• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
ব্যতিক্রমধর্মী কাজ দিয়ে আলোচনায় নির্মাতা তারেক মাহমুদ সুমন
ঈদ আসলেই টিভি চ্যানেলগুলোতে নানান নতু নতুন কাজ দেখা যায়। সেই কাতারে আছে নানান বিজ্ঞাপনও। এবারের ঈদে মুক্তি পাওয়া সকল বিজ্ঞাপটনের মাঝে দর্শকদের মন জয় করেছে এক মুঠোফোন কোম্পানির একটি বিজ্ঞাপন।  বিজ্ঞাপন চিত্রটিকে আলাদা করে দেখার অন্যতম মূল কারণ হলো এর স্টোরি প্লট। মূলত বাক প্রতিবন্ধিদের প্লট নিয়ে বিজ্ঞাপনটির নির্মাণ। বিজ্ঞাপনটিতে অভিনয় করতে দেখা গিয়েছে, গুনিশিল্পী আশোক বেপারী সাথে নবাগত মিরাজ এবং সাবরিন আজাদকে। বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা তারেক মাহমুদ সুমন জানান, সাধারণত বিজ্ঞাপনচিত্রর ক্ষেত্রে আমারা প্রোডাকশন হাউজ কোম্পানিরা মার্কেটিং এজেন্সি থেকে গল্পের ব্রিফ পেয়ে থাকি, এরপর গল্পের উপর ভিজুয়াল এর কাজ করা হয় আর কি। তবে এই মুঠোফোনটির বিজ্ঞাপনটির ক্ষেত্রে গল্পটা একটু আলাদা, অনেকেই জানেন না হয়তো, এই গল্পটা আমার নিজের লিখা, কিছু বাস্তবিক অনুপ্রেরনা থেকে। তাই মূলত ব্র্যান্ড পিচিং থেকে শুরু করে টিল এন্ড সবখানেই আমার ইনভলবেন্স ছিলো। সামনের নতুন কাজ নিয়ে তিনি বলেন, ঈদের পর ২০ তারিখ একটা ব্র্যান্ড-এর শুট আছে। ইতোমধ্যে আমার টিম সহ আমরা প্রি-প্রোডাকশন এর কাজ শুরু করে দিয়েছি। সো এটা আসলে চমক না, অন্য কি! সেটা আপাতত বলতে পারছি না।   
১০ এপ্রিল ২০২৪, ১৯:২৮

নতুন গাড়ি কিনে আলোচনায় নীতা আম্বানি
নীতা মুকেশ আম্বানি একজন ভারতীয় ব্যবসায়ী ও জনহিতৈষী। তিনি রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী।  বিলাসবহুল জীবনযাত্রার জন্য সুপরিচিত নীতা আম্বানি। দামি শাড়ি, গয়না, জিনিসপত্র, বিমান, জুতা, ঘড়ি সব কিছুর প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে নীতা আম্বানির। সম্প্রতি ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানের পর ফের আলোচনায় এলেন তিনি। সম্প্রতি বিলাসবহুল রোজ কোয়ার্টজ শেডের Rolls Royce Phantom VIII EWB গাড়ি কিনেছেন নীতা আম্বানি। প্রায় ১২ কোটি টাকা দামের গাড়িটির ডিজাইনেও রয়েছে বিশেষত্ব। সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে এই গাড়ি নিয়ে। গাড়িটি কাস্টোমাইজ করা, তাই আসলে কত দাম পড়েছে সেটা এই মুহূর্ত অনুমান করা যাচ্ছে না। ভারতে এই বিলাসবহুল সেডানের গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা (অন-রোড)। কাস্টমাইজেশন বিকল্পগুলির জন্য আলাদা মূল্য দিতে হবে। নীতা আম্বানি যে বিলাসবহুল সেডানটি কিনেছেন সেটিক সবচেয়ে বিশেষ জিনিস হল এর রং। এর লোয়ার বডি রোজ কোয়ার্টজ এবং আপার বডি ভেলভেট অর্কিড।
১০ এপ্রিল ২০২৪, ১৯:১৮

