• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় আজ
পারিবারিক দ্বন্দ্বে তিন যুগ আগে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় ঘোষণা করবেন।  এর আগে, গত ২০ ফেব্রুয়ারি একই আদালতে মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু ওইদিন বিচারক ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক রায় ঘোষণার জন্য ১৩ মার্চ দিন ধার্য করেন। ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় মামলা করেন সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী। মামলার আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মণ্ডল ওরফে কুঞ্জ চন্দ্র মণ্ডল। আসামিদের মধ্যে আনাস মাহমুদ এবং মারুফ রেজা কারাগারে, অন্যরা জামিনে। মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাচ্ছিলেন। বিকেলে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তার হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই সগিরা মোর্শেদ মারা যান। ২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। ছিনতাই নয়, মূল পরিকল্পনা ছিল সগিরাকে হত্যা।  অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অপছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এসব নিয়ে আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। ২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যদিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। মামলাটিতে ৫৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।  
১৩ মার্চ ২০২৪, ১১:৪১

আলোচিত বেটিং কাণ্ডে সাকিবের বোনের নাম!
ভারতজুড়ে আলোচিত বেটিং অ্যাপকাণ্ডে তোলপাড় চলছে। ইতোমধ্যেই ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাপটিতে বিনিয়োগের অভিযোগ উঠেছে। এবার দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে।  ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন ও আজতাক'র প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, এই অ্যাপকাণ্ডের তদন্তে এরই মধ্যে ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে গ্রেপ্তার করা হয়েছে।  ইডির সূত্রে প্রতিবেদনে বলা হয়, 11wicket.com নামক বেটিং অ্যাপে সুরুজ চোখানি বাংলাদেশে বিনিয়োগ করেন। তিনিই সাকিবের বোনের নাম প্রকাশ্যে এনেছেন। সুরুজের দাবি, সেই বিনিয়োগে টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানেরই বড় অংশীদারিত্ব ছিল। এর আগে, গত বছরে মহাদেব বেটিং অ্যাপে (অনলাইন গেমিং প্ল্যাটফর্ম) বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। সেই ঘটনায় উঠে আসে ভারতের অনেক রথী-মহারথীর নাম। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। এরপর বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে নানান আলোচনা-সমালোচনার পর সেখান থেকে সরে এসেছিলেন টাইগার পোস্টারবয়।
১০ মার্চ ২০২৪, ১৪:১২

আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
আলোচিত সেই নারী ফুটবলার জেনি হারমোসোর গোলে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে জায়গা হলো স্পেনের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা ওমেন্স নেশন্স লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।  এরই মাধ্যমে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বও নিশ্চিত করেন স্পেনের নারী ফুটবলাররা। যদিও উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। যে ফ্রান্স অন্য সেমিফাইনালে জার্মানির মতো শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।  এর আগে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী দলের ফুটবলার জেনি হারমোসোর ঠোটে চুমু দিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস।  যে ঘটনার জের ধরে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয় তাকে। সেই জেনি হারমোসোই নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে জয়যাত্রার সূচনা করেন। ৪১তম মিনিটে প্রায় এককভাবেই তিনি নেদারল্যান্ডস ডিফেন্ডারদের কাটিয়ে গোলটি করেন।  ৪৫তম মিনিটে ব্যালন ডি’অর বিজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতি করেন দ্বিতীয় গোল।  ৭৭ মিনিটে লেফট ব্যাক ওনা ব্যাটল তৃতীয় গোল করে স্পেনের বিজয় নিশ্চিত করেন। স্পেন নারী দলের কোচ মন্তসি টমি বলেন, ‘আমি ও আমার স্টাফরা এই দলটির দায়িত্ব নিয়েছিলাম কঠিন এক সময়ে। যদিও কঠিন সময় পাড়ি দিয়ে এখন আমরা একধাপ এগিয়ে। আমরা খুবই গর্বিত যে, আমাদের কাজ সঠিকভাবে চালিয়ে নিতে পেরেছি। এ দলটি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা রাখে। আগের সব জেনারেশনই চেষ্টা করেছে অলিম্পিক ফুটবলে খেলার, তারা পারেনি। অবশেষে আমরা চেষ্টা করে সফল হলাম।’
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩

'১৮ সালের ভোটের রাতে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার রায় আজ 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের আলোচিত এক মামলার রায় আজ সোমবার (৫ ফেব্রুয়ারি)। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌসের এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু মামলার রায় লেখার কাজ শেষ না হওয়ায় রায়ের তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি পুন:নির্ধারণ করা হয়। আদালতের ষ্টেনোগ্রাফার মো. সামছুদ্দিন জানান, আলোচিত ওই মামলাটির রায় ঘোষণার পূর্ববর্তী সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তাই নির্ধারিত তারিখে অর্থাৎ সোমবার রায় ঘোষণা করা হবে। তিনি বলেন, গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় লেখার কাজ শেষ না হওয়ায় রায় ঘোষনার জন্য ৫ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় সেদিন। মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও গণধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জের ধরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নির্যাতনের শিকার নারীর স্বামী জানান, রায়কে ঘিরে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে আছেন। কারণ আসামিরা প্রভাবশালী এবং খারাপ লোক। আতঙ্কের বিষয়টি তিনি সুবর্ণচরের চর জব্বর থানার ওসি রফিকুল ইসলামকে অবহিত করেছেন। সোমবার রায় ঘোষণাকালে স্ত্রীসহ আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলী ছালেহ আহমদ সোহেল খান বলেন, আলোচিত ওই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন স্বাক্ষী উপস্থাপন করেছে। মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি ঘটনার পর থেকে পলাতক আছেন। কারাগারে থাকা ১৫ জন আসামির মধ্যে কমপক্ষে ৮ জন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০

আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি
প্রায় ৩৫ বছর পর রাজধানীর সিদ্ধেশ্বরীর সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযুক্ত চার আসামি হলেন- সগিরা মোর্শেদের ভাশুর হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন (৬৪), সায়েদাতুলের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)। সৈয়দ রেজাউর রহমান বলেন, আমার বিশ্বাস অভিযুক্তরা খালাস পাবেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেছেন, আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি হবে বলে আশা করা যাচ্ছে। মামলাসূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাচ্ছিলেন সগিরা মোর্শেদ সালাম। বিকেল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় তিনি দৌড় দিলে তাকে গুলি করে, পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই দিনই সগিরার স্বামী সালাম চৌধুরী রমনা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ২০২০ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি, অপছন্দ করা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই সঙ্গে সগিরাকে সম্বোধন করা নিয়েও পারিবারিক দ্বন্দ্ব ছিল। নিহতের কাজের মেয়েকে মারধর করে আসামি ডা. হাসান আলী চৌধুরী। বিষয়টি নিয়ে পারিবারিক বৈঠকে শাহীন সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেয়। নিজেদের বাসায় বসেই আসামিরা সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী হাসান তার চেম্বারে অপর আসামি মারুফকে সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করে। ২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। এরপর গত বছরের ১১ জানুয়ারি মামলার বাদী ও সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এরমধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২৫ জানুয়ারি ২০২৪, ২০:৫৬

আলোচিত সেই খাজাই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
গাজায় ফিলিস্তিনদের ওপর হামলা প্রতিবাদের জেরে বেশ কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উসমান খাজা। এর আগে পার্থ টেস্টে জুতায় ‘অল লাইভস আর ইকুয়েল’ ও ‘ফ্রিডম ইজ অ্যা হিউম্যান রাইটস’ লিখে খেলতে চেয়েছিলেন অজি এই ওপেনার।  তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নীতিবিরোধী হওয়ায় সেই জুতা পরে মাঠে নামা হয়নি তার। যদিও আইসিসি থেকে বারবার তিরস্কৃত হয়েও নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হননি তিনি। এবার তাকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ২০২৩ সালের সেরা টেস্ট ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেরার লড়াইয়ে সতীর্থ ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলেছেন খাজা। ২০২৩ সালে ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করেন উসমান খাজা। অজিদের জার্সিতে ১৩ ম্যাচে ৫২ দশমিক ৬০ গড়ে ১ হাজার ২১০ রান করেন তিনি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এর আগে, টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন খাজা। উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের মাঝপথেই সুসংবাদ পেলেন তিনি। 
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: আলোচিত দুই হাজার কর্মচারীকে পদায়ন
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষা ভবনের বিসিএস কর্মকর্তার চাকরি হারানোর ঘটনার সেই আলোচিত নিয়োগ শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। ফলে চুড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে পদায়ন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তাদের নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করা হয়। মাউশি জানিয়েছে, ২০২০ সালে ২২ অক্টোবর পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ১৪ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে বিভাগীয় নির্বাচন কমিটি। সে সুপারিশের আলোকে এ ২ হাজারের বেশি প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা-উপজেলা শিক্ষা অফিসের পাঁচ কর্মচারী পদে ২ হাজার ২৫৯ জন প্রার্থী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে বেতনের অফিস সহায়ক পদে ১ হাজার ৭০৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ২৪৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬৩ জন, মালী পদে ৯৯ জন ও ১৯তম গ্রেডে বুকসর্টার পদে ৪৬ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ দুই সহস্রাধিক প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা অফিসে পদায়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০২২ সালের ২৪ জুলাই রাতে মাউশির চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 
১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬

নোয়াখালীতে আলোচিত আসিফ হত্যাকাণ্ড, বন্ধু গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ইসমাইল হোসেন আসিফ (২২) হত্যা মামলার অন্যতম এক আসামি ইব্রাহিম খলিল সাগরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।  শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম খলিল সাগর জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির মো. মনির আহমদের ছেলে।  র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আসিফের সঙ্গে আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসঙ্গে চলাফেলা করত ও আড্ডা দিত। গত ৯ জানুয়ারি সকাল বেলা সাগর ও ভিকটিম মোটরসাইকেলযোগে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যায়। পরে মোটরসাইকেল থেকে নেমে হেঁটে মামলার প্রধান আসামি আরিফের ঘরের সামনে গেলে অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে  ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।  তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে ৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‍্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  
১২ জানুয়ারি ২০২৪, ২৩:০৩

জিনেরাও জেতাতে পারেনি আলোচিত সেই প্রার্থীকে
‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’—এমন বক্তব্য দেওয়া মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী ব্যাপক ব্যবধানে হেরেছেন।  রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে ওই আসনের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া আলোচিত প্রার্থী আসলাম হোসাইন রহমানী পেয়েছেন মাত্র ৩৬৬ ভোট। এর আগে, নির্বাচনের আগের দিন (শনিবার) হোসাইন রহমানী বলেছিলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দেবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না। তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না। হোসাইন রহমানী বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন। তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়