• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘বাবার আদর্শ ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই’
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার উম্মে ফারজানা। মনোনয়ন পেয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমার বাবা দল ও গণমানুষের জন্য জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন। তার আদর্শ ধরে দেশের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই। সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ থেকে এমপির মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব কথা বলেন উম্মে ফারজানা। তিনি ময়মনসিংহ-৮ আসনের সাবেক এমপি আব্দুস সাত্তারের মেয়ে। মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা উল্লেখ করে উম্মে ফারজানা বলেন, আমার বাবা দলের জন্য কয়েকবার ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী বাবার প্রতি সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। বাবার আদর্শকে ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই। প্রসঙ্গত, ব্যারিস্টার উম্মে ফারজানা কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১০ সালে ঢাকা বারের সদস্য এবং ২০১৩ সাল থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭

টাঙ্গাইলে শীতার্তদের মুখে হাসি ফোটালো বাতিঘর আদর্শ পাঠাগার
টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার চৌরাকররা পাঠাগার প্রাঙ্গণে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে চৌরাকররা গ্রামের না ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম বলেন, এই ঠান্ডায় আমাদের কেউ একটা কাপড়ও দেয় নাই। ঠান্ডায় খুব কষ্ট করতাছি। আমরা গরিব মানুষ, ট্যাহা পয়সা নাই। কম্বল পেয়ে আমি খুব খুশি হইছি। আল্লায় আমারে ঠান্ডা থিকা বাঁচাইলো। দুই সন্তান নিয়ে শীতবস্ত্র নিতে এসেছেন জহুরা বেগম। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন এই নারী। গরম কাপড় পেয়ে তার যেন আনন্দ আর ধরে না। খুশি হয়ে বলেন, ‘সন্তানদের নিয়ে কয়েকদিন ধরে শীতে খুব কষ্ট করছি। ঠান্ডার কোনো কাপড়চোপড় নাই। কোনো মতে এ্যাহন ঠান্ডা থেইকা বাঁচুম। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান সোহাগ বলেন, সামাজের সামর্থ্যবান ব্যক্তিদের সাধ্যমত আর্তমানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। তবেই মানবিক পৃথিবী গড়ে উঠবে। এ কর্মসূচির উদ্বোধন করেন পাঠাগারের সভাপতি মো. শাহজাহান। এ সময় পাঠাগারের সদস্য মো. হাবিবুর রহমান, মো. রাকিব হোসেন, লিখন আহমেদ, নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
১৮ জানুয়ারি ২০২৪, ২২:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়