ভিন্নধর্মী পোশাকে আলোচনায় মনামী
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নাচেও বেশ পারদর্শী এই অভিনেত্রী।  অনেকেই তাকে মজা করে বাংলার উরফি জাভেদ বলেন। মাঝে মধ্যে ইউনিক সাজ-পোশাকে তিনিও আলোচনায় থাকেন। এবার ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামী। গত ২৯ মার্চ ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে একটি সাদার ওপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন মনামী ঘোষ। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তবে গাউনের পিঠে নেট দেওয়া ছিল। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচের একটি পদ্য।     মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যথা/ আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা। এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরোনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস   
৩১ মার্চ ২০২৪, ২০:০৬

অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
অবশেষে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির নতুন আলোচনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৯ মার্চ) নেতানিয়াহুর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে। নেতানিয়াহু ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন। তবে মোসাদপ্রধান নিজে যুদ্ধবিরতির আলোচনায় উপস্থিত কি না, সেটি স্পষ্ট করেনি তারা। এর আগে, গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ওইদিন যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে আনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পর দিন মঙ্গলবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।
২৯ মার্চ ২০২৪, ২৩:৪২

মাত্র ৭১ দিনে কোরআন মুখস্থ করে আলোচনায় ৯ বছরের নাফিস
পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে টাঙ্গাইলের গোপালপুরের ৯ বছর বয়সী আবীর ইসলাম নাফিস। এই বয়সে তার কোরআন মুখস্থ করতে সময় লেগেছে মাত্র ৭১ দিন। নাফিস চলতি বছরের ১ জানুয়ারি হতে হেফজ পড়া শুরু করে। সকাল ও বিকেলে দুজন হুজুরের তত্ত্বাবধানে বাসাতেই পবিত্র কোরআন মুখস্থ করতে থাকে। সর্বশেষ ৭১ দিন পর মার্চের ১১ তারিখে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। আবীর ইসলাম নাফিস টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নজরুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির সন্তান। তাদের ঘরে আরও দুজন ছেলে সন্তান রয়েছে। ভাইদের মধ্যে নাফিস মেঝো। নাফিসের বাবা নজরুল ইসলাম উপজেলার নলীনের নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মোছা. নাসিমা আক্তার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক। জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩ সালের ডিসেম্বরে জামতৈল দারুল কোরআন মাদ্রাসা থেকে ১৬ দিনে নাজেরা সম্পন্ন করেন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন থেকে সেখানেই হেফজ পড়া শুরু করে। ১৫ দিন মাদ্রাসায় থেকে পড়াশুনা করায় অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। এরপর বাড়ির একটি কক্ষে বসে পুনরায় হেফজ পড়া শুরু করে নাফিস। জামতৈল দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন এবং গোপালপুর পৌরসভার বারিধারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাসুদুর রহমানের তত্ত্বাবধানে নাফিসদের বাসাতেই শুরু হয় হেফজ পড়া। এতে সকাল ও বিকাল ওই দুইজন হুজুর নাফিসের পড়াশুনার দায়িত্ব পালন করেন। এরপর ১১ মার্চ প্রথম রমজানের দিন ৩০ পারা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে হেফজ সম্পন্ন করে নাফিস। নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবীর ইসলাম নাফিস ২০২৩ সালে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে ৩য় শ্রেণির পরীক্ষায় সারাদেশের ৬ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৭ম স্থানে উত্তীর্ণ হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির নূরানি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত। নাফিসের বাবা নজরুল ইসলাম বলেন, ছেলের ইচ্ছেতেই এবং আমরা তাকে সার্বিক সহায়তা করার কারণে অল্পদিনেই হাফেজ হয়েছে। ১৫দিন পর অসুস্থ হওয়ায় বাড়িতে চলে আসে সে। এরপর সুস্থ হওয়ার পর বাড়িতেই দুজন হুজুরের তত্ত্বাবধানে পড়াশুনা শুরু হয়। ৭১ দিনে সে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ২০:০৯

