• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের কামড়ে একদিনেই আহত ৯, আতঙ্কিত শিক্ষার্থীরা 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুরের কামড়ে একদিনেই ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোসহ রাস্তাঘাটে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ‘ব্যথার দান’ মেডিকেল সেন্টারে ভ্যাকসিন না থাকায় আহতদের কেউই সেখানে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।  গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) একদিনে ৯ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  আহত শিক্ষার্থী সুশান্ত দাস জানান, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু হলে আসার সময় হঠাৎ করে পেছন থেকে কুকুরের আক্রমণের শিকার হয়েছি। এ দিন আমিসহ আরও ৮জন আক্রান্ত হয়েছি। বর্তমানে সকলেই আমরা চিকিৎসা নিচ্ছি।কুকুরের ভয়ে এখন বাইরে বের হতেই সাহস পাচ্ছি না।’  বিশ্ববিদ্যালয়কে কুকুরমুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।  আহত হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলেও উপকার পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে ভ্যাক্সিনের ব্যবস্থা নেই। ব্যথার দান নামের এই মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন শনিবার রাতে (২৭ জানুয়ারি) জানান, ‘কোনো ভ্যাকসিনই নেই’। কোথায় পাওয়া যাবে জানতে চাইলে তিনি বাইরের সরকারি ও বেসরকারি মেডিকেলের তথ্য দেন। তিনি ৫ বছর আগেও (২০১৮ সালে) এমন একটি সময়ে ভ্যাকসিন নেই বলে জানিয়েছিলেন গণমাধ্যমকে।  এমন কুকুর আতঙ্কে ভয়ে চলাচল করছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক, শিশুকিশোরসহ অন্যরা। তবে এতদিনেও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।  সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবস্থিত গুরুত্বপূর্ণ ভাস্কর্য, অনুষদ, ভিসি বাংলো, আবাসিক হলগুলোর সামনে কুকুর ঘোরাফেরা করছে। পথচারীদের বিশেষ করে একা কাউকে দেখলে কুকুরগুলো কামড়াতে চলে আসছে।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সীমানা থেকে কুকুরগুলো সরিয়ে নেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের বলা হয়েছে। পাশাপাশি কুকুরদের আঘাত না করে কীভাবে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায় সে বিষয়ে ব্যবস্থা নেব।’ এর আগেও স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রক্টর।  
২৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়