• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
আপত্তিকর ভিডিও ছড়িয়ে ইউএনওকে হুমকি, আনসার সদস্য কারাগারে
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ইউএনওর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়। গ্রেপ্তার আকাশ বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে।  গত ২ বছর ধরে তিনি ইউএনওর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মামলার এজাহার জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাত এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে কল করে বলেন, ‘আপনার একটি অশ্লীল ভিডিও আছে, ১০ লাখ টাকা দিলে ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে।’  টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ইউএনও’কে খুন-জখম করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ইউএনওর স্ত্রীর মোবাইল ফোনেও এসব কথা বলে হুমকি দেওয়া হয়।  ইউএনওর স্ত্রী স্বামীর সম্মান ও জীবনের নিরাপত্তায় পর্যায়ক্রমে হুমকিদাতার ব্যাংক হিসাবে পর্যায়ক্রমে ১০ লাখ টাকা দেন। টাকা পাঠানোকালে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আকাশের কথাবার্তায় সন্দেহ হয় ইউএনওর স্ত্রীর। এরপর আকাশকে আসামি করে ১২ মার্চ লোহাগড়া থানায় মামলা দায়ের করেন তিনি।  ওই মামলার সূত্র ধরে ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দিয়ে চাঁদাবাজির মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হওয়ার পর আকাশকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদাবাজ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
১৫ মার্চ ২০২৪, ২০:৫৩

সৈয়দপুরের পৌর মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল
নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত।  তবে এর আগেও আরও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে এমন পরিস্থিতিতে তিনি ভিডিওগুলো সুপার এডিট দাবি করেছিলেন৷  বুধবার (১৩ মার্চ) দুপুরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন৷  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, মেয়র রাফিকা জাহান ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তিনি বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচছেন। তার পাশে আরও একজনকে নাচতে দেখা যায়। পরে আরেক ভিডিওতে দেখা যায়, ভিডিও কলে অপরপ্রান্তের কারও সঙ্গে বিবস্ত্র হয়ে কথা বলছেন তিনি।  এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা এ বেয়াদবি করছে সেটাও নেত্রী দেখবেন এবং যে সাংবাদিকরা করছেন তাদেরও বিচার হবে।  প্রসঙ্গত, তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন রাফিকা জাহান বেবি। এরপর পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এ নতুন মুখ প্রথমবার নির্বাচনে এসেই গৃহিনী থেকে মেয়র হয়েছেন৷ 
১৪ মার্চ ২০২৪, ১১:৪১

রণবীরকে আপত্তিকর প্রস্তাব প্রযোজকের
কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। শুধু নায়িকারাই নয়, এই কাউচের মুখে পড়তে হয় নায়কদেরও। সম্প্রতি সেই ‘ভয়ংকর অভিজ্ঞতা’ শেয়ার করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। জানান, যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন রণবীর সিং। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। সেখানেই তাকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তার পছন্দ। এককথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন। সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর। প্রসঙ্গত, মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।
০৭ মার্চ ২০২৪, ২৩:৩৫

রাশমিকার আপত্তিকর ভিডিও, অভিযুক্ত গ্রেপ্তার
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গেল বছর তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। অবশেষে এই ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।   ভারতীয় একটি গণমাধ্যম হয়ে জানা যায়, এআই প্রযুক্তির মাধ্যমে গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এমন ডিপফেক ভিডিও তৈরি করে অভিযুক্ত ওই যুবক।  আরও পড়ুন : মোশাররফ করিমকে ভাবনার চিঠি   পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয় সেই ভিডিওটি। মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি। এত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাশমিকা।      ওই ডিপফেক ভিডিওতে দেখা যায়, জারা প্যাটেল একটি কালো ইউনিটার্ড পোশাক পরে একটি লিফটে প্রবেশ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে সেখানে রাশমিকার মুখ বসিয়ে দেওয়া হয়।  রাশমিকার এমন ফেক ভিডিও ছড়িয়ে পড়তেই প্রথম প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। এরপর ভারতীয় শোবিজের প্রায় সবাই পাশে এসে দাঁড়ায় অভিনেত্রীর।   সামাজিক যোগাযোগমাধ্যমে তখন এক বিবৃতিতে রাশমিকা লিখেছিলেন, বিষয়টি নিয়ে কথা বলতে খুবই খারাপ লাগছে। এমন একটি স্পর্শকাতর বিষয় যা অত্যন্ত অপ্রিয়। আমার মতো অভিনেত্রী যদি প্রযুক্তির শিকার হতে পারে তা হলে সাধারণের সঙ্গে না জানি আরও কতো কী ঘটছে। আর কেউ যাতে আমার মতো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অবিলম্বে এই প্রযুক্তি কৌশলের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।  শুধু তিনি নন, রাশমিকার পরে একইভাবে হেনস্থার শিকার হয়েছেন আলিয়া ভাট, ক্যাটরিনা, কাজলসহ একাধিক নায়িকা।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন  সূত্র : হিন্দুস্তান টাইমস    
২১ জানুয়ারি ২০২৪, ১৫:২২

‘আমারও আপত্তিকর ভিডিও তৈরি করেছে’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তার আবেদনময়ী লুকে যেন বুঁদ হয়ে থাকেন ভক্তরা। এবার সানি জানালেন, অভিনেত্রীরও নাকি আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে নেটদুনিয়ায়।   বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকিস্বরূপ। সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে শোবিজের অনেক তারকাকে নিয়েই তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও।   গত বছর ভারতের বেশ কয়েকজন অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল প্রমুখ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সানির নামও। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সানি বলেন, এটি একটি হুমকি। যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটি সাম্প্রতিক ইস্যু নয়। সত্যি বলতে, আমাকে নিয়েও ডিপফেক (আপত্তিকর) ভিডিও তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমি মোটেও চিন্তিত নই।  কারণ বিষয়টি নিয়ে মানসিকভাবে প্রভাবিত হতে দিইনি নিজেকে।  তবে কম বয়সী অনেক মেয়ে আছে, যারা এ সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু তারা বুঝতে চায় না, এতে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ভুল নেই।   কম বয়সী নারীদের পরামর্শ দিয়ে সানি লিওন বলেন, কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যদি এমন খারাপ কিছু ঘটে, তবে যেন তারা ভয় না পেয়ে সাইবার সেলে যোগাযোগ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খুলে বলে যে, আপনার পরিচয় কিংবা ছবি ব্যবহার করা এসব ‘ডিপফেক’ ভিডিও তৈরি করা হয়েছে।      আর তখন এই বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালেও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যায়। এক্ষেত্রে পুরো সিস্টেমটাই আপনার পক্ষে, শুধু আপনাকে এতোটুকু কাজ করতে হবে।     ডিপফেক বা আপত্তিকর ভিডিও প্রসঙ্গে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোর দাবি, এসব ভিডিও এআই প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারও মুখ ভিডিওতে বসিয়ে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।    সূত্র : ইন্ডিয়া টুডে  
১৩ জানুয়ারি ২০২৪, ১২:৩৮

নির্বাচনী সভায় আপত্তিকর বক্তব্য, ওলির বিরুদ্ধে মানহানি মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মামলা করা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। বাদীর আইনজীবী আব্দুল জব্বার মামুন সাংবাদিকদের জানান, গত ২৬ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুরে ফিরোজুর রহমান নির্বাচনী এক সভায় উদ্দেশ্য প্রোণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তার ওই আপত্তিকর বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্যের প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে পরপর তিনটি নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই বাদীর সম্মানহানি করায় আদালতে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রোববার আদালত এ মামলায় শুনানি করবেন।
১২ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়