খোলামেলা ফটোশুট করে আলোচনায় সোহিনী (ভিডিও)
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ক্যারিয়ারে বেশ কিছু টেলিভিশন নাটক-সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন বহুবার। এবার এবার খোলামেলা ফটোশুটে অংশ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন সোহিনী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও রিল শেয়ার করেছেন সোহিনী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিরহ’।   সোহিনীর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়— শরীরের উর্ধাঙ্গে কাপড়ের লেশমাত্র নেই। গলায় একগুচ্ছ ফুলের মালা দিয়েই শরীর ঢেকেছেন। সঙ্গে পরেছেন মেরুন রঙের লেহেঙ্গা। জানা গেছে, একটি ফটোশুটের জন্য এমন লুকে ধরা দিয়েছেন সোহিনী। আর সেটা নিয়েই জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। এদিকে সোহিনীর এমন আবেদনময়ী লুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। আবার কেউ কেউ তাকে কটাক্ষ করেছেন। অন্যদিকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন অনেকেই। আগুনের ইমোজি দিয়ে একজন লিখেছেন, আপনি সোহিনী সরকার নাকি সাহসী সরকার। আরেক নেটিজেন লেখেন, বাংলা সিনেমায় অনেক সুন্দর অভিনেত্রী থাকলেও তাদের মধ্যে আপনি একদমই আলাদা। আপনার সৌন্দর্য খুবই মায়াময়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
১৯ মার্চ ২০২৪, ১৩:৩৬

যুদ্ধবিরতির আলোচনায় থাকা হামাস দলের কায়রো ত্যাগ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদল কায়রো ত্যাগ করেছে। তারা বলেছে, তাদের প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে, কিন্তু ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে। ফিলিস্তিনি গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি আলজাজিরাকে বলেছেন, মিশরের রাজধানী কায়রোতে চার দিনের আলোচনায় কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ, তাদের বাহিনী প্রত্যাহার, ত্রাণের প্রবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে। সামি আবু জুহরি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ইসরায়েল ‘নস্যাৎ’ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়। নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৭ মার্চ) জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। 
০৭ মার্চ ২০২৪, ২২:২৮

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের ড্র, আলোচনায় রেফারির শেষ বাঁশি
লা লিগার চলতি মৌসুমে প্রথম দেখায় গত নভেম্বরে সান্তিয়াগো বের্নাবেউয়ে ভালেন্সিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দেখায় ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। সব কিছু ছাড়িয়ে আলোচনায় ম্যাচের শেষ সময়ে রেফারির বাঁশি। শনিবার (২ মার্চ) দিবাগত রাতে ম্যাচে তিন মিনিটের মধ্যে হজম করল দুই গোল। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াদ মাদ্রিদ। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যাচের সমাপ্তি ঘটে চরম নাটকীয়তায়। ব্রাহিম দিয়াসের ক্রসে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম।  কিন্তু তার আগেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। এতে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন রিয়ালের খেলোয়াড়রা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে তিন সপ্তাহ পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমে এই মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হওয়ার পর তোলপাড় উঠেছিল বিশ্বজুড়ে। ওই ম্যাচের শেষ দিকে লাল কার্ডও দেখেছিলেন তিনি, রিয়াল মাদ্রিদ হেরেছিল ১-০ গোলে। তারপর প্রথমবার সেখানে খেলল স্পেনের সফলতম দলটি। এই ম্যাচে শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও সুযোগ তৈরি করতে ভুগছিল তারা। খেলার ধারার বিপরীতে ২৭ থেকে ৩০তম মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় ভালেন্সিয়া। প্রথমটিতে ডান দিকে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়ের থেকে বল কেড়ে নেওয়ার পর তা হারিয়ে ফেলেন ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। সতীর্থের ক্রসে চমৎকার হেডে গোল করেন দুরো। পরেরটিতে মারাত্মক ভুল করে বসেন দানি কারভাহাল। এই স্প্যানিশ ডিফেন্ডার ব্যাক-পাস দেন গোলরক্ষকের উদ্দেশে, ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা আন্দ্রি লুনিনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ইয়ারেমচুক। প্রথমার্ধে রিয়ালের অস্বস্তিময় পথচলায় কিছুটা স্বস্তি হয়ে আসে যোগ করা সময়ে ভিনিসিয়ুসের গোল। ডান দিক থেকে কারভাহালের বাড়ানো বলে গোলরক্ষক হাত ছোঁয়ালেও ক্লিয়ার করতে পারেননি। রদ্রিগোর পা ছুঁয়ে বল যায় ভিনিসিউসের কাছে। কাছ থেকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৬তম মিনিটে ব্রাহিমের ক্রসেই কাছ থেকে হেডে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ভালেন্সিয়ার খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরে অফসাইডের দাবি জানালেও ভিএআরে বহাল থাকে গোলের সিদ্ধান্ত। এরপর রেফারির শেষ বাঁশি ও বেলিংহ্যামের বল জালে পাঠানোর ওই ঘটনা। যা জন্ম দিয়েছে তুমুল আলোচনার। ২৭ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভালেন্সিয়া।
০৩ মার্চ ২০২৪, ১৫:১০

