• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
আরটিভি নিউজে সংবাদ প্রচারের পর হিলির মুরগির বাজারে অভিযান
সম্প্রতি আরটিভি নিউজে ‘হিলি বাজারে বেড়েছে মুরগির দাম’ এমন সংবাদ প্রচারের পর দিনাজপুরের হিলিতে মুরগির বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মুরগি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  রোববার (৭ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করেন হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।  এ সময় মহব্বত আলী ও শাহিন নামের দুই মুরগি ব্যবসায়ীকে ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে সকল মুরগি ব্যবসায়ীকে মূল্য তালিকা রাখার জন্য বলা হয়।  হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, রমজান মাস এবং ঈদকে সামনে রেখে হিলিতে বাজারে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তাই নিয়মিত অভিযানের মাধ্যমে এই দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।    
০৭ এপ্রিল ২০২৪, ১৬:০৯

সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করছে ভারতীয় কোস্টগার্ড।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার দুপুরের প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া হতে ‘এফভি সাগর-২ নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার জন্য সমুদ্রে যায়। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টা ৩৫ মিনিটে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ এর দৃষ্টিগোচর হলে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।  পরবর্তীতে উভয় দেশের দ্বিপাক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। তিনি আরও বলেন, ৫ এপ্রিল ভোর ৫ টায় মোংলা ফেয়ারওয়ে বয়ার নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।  
০৫ এপ্রিল ২০২৪, ২০:০৮

ভাষা শহীদদের প্রতি আরটিভি পরিবারের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি পরিবার। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আরটিভির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন, আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব,  বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান (জিএম) সুদেব চন্দ্র ঘোষ, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু সিদ্দিক মোহাম্মদ আলীম, উপপ্রধান বার্তাসম্পাদক এবং অনলাইন ইনচার্জ বিপুল হাসানসহ আরও অনেকে। এসময় আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ভাষার জন্য বাঙালি জাতির যে আত্মত্যাগ, সেটি এখন বিশ্ব পরিক্রমায় ছড়িয়ে পড়েছে। নিজেদের ভাষাকে রক্ষা করার যে সংগ্রাম, সেটি এখন সব জায়গায় জাতীয় এবং আন্তর্জাতিক মহলে পালিত হচ্ছে, এটাই আসলে আমাদের প্রাপ্তি। আরটিভির অনলাইন ইনচার্জ বিপুল হাসান বলেন, বাঙালির সংস্কৃতি, জাতিসত্তা কিংবা বাংলা, এই ভূখণ্ড সবকিছুর উৎপত্তি এবং বিকাশ এই মহান একুশে ফেব্রুয়ারি থেকেই। যুগে যুগে একুশের চেতনা বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। প্রসঙ্গত, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে অস্বীকার করে এবং পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন নিহত হন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮

মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আরটিভি 
টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি একাদশ।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিজয়ী দল আরটিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরটিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। অন্যদিকে রানার্স-আপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।  টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন আরটিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এ রকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত। ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবসময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে, তারাই আজ মাঠে নেমেছে। এ রকম আয়োজনকে আমরা সবসময় উৎসাহিত করি। আশা করছি, এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২

