• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদের ছুটি শেষে ভারত থেকে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানি বৃদ্ধি পেলেও প্রতি কেজি আলুর দাম বেড়েছে ১০-১৫ টাকা। চাহিদার তুলনায় দেশীয় আলুর সরবরাহ কম এবং ভারতের অভ্যন্তরে বৈরী আবহাওয়ার কারণে আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারতের অভ্যন্তরে দেখা দিয়েছে আলুর সংকট, সেই সঙ্গে বেড়েছে দাম। বন্দরের ব্যবসায়ীদের কেজিতে ৬-৭ টাকা বেশি দামে আমদানি করতে হচ্ছে। হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, ভারত থেকে আলু আমদানি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে যে ভারতীয় আলু বন্দর অভ্যন্তরে পাইকাররা ২৮-৩০ টাকা কেজিতে কিনেছে, সেই আলুর দাম হাঁকা হচ্ছে ৩৮-৪০ টাকা। অন্যদিকে হিলির খুচরা বাজারে ভারতীয় আলুর পাশাপাশি বৃদ্ধি হয়েছে দেশি আলুর দামও। দেশি আলু কেজি প্রতি প্রকারভেদে ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে।  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, বর্তমানে ভারত থেকে ২৩০ মার্কিন ডলারে আলু আমদানি হচ্ছে। সেই সঙ্গে সরকারকে প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৮ টাকা ৬২ পয়সা। যার ফলে আলু আমদানি করে তেমন লাভ হচ্ছে না। যদি সরকার আলু আমদানিতে শুল্ক কমিয়ে দিতো তাহলে আলুর দাম অনেকটাই কমতো। এদিকে হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দরের ব্যবসায়ীরা যেন সঠিক সময়ে বাজারজাত করতে পারে সেই জন্য আমদানিকৃত কাঁচামাল দ্রুত ছাড়করণে কাজ করছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড। হিলি স্থলবন্দরের তথ্যমতে, গত ৩ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৬ হাজার ১৬৩ টন আলু আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
১৮ এপ্রিল ২০২৪, ২১:৫৩

আলুর দাম কমলেও পেঁয়াজের বাজার গরম
দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি না হওয়ায় বেড়েছে দাম। অন্যদিকে ভারত থেকে আলু আমদানি হওয়ায় কমেছে দেশি ও ভারতীয় আলুর দাম। দেশি আলু প্রকারভেদে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় আলু কেজি প্রতি ২৫ থেকে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। রোববার (১০ মার্চ) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে আলু ও পেঁয়াজ ক্রেতা মিনারুল ইসলাম বলেন, পেঁয়াজের মৌসুমেও দেশি পেঁয়াজের দাম অনেকটাই বেশি। তবে আলুর দাম কিছুটা কমেছে। সামনে রমজান মাস। ভারত থেকে আমদানি না করলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেবে। তখন আমরা সাধারণ ক্রেতারা বিপাকের মধ্যে পড়ে যাব। আমরা চাই বাংলাদেশ সরকার খুব দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি করুক। হিলি বাজারের পেঁয়াজ ও আলু বিক্রেতা রায়হান কবির বলেন, ভারতের পেঁয়াজ আসার খবরে গত দুই দিন আগে দাম কিছুটা কমেছিল। বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আসার কোনো খবর না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেজি প্রতি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, এক মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। যার ফলে দেশি আলুর দামও কমেছে। বর্তমানে দেশি আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি এবং ভারতীয় আলু হিলি স্থলবন্দরে পাইকারি ২৫ থেকে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার (৯ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে ৬৯ টন আলু আমদানি হয়েছে।
১০ মার্চ ২০২৪, ১৮:১০

চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে আলুর দাম
ভারত থেকে আলু আমদানির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জে বাজার গুলোতে আলুর দাম কমেছে কেজি প্রতি ৮-১০ টাকা।  রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত ১৬ ট্রাকে আলু এসেছে ৩৯৮ মেট্রিক টন।  সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দ্বায়িত্বে থাকা পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল হোসেন জানান, বৃহস্পতিবার থেকে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে, প্রথম দিন একটি ট্রাকে ২৮ টন আলু এসেছিল, এরপর শনিবার ১৫ ট্রাকে ৩৭০ মেট্রিক টন আলু এসেছে। রোববার বিকেল নাগাদ আরও আলুর ট্রাক আসতে পারে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৮

হিলিতে কমেছে সব ধরনের আলুর দাম
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের আলুর দাম। দেশি আলু খুচরা বাজারে কেজি প্রতি ২ টাকা কমে বর্তমানে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় আলু হিলি স্থলবন্দরের পাইকারিতে ২ টাকা কমে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় আলু আমদানিতে সরকার যদি শুল্ক কমিয়ে দেয় তাহলে আলুর দাম আরও কমে যাবে বলে জানান আমদানিকারকরা।  রোববার (৪ ফেব্রুয়ারি) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। হিলির কাঁচা বাজারে আলু কিনতে আসা ইয়ামিন হোসেন বলেন, ভারত থেকে আলু আমাদানির কারণে দেশের বাজারে কমেছে দাম। তবে পেঁয়াজের দাম অনেক বেশি। বর্তমানে দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও ডিম, চাল, তেল, খেজুর, ছোলা বুটসহ নানা মসলা জাতীয় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের পক্ষ থেকে যদি রমজান মাসের আগেই দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দাম বৃদ্ধি করে দেবে।  হিলি বাজারের আলু এবং পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে আলু আমদানির কারণে দেশি আলুর দাম কমেছে। বর্তমানে দেশি আলু ১৮ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা মোকামগুলো থেকে কম দামে আলু কিনে কম দামে বিক্রি করছি। তবে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ কেজি প্রতি ৭৫ থেকে ৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্যমতে গতকাল শনিবার ভারতীয় ৪টি ট্রাকে ১০০ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪২

দেশের বাজারে কমলো আলুর দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১০০টন আলু দেশে প্রবেশ করেছে। আমদানির খবরে বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে আলু আমদানি হয়। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস পর শনিবার এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।  এদিকে আমদানির খবরে দেশের বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা কমে গেছে। শনিবার দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আলু আমদানির খবরে শুক্রবারের তুলনায় এদিন কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। ক্রেতা আবেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে আলু কিনছি। শনিবার দুই কেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দামে।  আলু বিক্রেতা আব্দুল খালেক বলেন, গত দুই দিন ধরে বাজারে আলুর দাম কমে গেছে। দেশি আলুর সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কেজিতে দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০

হিলিতে আলুর কেজি ২৫ টাকা
ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে আলুর দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে দেশি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। তবে দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৬৮ টাকা দরেই বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে আলুর দাম।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হিলির কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  ক্রেতাদের অভিযোগ ভারত থেকে আলু আমদানির কারণে দাম কমেছে যার জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি দ্রুত করতে হবে। তাহলে রমজান মাসে পেঁয়াজের বাজার অনেকটাই কম থাকবে।  হিলি বাজারে কাঁচা বাজার করতে আসা মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে আলু আসার খবরে দাম কমেছে। এতে আমাদের সাধারণ মানুষদের অনেক উপকার হয়েছে। তবে পেঁয়াজের দাম এখনো কমেনি। আমরা চাই ভারত থেকে সরকার পেঁয়াজ আমদানি করুক। তাহলে পেঁয়াজের দামও অনেক কমে যাবে। কারণ সামনে রমজান মাস পেঁয়াজের চাহিদা বেশি থাকে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করে। এতে করে কষ্ট পোহাতে হয় সাধারণ মানুষদের।  হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান কবির বলেন, বাংলাদেশ সরকার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি করবে আর এই সংবাদে হিলির বাজারে কমেছে আলুর দাম। বর্তমানে নতুন জাতের ভালো মানের আলো ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আলু প্রবেশ করলে আরও দাম কমে যাবে বলেও জানান তিনি।     
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়