• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ভালোবাসা দিবসে চমক নিয়ে আসছেন পরীমণি
শিগগিরই নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। এবারের ভালোবাসা দিবসে এ বি এম সুমনের সঙ্গে মিষ্টি প্রেমের রসায়নে পর্দা মাতাবেন এই নায়িকা। ‘বুকিং’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে পরীমণি-সুমনকে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। ইতোমধ্যে ফিল্মের একটি পোস্টারও প্রকাশ হয়েছে। রাজধানীর ৩০০ ফিটে শুটিং হয়েছে সিনেমাটির।   মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে ফিল্মটির পোস্টার শেয়ার করে খবরটি জানিয়েছেন পরী।  মূলত ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ। আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমণি-সুমন। ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে ফিল্মটি। এ প্রসঙ্গে পরী বলেন, ‘বুকিং’র গল্প খুব সুন্দর। নানান চমক রয়েছে সিনেমায়। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।  নির্মাতা আরিয়ান জানান, মিষ্টি একটি প্রেমের গল্প ‘বুকিং’। পরীমণি-সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুন্দর একটি গানও আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প এটি। প্রসঙ্গত, গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক। এ ছাড়া সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে পরীকে। সেটি নিয়েও ব্যস্ততা রয়েছে এই চিত্রনায়িকার।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭

দেহরক্ষীর জন্য দিনরাত হাসপাতালে কার্তিক আরিয়ান
সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দেহরক্ষী সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। মুম্বাইয়ে দুর্ঘটনার পর দেহরক্ষীকে আহত অবস্থায় বান্দ্রার হিন্দুজা হাসপাতালে নিয়ে যেতে হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সে সময় ব্যস্ততার মধ্যেও প্রায় প্রতিদিন হাসপাতালে ছুটে যেতেন কার্তিক। খবর রাখতেন কখন কী করতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মচারীর প্রতি কার্তিকের সে সময়ের দায়িত্বের কথা। হাসপাতালের এক কর্মচারী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কার্তিক তাঁর দেহরক্ষীর সঙ্গে প্রতিদিন শুধু দেখাই করেননি; বরং তাঁর সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাতেন এবং তাঁকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেন। দিনরাত কাছে থেকেছেন। কার্তিককে সামনে দেখা যাবে কবির খানের পরিচালনায় স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়। এটি ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ফ্রি স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। কার্তিক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভুবন অরোরা, পলক লালওয়ানি এবং অ্যাডোনিস কাপসালিস। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।  
২৮ জানুয়ারি ২০২৪, ২০:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়