• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে।  শুক্রবার (১৫ মার্চ) সকালে রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এরপর তার দেহ তল্লাশি এবং ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় ব্যাগেজে স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তার জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা।  কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এ ছাড়া ওই যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
১৫ মার্চ ২০২৪, ১৭:২৪

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় মোহাম্মদ মোরশেদ নামে বিদেশফেরত এক যাত্রীকে আটক করা হয়। কাস্টমস সূত্র জানায়, শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছায়। ওই বিমানে থাকা যাত্রী মোহাম্মদ মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তার লাগেজ স্ক্যানিং করে এর ভেতরে সোনার মতো কিছু দেখা যায়। তাৎক্ষণিক এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে ওই যাত্রীর লাগেজ খোলা হয়।  এরপর সেটির ভেতরে একটি কনভেক্স হাই প্রেশার ওয়াশারের ওজন অস্বাভাবিক মনে হয়। মেশিন দিয়ে কাটার পর সেখানে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি দণ্ডাকৃতির সোনার টুকরো পাওয়া যায়। এ সময় ওই যাত্রীর কাছ থেকে দুটি সোনার চুড়ি ও চারটি রিং জব্দ করা হয়।  কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া মোট ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ডিএমমূলে আটক করা হয়। এ ছাড়া অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 
০২ মার্চ ২০২৪, ১৪:২৫

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর সিট থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।   শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।   বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। তিনি জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাতে শাহ আমানতে অবতরণ করে। ওই ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে আসনটিতে কেউ ছিলেন না। এ বিষয়ে তিনি আরও বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এলো বিমান
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ২ ঘণ্টা পরে যান্ত্রিক ত্রুটির কারণে শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট ফিরে এসেছে।   শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যমকে জানান, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর পাইলট দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। বিমানবন্দর থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারানো হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রেখে খাবার সরবরাহ করা হয়েছে। রাত যাপনের ব্যবস্থাও নেওয়া হয়।
২৮ জানুয়ারি ২০২৪, ১১:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়