• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্যবসায়ী নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলামের (৬৩) মৃত্যুতে বুধবার স্থলবন্দরে ছুটি ঘোষণা করেন ব্যবসায়ীরা। স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজ থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম জানান, এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম দিনব্যাপী বন্ধ ছিল। তবে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।
১১ ঘণ্টা আগে

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
ভারতের ১৮তম লোকসভা সাধারণ নির্বাচনের কারণে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভূটান) স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং যাত্রী পারাপার তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত তিনদিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ভারতীয় যাত্রী গমন এবং বাংলাদেশ থেকে ভারতে জরুরি চিকিৎসা কাজে ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। এ ছাড়া অন্য পাসপোর্টধারী যাত্রীদের পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে।  পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এবং বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যনেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা ড. প্রীতি গোয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে আরও বলা হয়েছে, এ সময় ভারত থেকে কেউ বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে এবং বন্দর দিয়ে জরুরি পচনশীল খনিজ পণ্যবাহী গাড়ি ভালোভাবে চেক করার পরে অনুমতি সাপেক্ষে চলাচল করতে দেওয়া হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান, বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার (মেডিকেল ছাড়া) বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে থেকে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ও দু’দেশের মধ্যে যাত্রী পারপার পূর্বের ন্যায় স্বাভাবিক হবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  তিনি বলেন, ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, ভারতের লোকসভা র্নিবাচনের কারণে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন দু’দেশের মধ্যে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রী নিজ দেশে চলে যাওয়া এবং বাংলাদেশ থেকে ভারতে জরুরি চিকিৎসা কাজে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন। এ ছাড়া ভ্রমণসহ সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের বন্দর দিয়ে যাতায়াত বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় যাত্রী পারাপার শুরু হবে। ভারতে নির্বাচনের কারণে তিনদিন বন্ধে আমরা ইমিগ্রেশন ও বন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ভারতের দার্জিলিংসহ ওই অঞ্চলে লোকসভার সাধারণ নির্বাচনের কারণে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে একটি চিঠি গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পেয়েছি। তবে আগামী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
২৪ এপ্রিল ২০২৪, ১৪:১৮

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে সচল হয়েছে পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলন্দর।  সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরটির পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর, শবে কদর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত অনুযায়ী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ছিল। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত ছিল। বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
১৫ এপ্রিল ২০২৪, ১৪:২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোয়িয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে একদিন মোট ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য রপ্তানি হচ্ছে।  এ বিষয়ে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পানামা পোর্ট লিংক লিমিটেড সব সময় বন্দরের ব্যবসায়ীদের সহযোগিতা করে থাকে। আমরা বিশেষ করে পচনশীল পণ্যগুলো দ্রুত খালাস করতে আমদানিকারকদের সহযোগিতা করি। সোমবার সকাল ১১টা থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। সেই সঙ্গে ফিরেছে বন্দরের কর্মচাঞ্চল্যতা। 
১৫ এপ্রিল ২০২৪, ১৪:১৫

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করে বন্ধর কর্তৃপক্ষ। এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এসময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বন্দ থাকলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
১৫ এপ্রিল ২০২৪, ১০:৪৫

হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।  বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোয়িয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য জানান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হবে। সেই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য রপ্তানি হবে। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পানামা পোর্ট লিংক লিমিটেড সব সময় বন্দরের ব্যবসায়ীদের সহযোগীতা করে থাকেন। আমরা বিশেষ করে পচনশীল পণ্যগুলো দ্রুত খালাস করতে আমদানিকারকদের সহযোগিতা করি। সোমবার বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরবে।
১৪ এপ্রিল ২০২৪, ২০:৩০

আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সকাল থেকে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।  তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৯

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র শবেকদর উপলক্ষে একদিন বন্ধ থাকার পরে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।  তিনি বলেন, পবিত্র শবেকদর পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৭ এপ্রিল) সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিলো। এর ফলে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৯:৪০

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।  সোমবার (৮ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্টার এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার সচল হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ ও নববর্ষ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর এলাকা ও ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের পারাপারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৩

শবেকদর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র শবেকদর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।  রোববার (৭ এপ্রিল)  বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হয়েছে। আজ সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, শবে কদর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।   
০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়