই কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, কেন কিলারকে আটক করা হলো সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। সংগীতশিল্পী কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার কারণে নিজের নাম পরিবর্তন করেন এ শিল্পী। মাঝেমধ্যেই  বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে। কিলার রোববার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্রস’র জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ এবং ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন। তাছাড়া তার ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার লাভ করে। পুরস্কার প্রদানের মঞ্চ থেকে তাকে আটকের জন্য নিন্দা জানাচ্ছেন তার ভক্তরা।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩

পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা শুরু
শুরু হচ্ছে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা। আজ রোববার (২১ জানুয়ারি) থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বসছে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে উত্তরে কিছু দূর গেলেই বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিবিসিএফইসি)। বাণিজ্য মেলার স্থায়ী এই প্রাঙ্গণে তৃতীয়বারের মতো মিলিত হচ্ছেন দেশ–বিদেশের ক্রেতা-ব্যবসায়ীরা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও পড়ুন : ভারত ভ্রমণে নতুন চুক্তি, থাকছে সুখবর    এবারের মেলার ফটক তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) আদলে। উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শনিবার (২০ জানুয়ারি) প্রদর্শনী কেন্দ্রে গিয়ে দেখা যায় মেলার আয়োজনের বিশাল কর্মযজ্ঞ। শেষ সময়ে রং ও ঘষা–মাজার কাজ করছেন শ্রমিকেরা। মেলা প্রাঙ্গণে দেখা মিলল বিভিন্ন  প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজ। প্রতিবছর ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের পর। অনেক স্টলের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। বিদেশি স্টলগুলোর নির্মাণকাজ সবেমাত্র শুরু হয়েছে। আবার কোনো কোনো স্টল নির্মাণের পর পণ্যের পসরা সাজানো হচ্ছে।  আরও পড়ুন : প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজ করছে ঝিনাইদহের সামাজিক বনায়ন   যৌথভাবে মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। আয়োজকরা বলছেন, গত বছর দেশি–বিদেশি মিলিয়ে মেলায় স্টল ছিল ৩৩১টি। এ বছর তা বেড়ে সব মিলিয়ে হচ্ছে ৩৫০টি। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন। এ বছর মেলায় প্রবেশমূল্যও বেড়েছে। এ বছর দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। গত বছর যা ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে আলাদা বাস ছাড়বে। মেলায় আসতে ভাড়া পড়বে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা।
২১ জানুয়ারি ২০২৪, ১১:২৫

ক্যাচ মিসের মাশুল গুনল সিলেট / জয় দিয়ে আসর শুরু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। দিনের দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে মাশরাফীর দলকে হারিয়ে আসর শুরু করেছে চট্টগ্রাম। শুক্রবার (১৯জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য দেয় মাশরাফীর দল। জবাব দিতে নেমে ৯ বল ও সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম।  জবাবে দিতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি ইমরানুজ্জামানও। মাশরাফীর প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। এতে দলীয় ৬০ রানে তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি। এরপর চট্টগ্রাম শিবিরে হাল ধরেন শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান। দুজনের ব্যাটে ভর করে জয়ের জন্য লড়াই করতে থাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ক্যাচ মিসের প্রতিযোগিতা শুরু করে সিলেটের ফিল্ডাররা। ৩৫ বলে ফিফটি পূরণ করেন শাহাদাত। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তিনবার জীবন ফিরে পাওয়া জাদরান। শেষ দুই ওভারে চট্টগ্রামের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান । তবে মাশরাফী প্রথম তিন বলে ১৬ রান তুলে ৯ বল ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  শাহাদাত হোসেন ৩৯ বলে ৫৭ রান এবং নাজিবুল্লাহ ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে নাজমুল হাসান অপু, মাশরাফী বিন মোর্ত্তজা ও রিচার্ড নাগাভারা একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন  সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলেছে মাশরাফীর দল। ৩০ বলে ৩৬ রান করে শান্ত সাজঘরে ফিরলে, মিথুনকে সঙ্গ দেন জাকির হাসান। ২৮ বলে ৪০ রান করে আউট হন মিথুন, এতে চাপে পড়ে সিলেট। এরপর হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির। দুর্দান্ত ব্যাটিং করে ৩১ বলে নিজের ফিফটি তুলে নেন এই বাঁহাতি তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন টেক্টর। শেষ পর্যন্ত হ্যারি টেক্টরের ২০ বলে ২৬ এবং জাকিরের ৪৩ বলে অপরাজিত ৭০ রানে ইনিংসে ভর করে দুই উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাহিদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট নেন।  
২০ জানুয়ারি ২০২৪, ০১:২৪

