• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়
আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে চোটের কারণে এই ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকা না থাকলেও ঠিকই দাপুটে জয় তুলে নিয়েছে আকাশি-নীল শিবির।  শনিবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে এল সালভাদরের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের বড় ছিনিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় আর্জেন্টিনা। এরপর ক্রমেই মাঝমাঠের দখল নিয়ে আক্রমণ তৈরি করে তারা। ফলে ম্যাচের শুরুতেই লিডের দেখা পায় স্কালোনির শিষ্যরা। ম্যাচের ১৬তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্ণার কিক থেকে বাড়ানো বলে দারুণ এক হেডে লে আলবিসেলেস্তেদের লিড এনে দেন ক্রিস্টিয়ান রোমেরো। লিড নেওয়ার পর দলটির বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়েছে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ীরা। তবে ম্যাচের ২৯তম মিনিটে সমতা ফেরানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সালভাদর। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হয় তারা। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। চেলসির এই তারকার দর্শনীয় এক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮০ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে দাপট বজায় রাখে স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান বাড়ায় লে আলবিসেলেস্তেরা। লো সেলসোর গোলে ৩-০ ব্যবধানে লিড নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও আক্রমণাত্মক ফুটবল খেলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্কালোনির শিষ্যরা। উল্লেখ্য, দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
২৩ মার্চ ২০২৪, ০৯:২১

আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন
অনেক আগেই জানা গিয়েছিল কোপা আমেরিকার আগে নতুন জার্সি পাবেন মেসি-ডি মারিয়ারা। বেশ কয়েকবার ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে পর্দায় দেখা গিয়েছে মেসিকে।  বরাবরের মতোই আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালি রং। বিভিন্ন প্যাচে বা স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।  অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের।  আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস। 
১৪ মার্চ ২০২৪, ১৪:২২

জামালের অভিযোগে আর্জেন্টিনার ক্লাবকে ফিফার নোটিশ
গত বছর শেখ রাসেলের সঙ্গে অনেকটা লুকিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি করেছিলেন জামাল ভূঁইয়া। প্রথম বাংলাদেশি ফুটবলারকে আর্জেন্টাইন দল বরণ করেছিল মহাসমারোহে। তবে এবার সেই ক্লাবের বিরুদ্ধেই ফিফার কাছে অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়ে বেশি সুবিধা করতে পারেননি জামাল ভূঁইয়া। গত বছর আগস্টে যোগ দিয়ে নভেম্বরেই সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। এবার বিপিএলের দ্বিতীয় লেগে খেলবেন আবাহনীর হয়ে। আকাশি-নীলদের সঙ্গে চুক্তি করেই ফিফার কাছে নালিশ করেছে সোল দে মায়োর বিরুদ্ধে। সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তি ছিল দেড় মৌসুমের। দলটির হয়ে এরই মধ্যে আধা মৌসুম খেলেছেন জামাল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১২ হাজার ডলার পাওয়ার কথা ছিল বাংলাদেশ অধিনায়কের। ফিফার কাছে জামাল যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা আছে সোল দে মায়োর কাছ থেকে এক মাসেরও পারিশ্রমিক পাননি তিনি! জামালের আবেদনে সোল দে মায়োকে নোটিশ পাঠিয়েছে ফিফা। বাংলাদেশ অধিনায়ক বিষয়টি নিয়ে শুধু এতটুকুই বললেন, এটি কেবলই এক অভিযোগ।’ আবাহনীর হয়ে চুক্তি করলেও জামালের মাঠে নামা নিয়ে ঝামেলা আছে। আন্তর্জাতিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আকাশী-নীল জার্সিধারিদের হয়ে খেলতে পারবেন না তিনি।  আর্জেন্টিনা ক্লাব থেকে নিজেই যেহেতু সম্পর্ক ছিন্ন করেছেন। সেক্ষেত্রে তা পাওয়া সহজ নাও হতে পারে। তবে ফিফার হস্তক্ষেপে সেটি দ্রুত পাওয়ার সুযোগ রয়েছে।
০৪ মার্চ ২০২৪, ১৭:১৬

তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনার দল ঘোষণা
চলতি বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শুক্রবার (১ মার্চ) রাতে লিওনেল স্কালোনির বিশ্বচ্যাম্পিয়ন দল স্কোয়াড দিয়েছে ২৬ সদস্যের। যেখানে লিওনেল মেসি–আনহেল ডি মারিয়ার মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও রেখেছেন বিশ্বকাপজয়ী কোচ। চোটের কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার বাদ পড়েছেন। এই সুযোগে ২০ বছর বয়সী ভ্যালেন্টিন বারকো প্রথমবার ডাক পেয়েছেন। এছাড়াও প্রায় সমবয়সী ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি এবং আলেজান্দ্রো গারনাচোও রয়েছেন আর্জেন্টাইন শিবিরে। তবে চোটের কারণে লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজ দলের বাইরে রয়েছেন। ডাক পাননি থিয়াগো আলমাদাও, হাভিয়ের মাশচেরানোর অলিম্পিক সফরের অনূর্ধ্ব-২৩ দলে তাকে রাখা হয়েছে। আর্জেন্টিনা স্কোয়াড:  গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার : নিকোলাস ওটামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মোলিনা, ভ্যালেন্টিন বারকো, জার্মান পাজেল্লা ও নেহুয়ান পেরেজ।  মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস-ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, ইজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল ও  জিওভান্নি লো সেলসো। ফরোয়ার্ড : জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গারনাচো, ভ্যালেন্টিন কার্বনি, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, পাউলো দিবালা ও ফাকুন্দো বুয়োনানোত্তে।
০২ মার্চ ২০২৪, ১৭:৪৪

আর্জেন্টিনার আরও ২ ম্যাচের সূচি চূড়ান্ত
চলতি বছরে এখনও মাঠেই নামেনি আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির। এদিকে চলতি মাসে চীনে দুটি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। ম্যাচ দুটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে ম্যাচ দুটি প্রস্তুতির শেষ সুযোগ ছিল দলটি। শঙ্কা জেগেছিল, কোনো ম্যাচ না খেলে কোপায় মাঠে নামার। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গেল সপ্তাহে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করলো তারা। আগামী জুনে ম্যাচ দুটি খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  এএফএ জানিয়েছে, আগামী ৯ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। এর আগে, ২৩ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৪

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়
দুবাইয়ে গত ১৫ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের আসরের। ১৬ দলের এই আসরে গ্রুপ ‘বি থেকে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিচ ফুটবলে নিজেদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আসরের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। যে কারণে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটা নিয়মরক্ষার। সোমবার (১৯ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ 'বি'তে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে আলবিসেলেস্তেরা। এর আগে আসরের প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে৬ গোল হজম করেছিল আলবিসেলেস্তেরা। এতে আসর থেকে ছিটকে যায় তারা।  নিয়মরক্ষার ম্যাচে স্পেনের বিপক্ষে ১৮ মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে লিড নেয় আর্জেন্টিনা। কয়েক মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় স্পেন। চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে তারা। তবে ম্যাচের ২৯তম মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল পাঠায় আর্জেন্টিনকিন্তু এবারও বেশিক্ষণ লিড ধরে রাখা যায়নি। এক মিনিটের মাথায় সমতায় ফেরে স্পেন। গোল পাল্টা গোলের ম্যাচটিতে শেষ পর্যন্ত অবশ্য জিতেছে আর্জেন্টিনাই।  আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন, হোলমেদিলা, রটারশ্মেডিটে পনজেট্টি, পোমা ও মেদেরো। অন্যদিকে, স্পেনের হয়ে জোড়া গোল করেন চিকি। এ ছাড়া একটি করে গোল আরিয়াস ও কুমানের।  বিচ ফুটবল সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে। ২০০৫ সাল থেকে ফিফা এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে। ১৬ দল নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠেছে এবারের আসরের। বি গ্রুপ থেকে আর্জেন্টনা ছাড়াও কোনো ম্যাচ জয় না পাওয়া স্পেন বাদ পড়েছে। তাদের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাহিতি ও ইরান।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৮

