• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ফার্টিস এফসির কাছে হেরেছিল আবাহনী লিমিটেড। সেই ম্যাচে জয়ের নায়ক ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিন। দ্বিতীয় পর্বে এসেও একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছিল আবাহনী। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ক্রুসিয়ানির দল।  শুক্রবার (৫ মার্চ) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জামাল ভূঁইয়াকে ছাড়াই মাঠে নামে আবাহনী। এদিনও গ্রিশিনের গোলে এগিয়ে যায় ফর্টিস। শেষ মুহূর্তে কর্নেলিয়াস স্টুয়ার্টের লক্ষ্যভেদে ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। ড্র করে আকাশি-নীল জার্সিধারীরা শিরোপা লড়াই থেকে আরও দূরে চলে গেছে।  ম্যাচের ২২ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের বক্সে ঢুকে লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় ক্রস বারের অনেক ওপর দিয়ে। দুই মিনিট পর কর্নেলিয়াসের বক্সে ঢুকে একই ভাবে নেওয়া শট আতঙ্ক ছড়ালেও গোলকিপারকে পরাস্ত করা যায়নি।  ৩২তম মিনিটে পাল্টা আক্রমণ করে ফর্টিস।তবে সতীর্থের কর্নারে গাম্বিয়ান ওমর বাদোর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। ৪১ মিনিটে আবাহনী আবারও গোলের সুযোগ পায়। কর্নেলিয়াস বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের শরীরে মেরে সুযোগ নষ্ট করেছেন। শেষ পর্যন্ত গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এগিয়ে যায় ফার্টিস এফসি। ৬১ মিনিটে সতীর্থের লং পাস প্রতিপক্ষের সীমানায় আয়ত্বে নেওয়ার আগে ডিফেন্ডার রহমত মিয়া হেড করে পোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলকিপার শহিদুল আলম সোহেলকে দেওয়ার চেষ্টা করেন।  আগুয়ান গোলকিপার তা হাত দিয়ে প্রতিহত করতে চাইলেও ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বল পেয়ে বাঁ পায়ের টোকায় জড়িয়ে দেন জালে। সোহেল নিজের পজিশনে ফিরে গোল বাঁচানোর চেষ্টা করেও সফল হতে পারেননি। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। জোনাথন-কর্নেলিয়াসরা বারবারই ফর্টিসের সীমানায় বল নিয়ে গেলেও জাল কাঁপাতে সময়ক্ষেপণ করছিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ দিকে এসে আবাহনী হার এড়িয়েছে। কর্নারের পর জটলা থেকে কর্নেলিয়াস গোল করে দলকে এক পয়েন্ট এনে দিয়েছেন। লিগে আবাহনী ১১ ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে পঞ্চম স্থানে আছে।  
০৫ এপ্রিল ২০২৪, ২০:০৫

ফেডারেশন কাপের শেষ আটে আবাহনী ও মোহামেডান
একই দিনের ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়ে ফেডারেশন কাপের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোটিং ক্লাব। আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মঙ্গলবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান। একই গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রথম ভালো সুযোগটি অবশ্য পেয়েছিল চট্টগ্রাম আবাহনীই। ২৫তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান জাহেদুল আলম, কিন্তু এই ফরোয়ার্ডের শট আটকে দেন আরেক ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানি। ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে একজনকে ডোজ দিয়ে জায়গা করে জোরালো শটে জাল কাঁপান ব্রুনো। বিরতির পর আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান। ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে চালকের আসনে বসে আবাহনী। নিখুঁত টোকায় রানাকে পরাস্ত করেন ওগবাহ। ৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের পাসে দ্রুত গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের ম্যাচের সপ্তম মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন জাফর। তিন মিনিট পর কর্নারে দূরের পোস্টে থাকা দলটির কোত দি ভোয়ার ফরোয়ার্ড দোসো সিদিকও ঠিকঠাক হেড নিতে পারেননি। অষ্টাদশ মিনিটে ব্রাদার্সের একটি প্রচেষ্টা ক্রসবার কাঁপায়। অবশেষে ৬৬তম মিনিটে গোলের দেখা মেলে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সুলেমানে দিয়াবাতে, ফাঁকায় থাকা সৌরভ দেওয়ান নিখুঁত প্লেসিং শটে গোলটি করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়