আলোচনায় বসছে বিসিবি, বিষয় হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্য
কয়েক দিন আগেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগার হেড কোচ। এই সময় বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই হাথুরুর বক্তব্যের তদন্ত করতে মিটিংয়ে বসছে বিসিবি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, যদি সে এটা বলে থাকে, তাহলে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। ‘আমি যখন প্রথম ম্যাচটি দেখতে আসি, তখন আমাকে প্রথমে কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট দেখানো হয়। তার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না। কারণ, কালকে সারাদিন আমি ব্যস্ত ছিলাম এবং শবেবরাত ছিল তাই দেখার সুযোগ হয়নি। আমি রিপোর্টগুলো দেখার পর আসল রিপোর্ট বা রেকর্ড চেয়েছিলাম, ওটা হাতে পেয়েছি। তিনি বলেন, মূল রিপোর্টটা বাসায় গিয়ে দেখবো। দেখবো যে কোন প্রশ্নের জবাবে কি বলেছে। তবে যদি এমন কিছু বলে থাকে, যা আমাদের দেশের মান ছোট হয়। তাহলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই রিপোর্ট না দেখে মন্তব্য করাটা ঠিক হবে না। যদি গণমাধ্যমে রিপোর্টগুলো সত্যি হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নও ছুটে যায় বিসিবি সভাপতি কাছে। জবাবে তিনি বলেন, আমি রাতে রিপোর্টটা দেখব। মঙ্গলবার কোনো ম্যাচ নাই। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচের আগেই আমরা চলে এসে মিটিংয়ে বসবো। তারপর আমরা আলোচনা করে, আমাদের প্রতিক্রিয়া জানাতে পারব। ছুটি শেষ করে ঢাকায় ফিরেই জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালো মানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫

আলোচনায় অহনা-আলভীর ‘কাবিন’
গল্পটা অভাব-অনটনে খেতে না পাওয়া একটি সংসারের। যে গল্পে রয়েছে বেকার যুবকের আর্তনাদ। যার ফলে মা-বউয়ের মুখেও দিতে পারেন না খাবার। আর এই নিয়ে দাম্পত্যকলহ। সব মিলিয়ে হতাশ হয়ে পড়ে শিমুল। এমন অবস্থায় বউ পারুল সংসার ছেড়ে চলে যায়। এলোমেলো হয়ে যেতে শুরু করে শিমুল-পারুলের সংসার। অন্যদিকে, ভাই-ভাবির প্ররোচনায় পারুল সিদ্ধান্ত নেয় শিমুলকে ডিভোর্স দেওয়ার। তার বউয়ের ভাষ্য, ‘অভাব যখন দুয়ারে আসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়’। এমন গল্পে এগিয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাবিন’।  মহিন খানের পরিচালনায় নাটকটি সিগ্যাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশের দুইদিনের মধ্যে চল্লিশ লাখের বেশি মানুষ দেখেছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, অহনা রহমান। নাটকটি প্রসঙ্গে যাহের আলভী বলেন, অনেক নাটক করেছি। প্রতিটা কাজ সময় নিয়ে খুব যত্নসহকারে মন থেকে করার চেষ্টা করেছি। ‘কাবিন’ আমার এমন একটি কাজ যেটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। নাটকটি প্রচারের পর দর্শকদের ভালোবাসায় ইউটিউবে ট্রেন্ডিং-এ উঠে এসেছে। দর্শক কাজগুলো ভালোবেসেছে অভিনেতা হিসেবে এটাই সার্থকতা। অভিনেত্রী অহনার ভাষ্য, নাটকে আমাকে সচরাচর যে ধরনের গল্পে দেখা যায় সেই জায়গা থেকে ‘কাবিন’ নাটকটি একেবারেই আলাদা। এটি নির্মাতা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গল্পটা ভালো লাগার কারণেই কাজটার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আর মুক্তির পর এখন সবার কাছ থেকে পজেটিভ রেসপন্স পাচ্ছি।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়