একদিনে তিন অঘটন, জমজমাট ফুটবলের ‘অবহেলিত’ বড় আসর
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এসেই জমজমাট আফ্রিকান কাপ অব নেশন্স। ফুটবলের ‘অবহেলিত’ বড় আসরে একদিনেই ঘটেছে তিন অঘটন। নাইজেরিয়াকে আটকে দিয়েছে ইকুইটোরিয়াল গিনি (নিরক্ষীয় গিনি)। অন্যদিকে মিসরকে বড় ধাক্কা দিয়েছে টুর্নামেন্টে পঞ্চমবারের মতো খেলতে আসা মোজাম্বিক। এ ছাড়া কেপ ভার্দের কাছে লজ্জার পরাজয়ের স্বাদ পেয়েছে ঘানা। এর আগে, আফকনে নিজেদের ১২ ম্যাচে জয় শূন্য ছিল মোজাম্বিক। এবার টুর্নামেন্টের অন্যতম সফল দল মিসরকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টিতে সাতবারের চ্যাম্পিয়নদের মান বাঁচিয়েছেন মোহাম্মদ সালাহ। অন্যদিকে অ্যালক্স আইওবি-ভিক্টর ওসিমহেনদের নিয়েও জয়ের দেখা পায়নি নাইজেরিয়া। আর ঘানাকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে কেপ ভার্দে। আরও পড়ুন : ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক   মিসর ২-২ মোজাম্বিক  ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় সাতবারের চ্যাম্পিয়ন মিসর। মোহাম্মদ সালাহর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মোস্তফা মোহাম্মদ। প্রথমার্ধে আরও দুটি গোলের সুযোগ মিস করে মিসর। বিরতি থেকে ফিরে প্রথমার্ধের ভুলের খেসারত দিয়ে গোল হজম করে মিসর। ম্যাচের ৫৫তম মিনিটে মিডফিল্ডার ডোমিঙ্গোসের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন ‍উইটি। সমতায় ফেরার ৪ মিনিট পরেই লিড নেয় মোজাম্বিক। এবার লিড বাড়ান ক্লেসিও বাক। শেষ দিকে নিশ্চিত হারের মুখে থাকা মিসরের ত্রাতা হয়ে উঠেন সালাহ। ম্যাচের ঠিক শেষ সময়ে স্পটকিকে লক্ষ্যভেদ করেন সালাহ। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। নাইজেরিয়া ১-১ নিরক্ষীয় গিনি  আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন। কিন্তু এই ফুটবলারই সুপার ঈগলদের হতাশায় ডুবিয়েছেন। যতগুলো সুযোগ তিনি মিস করেছেন, তা গুণে শেষ করাও কষ্টসাধ্য। ম্যাচের প্রথমার্ধেই লিড নিতে পারতো নাইজেরিয়া। কিন্তু নিজেদের ভুলে সেই সুযোগ হারায় দলটি। উল্টো ম্যাচের ৩৬তম মিনিটে নিরক্ষীয় গিনিকে এগিয়ে দেন ইভান সালভাদর। এর দুই মিনিট ব্যবধানে নাইজেরিয়াকে সমতায় ফেরান ওসিমেনে। বিরতি থেকে ফেরার পর আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। আরও পড়ুন : ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে রিয়ালের শিরোপা জয়   ঘানা ১-২ কেপ ভার্দে  সম্প্রতি নিজেদের হারিয়ে খুঁজছে আফ্রিকান ফুটবলে অন্যতম বড় নাম ঘানা। এবার র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দের বিপক্ষে লিড নিয়েও শেষ মুহূর্তের গোলে হেরেছে চারবারের চ্যাম্পিয়নরা। এদিন পুরো ম্যাচে পাত্তাই পায়নি ঘানা। পুরো ম্যাচে মাত্র একবারই লক্ষ্যে শট নিতে পেরেছে তারা। ফলে আলেকজান্ডার জিকুর শটেই আসে কাঙ্ক্ষিত গোল। বিপরীতে ম্যাচের ১৭তম মিনিটে জামিরো মন্তেইরোর এবং দ্বিতীয়ার্ধের ইনজুরির সময়ে গ্যারি রড্রিগেজের গোলে ২-১ গোলে ম্যাচ জিতেছে কেপ ভার্দে।
১৫ জানুয়ারি ২০২৪, ১২:৩০

রাজকীয় আয়োজনে আমিরকন্যার বিয়ের আসর বসছে আজ
মেয়ে ইরার বিয়েতে কোনো খামতি রাখতে চান না ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমিরকন্যা। এবার বিয়ের আনুষ্ঠানিকতায় রাজকীয় আয়োজন করছেন এই অভিনেতা। সোমবার (৮ জানুয়ারি) উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে ইরার বিয়ের আসর। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজনে বসতে যাচ্ছে ইরা-নূপুরের বিয়ের আসর। বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসোর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। যেখান থেকে পুরো উদয়পুরের ভিউ পাওয়া যায়। জানা গেছে, ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। ইতোমধ্যে মেয়ের বিয়ে উপলক্ষে নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুটও বুক করেছেন এই অভিনেতা রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত রয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। মেয়ের বিয়েতে কোনো খামতি রাখছেন না আমির।      সূত্র : সংবাদ প্রতিদিন
০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়