• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ত্রিশাল পৌরসভার মেয়র হলেন বিএনপি নেতা আমিন সরকার
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আমিন সরকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।  শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।  এতে নারিকেল গাছ প্রতীক নিয়ে আমিন সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বতর্মান সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিসের স্ত্রী মোছা. শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। এর আগে এ দিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ১৪টি ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের সংখ্যা ১৩ হাজার ৬৪ ভোট। এতে ভোট পড়েছে শতকরা ৪৪ দশমিক ৭৭ শতাংশ।  প্রসঙ্গত, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান মেয়রের পদ থেকে অব্যাহতি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরে তিনি গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন। যে কারণে ওই পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
০৯ মার্চ ২০২৪, ২০:০৫

পুড়ে যাওয়া সেই ভবন নিয়ে যা জানাল আমিন মোহাম্মদ গ্রুপ
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।   অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে শুক্রবার (১ মার্চ) রাতে রমনা থানার এসআই শহিদুল ইসলাম মামলাটি করেন।  মামলার এজাহারে ভবনটিতে থাকা ফাস্টফুড দোকান চুমুকের মালিক আনোয়ারুল হক (২৯), গ্রিন কজিকটেজের স্বত্বাধিকারী বলে উল্লেখ করা আমিন মোহাম্মদ গ্রুপ, কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ (৩৪) এবং ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুলকে (৪০) আসামি করা হয়েছে। এদিকে, মামলার পর আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান গাজী আহমেদ উল্লাহ্ জানিয়েছেন, গ্রিন কজিকটেজ ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়। ভবনটি শুধু জয়েন্ট ভেনচারে নির্মাণ কাজটি (ডেভেলপার হিসেবে) সম্পন্ন করেছে আমিন মোহাম্মদ গ্রুপ।  তিনি বলেন, পুড়ে যাওয়ার ওই ভবনের জমির মালিক ছিলেন হামিদা খাতুন নামে একজন নারী। ডেভেলপার হিসেবে ২০১৫ সালে এ ভবন নির্মাণের পর তথা ৯ বছর আগে সম্পূর্ণভাবে তা মালিক বা স্পেস ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ।  গাজী আহমেদ উল্লাহ্ বলেন, বর্তমানে ‘গ্রিন কজিকটেজ ওনার্স অ্যাসোসিয়েশন’ নামে ওই ভবনের আলাদা মালিক সমিতি আছে। এই মালিক সমিতি ভবনটির ব্যবস্থাপনা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে। ফলে ভুল তথ্য জেনে কোনোভাবে মামলায় আমিন মোহাম্মদ গ্রুপের নাম জড়ানো হয়েছে। আমিন মোহাম্মদ গ্রুপ সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, মামলা যেহেতু হয়েছে, তাই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। মামলার বিষয়টি তদন্তাধীন। তদন্তের পর আমিন মোহাম্মদ গ্রুপ সঠিক ও ন্যায়বিচার পাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।  উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে।  অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার চারজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৭ সদস্যের এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।  
০৩ মার্চ ২০২৪, ১৭:৫২

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন
প্রথম বিয়ের অভিজ্ঞতাটা ভালো ছিল না। শেষ পর্যন্ত সম্পর্কটাই টিকেনি। সেই সঙ্গে সাবেক স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় আদালতের কাঠগড়াতেও দাড়াতে হয়েছিল তাকে। কিন্তু জীবন তো থেমে থাকে না। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মেয়ে ফারজানা আক্তার প্রীতিকে বিয়ে করেছেন তিনি। জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন পেসার আল আমিন হোসেন। আসর চলাকালেই বিয়ে করলেন তিনি। এর আগে, ২০১২ সালে ইসরাত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল আমিন। এরপর বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে ওই বছরের ২৫ আগস্ট তাকে তালাক দেন আল আমিন। সেসময় ইসরাতের করা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে ঘিরে দেশব্যাপী সমালোচনায় ছিলেন এ প্রেশার। সাবেক এ দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬

পটুয়াখালী-১ : জাপার রুহুল আমিন বিজয়ী
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।   পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) ১৫৯টি কেন্দ্রে থেকে আসা ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন  জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)। লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৫০৮ ভোট পড়েছে। রুহুল আমিন হাওলাদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব) ২৬ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সে হিসেবে। বেসরকারিভাবে পটুয়াখালী-১ আসনে নির্বাচিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)। পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী ১-আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়