• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি।  এবার পুলিশ হয়ে পর্দায় আসছেন বাঁধন। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার। যা রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।      রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, আর রহস্য উদ্ঘাটনের চেষ্টা— এমনই ঝলকে সামনে এলো ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দেন বাঁধন। সিনেমায় খুনসহ ধর্ষণের কথা উঠে আসে। মূলত  চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।    ‘এশা মার্ডার : কর্মফল’ নির্মাণ করছেন সানী সানোয়ার। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন ও বিঞ্জ। আর সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির।  এ প্রসঙ্গে বাঁধন বলেন, এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শক টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন। সিনেমাটির লেখক ও নির্মাতা সানী সানোয়ার বলেন, এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি। যেটা দেখে দর্শক সিদ্ধান্ত নিতে পারেন, এশা মার্ডার তারা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে।    প্রসঙ্গত, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায় বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন—পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।  
২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বাঁধন
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বসতে যাচ্ছেন বাঁধন।   আগামী ২৯ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর। দেশটির সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। শুধু তা-ই নয়, তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান।     বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ সম্মানিত বোধ করছি। এমনিতে আমি আমার কাজ ‘রেহানা’ ও ‘খুফিয়া’ নিয়ে বিভিন্ন দেশের উৎসবে ভ্রমণ করেছি। ওটা একধরনের অভিজ্ঞতা। আর জুরি হওয়া আরেক অভিজ্ঞতা। এটা আমাকে সমৃদ্ধ করবে।  চলচ্চিত্র উৎসবটির ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক সিনেমা। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতেই মূলত প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বাঁধন।  বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা সিনেমাগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন বাঁধন ও তার জুরিবোর্ড।   এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এই উৎসবে অফিশিয়াল জুরিদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির পর্দা নামবে আগামী ৭ মার্চ। এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’-এও  জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।   
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬

ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন : বাঁধন
আজমেরী হক বাঁধন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে একদিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।     ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করেছেন বাঁধন। তবে সব প্রতিকূলতা পেছনে ফেলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। দেশের সীমানা ছাড়িয়ে গেছে তার খ্যাতি। কিন্তু বাঁধনের জীবনের এই দুঃসময়ে আশীর্বাদ হয়ে পাশে দাঁড়িয়েছিলেন  একজন মানুষ। আর সেই মানুষকেই এবার সবার সামনে পরিচয় করালেন বাঁধন।   শুক্রবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন বাঁধন। এতে দেখা যায়, এক নারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।  পাঠকদের সুবিধার জন্য বাঁধনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— তিনি আমার জীবনরক্ষাকারী। তাকে ছাড়া আজকের বাঁধন হতে পারতাম না। মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন তাকে শিক্ষক হিসেবে পাই। তখন বিডি৭-এর মেধাবী শিক্ষার্থী ছাড়া আর কিছুই ছিলাম না।  যখন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠে, জোরপূর্বক আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, আমি রিহ্যাবে ছিলাম, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়ও গিয়েছিলাম। আমার কাছে তারা (অজানা) অস্বস্তিকর ছিলেন। কিন্তু তিনি এমনই একজন ব্যক্তি যে, আমার সবখানে ছিলেন। আমি বলতে চাচ্ছি না, তিনি কী করেছেন। কিন্তু তিনি শুধু আমাকে রক্ষা করেছেন। ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন। আজ আমি যা করছি, তা তার এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্মের কারণে। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।  প্রসঙ্গত, বাঁধন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। তার নির্মিত এই সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন— টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বিসহ অনেকেই। 
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়