• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন (২৫), রাকিব (২৮), সোহেল (৩৩), শিপন (৩৪) ও রনি (২৬)। তাদের মধ্যে পলাতক রয়েছেন রনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন বলেন, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এরপর সেই ব্যক্তিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় ওই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
০৭ মার্চ ২০২৪, ১৯:৪০

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড  
রংপুরে যৌতুকের দাবিতে স্ত্রী আয়শা বেগম বিউটিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী দছিম উদ্দিন ভুট্টোকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান এ রায় দেন। এ ছাড়া লাশ গুমের অভিযোগে ভুট্টুর বাবা বেলাল হোসেন, মা কুলসুম বেগম, মামাতো ভাই বিটু সরকার বিটু, আবু সাইদ, নুরুদ্দিন ও খাজির উদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি বিলকিস বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, রংপুরের পীরগাছা উপজেলার মমিন বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে আয়শা বেগম বিউটিকে যৌতুকের জন্য স্বামী দছিম উদ্দিন ভুট্টো নির্যাতন করতেন। এক পর্যায়ে ২০১৮ সালের ১ জুন তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গোয়াল ঘরে পুঁতে রাখেন। এর তিন দিন পর গোপনে লাশটি আবারও উত্তোলন করে বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে ৭ জুন পুলিশ বিউটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ১ জুন পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এই রায় প্রদান করেন।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমানুল্লাহ ওরফে রিপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম পাবনা জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমানুল্লাহ ওরফে রিপন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে। আজ মঙ্গলবার তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল আমানুল্লাহ ওরফে রিপনদের। এরই জেরে ২০০৫ সালে মহসিন আলীকে হত্যা করে তারা। এ ব্যাপারে গাংনী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ২০১৯ সালে আমানুল্লাহ ওরফে রিপনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সে সময় থেকে আমানুল্লাহ পলাতক ছিলেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমানুল্লাহ ওরফে রিপন পাবনা জেলা শহরে বিদেশি পাখির ব্যবসা করতেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানার এসআই শিমুল, এএসআই তাওহীদ ও এএসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩

যুদ্ধাপরাধ : শেরপুরের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। আদালতে আসামিপক্ষে ছিলেন, আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২

আমৃত্যু সেনবাগবাসীর কল্যাণে কাজ করব : মোরশেদ আলম 
নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী অংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, আগামী দিনে সেনবাগকে স্মার্ট সেনবাগ হিসেবে গড়ে তোলা হবে। আমৃত্যু সেনবাগবাসীর কল্যাণে কাজ করব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগে কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে সেনবাগবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচিত হওয়ায় সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।  মোরশেদ আলম বলেন, জোর করে ক্ষমতায় আসা যায় না। জনগণ যাকে ভালোবাসে তিনিই সফলতা পান। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আমৃত্যু সেনবাগবাসীর কল্যাণে কাজ করার কথা বলেন তিনি। কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোরশেদ আলমকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন গোলাম মোস্তফা। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত সংসদকে। সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে নির্বাচনে মোরশেদ আলমের বিরোধিতা করা ভুল ছিল।  বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসের বিপক্ষে এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে সেনবাগের মানুষ।  অনুষ্ঠানে মোরশেদ আলম ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শওকত হোসেন কানন, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, এস এ গ্রুপের সমন্বয়ক হাসান মঞ্জুর, যুগ্ম সাধারণ সম্পদক গোলাম কবির, পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
২৫ জানুয়ারি ২০২৪, ২০:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়