চট্টগ্রামে টিসিজেএ মিডিয়া কাপ ফাইনালে আরটিভি
চট্টগ্রামের টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন (টিসিজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে উঠেছে আরটিভি। টানা তিন ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বেসরকারি চ্যানেলটি। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনালের শিরোপা লড়াইয়ে সময় টেলিভিশনের মুখোমুখি হবে আরটিভি। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম খেলায় আরটিভি টিম সময় টিভির টিমের সঙ্গে ১-১ গোলে ড্র, ২য় খেলায় (৪ ফেব্রুয়ারি) ইন্ডিপেন্ডেন্ট টিভির সঙ্গে ১-০ গোলে জয় এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলা টিভি টিমের সঙ্গে গোল শূন্য ড্র করে অপরাজিত দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টিম আরটিভি। উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় গত শনিবার মুখোমুখি হয় আরটিভি ও সময় টিভি। খেলায় বিরতির আগে মনিরুল ইসলাম পারভেজের বদলি হিসেবে মাঠে নেমেই সাইফুল ইসলামের গোলে এগিয়ে যায় আরটিভি। তবে খেলায় বিরতির পরে সময় টিভি শেষ মুহূর্তে গোল করলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম আরটিভিকে।   টুর্নামেন্টের দ্বিতীয় দিন রোববার সকালে মুখোমুখি হয় আরটিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি। খেলার শুরু থেকেই ইন্ডিপেন্ডেন্ট টিভির উপর প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আরটিভির খেলোয়াড়রা। খেলার প্রথম বিরতির ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের সামনে থেকে অ্যাটাকিং মিডফিল্ডার রাহুল দাশ নয়নের জোরালো শট ইন্ডিপেন্ডেন্ট টিভির গোলরক্ষক হুমায়ুন মাসুদকে পরাস্ত করে লক্ষ্যভেদ করে জালে পৌঁছে যায় বল। খেলায় দ্বিতীয়ার্ধে আরটিভির সুবল বড়ুয়া ও  মো. সেলিম উল্লাহ মাঝ মাঠ থেকে বেশ কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি আরটিভি।  তবে খেলার শেষ মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট টিভির নিশ্চিত গোল বা-দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ সেভ দিয়ে আরটিভির জয় নিশ্চিত করেন গোলরক্ষক সুজিত চন্দ্র সাহা। টুর্নার্মেন্টের দ্বিতীয় খেলায় অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান আরটিভির রাহুল দাশ নয়ন। ফাইনালে ওঠার আগে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দেবাশীষ বড়ুয়া দেবু, আবদুস সাত্তার ও রহমান মিজান ত্রয়ীর শক্তিশালী ডিফেন্স দর্শক, আয়োজকদের বিশেষ নজর কেড়েছে।  এদিকে সোমবার তৃতীয় খেলায় বাংলা টিভির সঙ্গে গোল শূন্য ড্র করে আরটিভি। খেলার শুরু থেকেই আক্রমণ করে করে আরটিভি। খেলার ১৫ মিনিটের মাথায় রাহুল দাশের জোরালো শর্ট ঠেকিয়ে দেন বাংলা টিভির গোলরক্ষক বাবুন পাল। এ ছাড়া সুবল বড়ুয়া ও মো. সলিমউল্লাহ সেলিম বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি আরটিভি। খেলাটি ড্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে আরটিভি। সোমবারের দিনের দ্বিতীয় খেলায় ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে সময় টিভি।  আরটিভির দলনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন- সুবল বড়ুয়া (প্রতিদিনের বাংলাদেশ)। এ ছাড়া গোলরক্ষক সুজিত চন্দ্র সাহা (দৈনিক বণিক বার্তা), প্লে-মেকার ও চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু, ইমু খান (আরটিভি), সাইফুল মাহমুদ (আরটিভি), রহমান মিজান (চট্টগ্রাম প্রতিদিন), আবদুস সাত্তার (খবরের কাগজ), রাহুল দাশ নয়ন (দৈনিক পূর্বদেশ), মো. সেলিম উল্লাহ (চ্যানেল ২৪), চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক খেলোয়াড় মনিরুল ইসলাম পারভেজ (এটিএন নিউজ), সৌরভ দাস (প্রথম আলো)।  দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আরটিভির এমরাউল কায়েস মিঠু, কোচ হিসেবে দৈনিক বণিক বার্তার দেবব্রত রায়, মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক কালবেলার সাইদুল ইসলাম এবং দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির চট্টগ্রামের ইনচার্জ আরিফুল ইসলাম।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