কোপার আগেই আর্জেন্টিনার আরও দুই ম্যাচ
ফিফা র‍্যাঙ্কিংয়ে রাজত্ব বজায় রেখেই নতুন বছর শুরু করেছে আর্জেন্টিনা। গেল বছরে কেবল একটি ম্যাচে হারের স্বাদ নিয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোং। তাতে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে কোনো আঁচ পড়েনি। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বছরে এখনও মাঠেই নামে আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির। জুনে অনুষ্ঠেয় সেই ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মার্চে ফিফা উইন্ডোতে দুই আফ্রিকান নাইজেরিয়া এবং আইভরিকোস্টের বিপক্ষে খেলবে তারা। এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকান এই দুই প্রতিপক্ষের বাইরে আরও দুটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কোপা আমেরিকার বিষয়টি রেখে সেখানে লাতিন ও আমেরিকা অঞ্চলের দুই দেশ তাদের প্রতিপক্ষ হবে। এক্ষেত্রে হন্ডুরাস ও ইকুয়েডরের শোনা যাচ্ছে। জানা গেছে, আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে দুই আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা আছে। তবে ভেন্যু জটিলতায় বিকল্প প্রতিপক্ষের কথা ভাবছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬

আর্জেন্টিনার শঙ্কার দিনে ব্রাজিলের জয়োল্লাস
২০২৪ প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। এই জয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছে নেইমার জুনিয়রদের উত্তরসূরিরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কারাকাসে অলিম্পিক বাছাইয়ে স্বাগতিক ভেনিজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে সেলেসাওদের। ম্যাচের ঠিক শেষ মুহূর্তে এসেছে জয়সূচক গোলটি। ব্রাজিলের হয়ে গোল করেছেন মরিসিও এবং গিলের্মে বিরো। অন্যদিকে ভেনিজুয়েলার হয়ে গোলটি করেছেন বলিভার। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে মরিসিওর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে ১০ মিনিট পরই সমতা ফেরে ভেনিজুয়েলা। ম্যাচের ৬৭তম মিনিটে বলিভারের গোলে সমতায় ফেরে দলটি।  এরপর পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা সেলেসাওদের স্বস্তি এনে দেন গিলের্মে বিরো। এন্দ্রিকের অ্যাসিস্টে বক্সের বাইরের শটে দলকে জয়সূচক গোল এনে দেন তিনি। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে বেশ জটিল হয়ে পড়েছে পয়েন্ট টেবিলের সমীকরণ।  ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। অন্যদিকে দুইয়ে ব্রাজিল এবং ২ পয়েন্টে তিনে আর্জেন্টিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে প্যারাগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে টিকিট নিশ্চিতে অবশ্যই জিততে হবে আর্জেন্টাইনদের। নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

একনজরে ২০২৪ সালে আর্জেন্টিনার সব ম্যাচের সূচি
নানান নাটকীয়তা আর ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ২০২৩। লম্বা সূচি শেষে নতুন বছরে আবারও ব্যস্ত সূচিতে যাত্রা করছে বিশ্ব। ২০২৪ সালে ক্রীড়াজগতে বড় কিছু আসর অপেক্ষা করছে। এর মধ্যে শুধু ফুটবলেই রয়েছে চারটি বৈশ্বিক আসর। জানুয়ারিতে এশিয়া এবং আফ্রিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। ২০২৪ সাল আর্জেন্টিনার জন্যও বেশ ব্যস্ততার এক বছর হতে যাচ্ছে। এবার কোপা আমেরিকার আঞ্চলিক আসরের পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বের বেশকিছু ম্যাচ খেলবে মেসিরা। বেশ কিছু প্রীতি ফুটবল ম্যাচ নিয়েও গুঞ্জন রয়েছে। ২০২৪ সালে আর্জেন্টিনার ম্যাচের সূচি কোপা আমেরিকা :  ২০ জুন, ২০২৪      আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী ২৫ জুন, ২০২৪      চিলি বনাম আর্জেন্টিনা   ২৯ জুন, ২০২৪      আর্জেন্টিনা বনাম পেরু ৪ জুলাই/৫ জুলাই, ২০২৪*     কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল  ৯ জুলাই, ২০২৪*               কোপা আমেরিকা সেমিফাইনাল ১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪*   তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল    * আর্জেন্টিনার নক-আউটে ওঠার সাপেক্ষে।  বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ :  ৫ সেপ্টেম্বর, ২০২৪         আর্জেন্টিনা বনাম চিলি  ১০ সেপ্টেম্বর, ২০২৪       কলম্বিয়া বনাম আর্জেন্টিনা   ১০ অক্টোবর, ২০২৪        ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা  ১৫ অক্টোবর, ২০২৪       আর্জেন্টিনা বনাম বলিভিয়া  ১৪ নভেম্বর, ২০২৪         প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা  ১৯ নভেম্বর, ২০২৪         আর্জেন্টিনা বনাম পেরু  
০১ জানুয়ারি ২০২৪, ২০:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়