• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
টেস্ট আর ওয়ানডের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে নারী ও শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে সিরিজটি স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরই অস্ট্রেলিয়াকে বাহ্যিক চাপ এবং রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত না করার আহ্বান জানিয়েছে (এসিবি)।   বুধবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার সিরিজ স্থগিত করাকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে বলা হয়েছে, আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে আফগানিস্তানের অবস্থানকে বুঝা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। ‘বাহ্যিক চাপ বা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে বিকল্প সমাধানের উপায় বের করারও আহ্বান জানাচ্ছি।’ স্থগিত করা সিরিজটি আইসিসির ভবিষ্যত ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত ছিল। তাই সিরিজটি স্থগিত করায় পর চরম হতাশা প্রকাশ করেছে রশিদ-নবীদের ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের উপস্থিতিতেই আইসিসির এফটিপিতে এই সিরিজ অনুমোদিত হয়েছিল, তারা সেই সময়ে ফিক্সচারে সম্মত হয়েছিল। তবে মানবাধিকারকে অজুহাত বানিয়ে এখন তারা পেছনে সরে যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানিয়ে এসিবি আরও বলেছে, অস্ট্রেলিয়ান সরকার যেন ক্রিকেট বোর্ডের ওপর তাদের নীতি চাপিয়ে না দেয়। বরং এর পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করার দিকে মনোনিবেশ করে। এর আগেও অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শের পর, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতির কারণে ২০২৩ সালের মার্চে নির্ধারিত ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। তখন তারা জানিয়েছিল, দেশের নারী ও মেয়ে শিশুদের উন্নত জীবনমান নিশ্চিতে জড়িত থাকতে হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাগুলো।
২০ মার্চ ২০২৪, ২১:৫৮

রশিদের প্রত্যাবর্তনের দিনে আফগানিস্তানের শোচনীয় পরাজয়
ইনজুরি কাটিয়ে প্রায় ৪ মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে শোচনীয় পরাজয় দেখেছে আফগানিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন তিনি। শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার অ্যান্ডু বালবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে দুটি চার ও একটি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং। এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার শূন্য ও নিল রক ১ রানে আউট হলে চাপে পড়ে আইরিশ মিডল-অর্ডার। এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭ চার ও ২ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর।  আফগানিস্তানের হয়ে রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন। জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল-অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকি থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা।  উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।
১৬ মার্চ ২০২৪, ২০:০০

জিম্বাবুয়ের আগে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চায় বাংলাদেশ
বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুই দল। এদিকে ঘরের মাঠে লঙ্কান সিরিজ শেষেই ঈদের ছুটিতে যাবেন লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে আগামী জুনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে পাড়ি জমানোর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় টেস্ট খেলতে অনাগ্রহী টাইগাররা। আর টেস্ট সিরিজটি পিছিয়ে দিতে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে ফাঁকা এই সময়টাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে বিসিবি। আর সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুতে মাঠে গড়াতে পারে এই সিরিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা। এ ছাড়া বৈশ্বিক মহাযজ্ঞের পর আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজও খেলবে টাইগাররা। জুলাই-আগস্টে অনুষ্ঠেয় সেই সিরিজে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৩

চমক রেখে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।  যেখানে জায়গা পেয়েছে কয়েকদিন আগেই নিষিদ্ধ হওয়া মুজিব উর রহমান। শনিবার (৬ জানুয়ারি) দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে প্রাথমিকভাবে দলে রাখলেও তার পিঠের চোট এখনও পুরো সারেনি। ফলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। চলতি জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই রশিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই টিম ম্যানেজমেন্ট। তাই ভারতের বিরুদ্ধে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। এদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় মুজিবকে শাস্তি হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেয়নি আফগানিস্তান। ফলে আইপিএলে কেকেআরের হয়ে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়।  জানা গেছে, বোর্ডের সঙ্গে মুজিব কথা বলে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তাই ধারণা করা হচ্ছে, আইপিএলে খেলতে সমস্যা হবে না আফগানিস্তানের এ তারকা স্পিনারের। আগামী ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ ও বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি।  আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক),  হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, কাইস আহমেদ, গুলবদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ সালিম।
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৪২

ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন আফগানিস্তানের
ভারত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিল আফগানিস্তান। আসরের ৯ ম্যাচের ৪টিতেই জিতে ষষ্ঠ হয়েছিল রাশিদ খানরা। দলের এমন নান্দনিক পারফরম্যান্সের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন ইংলিশ কোচ জোনাথন ট্রট। তাই সাফল্য ধরে রাখতে ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ট্রটের অধীনে ভারতের মাটিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল রাশিদ-নবীরা। অস্ট্রেলিয়াকেও ভড়কে দিয়েছিল তারা। এ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও হারিয়েছিল আফগানরা। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ট্রটের অধীনে অংশ নেবে আফগানরা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানানো হয়, তার সফল ১৮ মাসের অধ্যায় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সময়ে দলের উন্নতি ও অগ্রগতিতে দারুণ অবদান রেখেছেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এসিবি। ট্রটের প্রথম মেয়াদের ১৮ মাস সময়ে তিন সংস্করণ মিলে ৫০ ম্যাচ খেলেছে আফগানরা। ৫০ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ জিতেছে আফগানরা, বিপরীতে হেরেছে ২৯ ম্যাচে আর বৃষ্টিতে ভেসে গেছে ২ ম্যাচ।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়