ওয়ানডে বিশ্বকাপ / আরটিভি বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান
ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় কেঁপেছে গোটা দুনিয়া। স্বাগতিক ভারতকে একরাশ হতাশায় ডুবিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। গত ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বৈশ্বিক এই মহারণের ১৩তম আসর অনুষ্ঠিত হয়। বৈশ্বিক এই ক্রীড়া আসরকে ঘিরে বাংলাদেশেও চোখে পড়ার মতো উন্মাদনা ছিল। সেই উন্মাদনায় পাঠকদের পাশে থাকার প্রত্যয়ে প্রায় দেড় মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু-থাউজেন টুয়েন্টি থ্রি উপলক্ষে আরটিভি ও ‘MAMA Noodles’ আয়োজিত ‘MAMA’ World Cup Quiz-2023 প্রতিযোগিতায় প্রতিদিন ক্রিকেট ইতিহাস থেকে শুরু করে মাঠের বিভিন্ন দিক ঘিরে দুটি করে কুইজ ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লক্ষাধিক পাঠকের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৪২ জন চূড়ান্ত বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকার ২০ জন এবং ঢাকার বাইরের ২২ জন বিজয়ী ছিলেন। এই উপলক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীরা সশরীরে উপস্থিত হয়ে নিজেদের প্রাপ্ত পুরস্কার গ্রহণ করেন। এ সময়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ, কল্লোল থাই প্রেসিডেন্ট ফুডস বিডি লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার সাঈদ বিন মাসুদ ও আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিব, আরটিভির হেড অব মার্কেটিং (জিএম) সুদেব চন্দ্র ঘোষ, প্রকৌশল ও সম্প্রচার বিভাগের প্রধান স্বপন কুমার ধর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু সাদিক মো. আলী, ডিএসএম’র প্রধান কবীর আহমেদ, আরটিভির অনলাইন ইনচার্জ মো. মাহমুদুল হাসান বিপুল এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ তরিকুল ইসলাম। পুরস্কার বিজয়ীরা হলেন- গ্র্যান্ড উইনার ১ (এলইডি টিভি) : লিজা আহমেদ গ্র্যান্ড উইনার ২ (মাইক্রো-ওভেন) : নিজাম উদ্দিন গিফট হ্যাম্পার বিজয়ীরা হলেন : রিয়াজ আহম্মেদ, সার্জু বেগম, মো. নুরুল আমিন, মহুয়া সুলতানা, ইশতিয়াক আহমেদ, আজিজুল হক, সানজিদা ইসলাম ইভা, চৈতী, সাদিয়া শারমিন, সাইফি, তাফহিম তাজওয়ার, আরাফাত হোসেন, আহাব আমিন, তাজমিরা আক্তার, মোহাম্মদ রাজন, শফিক, মিনহাজ জাহান পাপিয়া, মিজানুর রহমান, মনিরুজ্জামান, মেহেদী হাসান, ফাহিম, মোত্তালেব, বৈশাখী আক্তার, টিটু, সৈকত, নাহিদ হাসান, গোলাম মোস্তফা, রিদওয়ান অয়ন, সুমন মল্লিক, রায়হান আহমেদ, হোসেন মাহমুদ, মিজানুর রহমান, খোরশেদ, সাব্বির হোসেন, আয়েশা লুপা, আশরাফুল ইসলাম, তাপস চক্রবর্তী, তাসলিমা খাতুন, মাশরুর আব্দুল্লাহ এবং হাসান মাহমুদ রাজু।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩

আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে ‘শুধু তোমার জন্য’
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার শাহ মোহাম্মদ রাকিবের ‘শুধু তোমার জন্য’ নাটকে কাজ করেছেন ফারহান-কেয়া।      রাকায়েত রাব্বির রচনা এবং রাজা রাজের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ফারহান-কেয়াকে।   মূলত এক প্রবাসীর গল্পে নির্মিত হয়েছে নাটকটি। মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করে বিদেশের মাটিতে। কিন্তু তবুও যেন পরিবারের মন পায় না প্রবাসীরা।   নাটকের গল্পে দেখা যায়, সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের মা, ভাই-বোন সুমনের বউ সবাই অনেক ব্যস্ত। পাশাপাশি সুমনের বাড়ি ফেরায় পরিবারের সবাই ভীষণ খুশি। বিদেশ থেকে ফিরেই একে একে সবার সঙ্গে দেখা করে সুমন। আর তাকে কাছে পেয়েই পরিবারের সদস্যরা সুমনকে ঘিরে ধরে উপহারের জন্য। সবাইকে সবার উপহার বুঝিয়ে দেয় সুমন। তবে মামা আর বোনকে দেওয়া উপহার পছন্দ না হওয়ায় ভীষণ মন খারাপ হয় তাদের। কিছুদিন যাওয়ার পর সুমনের  টাকা প্রায় শেষ হয়ে যায়।  এমন সময় বিদেশ থেকে খবর আসে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে সুমনকে। আর এই কথা শুনে চিন্তায় পড়ে যায় সুমন। কারণ তার সব টাকা শেষ হয়ে গেছে। এতো কম সময়ের মধ্যে টিকেট এর জন্য টাকা ব্যবস্থা করবে কীভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সুমন কি আদৌ পারবে বিদেশে ফিরে যেতে। নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।  প্রসঙ্গত, গ্লো এন্ড লাভলী নিবেদিত এবং ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।    
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়