• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার পর আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে বাবরের দ্বিতীয় অধ্যায়। তবে এই সিরিজে বাবরকে বিশ্রামে রাখতে চান হেড কোচ আজহার মাহমুদ। বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের সামনে এমনটিই বলেছেন পাকিস্তানের নতুন হেড কোচ। তিনি বলেন, আবর্তন কৌশলের অংশ হিসেবে বাবরকে বিশ্রাম দেয়া হতে পারে। তবে সিরিজের প্রথম থেকেই দলে থাকবেন শাহিন আফ্রিদি। বাবরকে বিশ্রামে পাঠানোর বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন পাকিস্তান কোচ। অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  আজহার বলেন, বাবর আজম বিশ্রামে থাকতে পারেন, তবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। সিদ্ধান্ত নেয়ার সময় আমরা সব দিক দেখবো।’ এর আগে গুঞ্জন উঠে, নিউজিল্যান্ডের বিপক্ষে ফিটনেস সমস্যার কারণে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না শাহিন আফ্রিদি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আজহার।  তিনি বলেন, শাহিন আফ্রিদি পুরোপুরি ফিট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ তিনি এড়িয়ে যেতে পারেন বলে খবর শুনেছি। তবে এটি গণমাধ্যম থেকে এসেছে এবং অবশ্যই এটি আমাদের কাছ থেকে আসেনি। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির অবসর ভেঙে পাকিস্তান দলের ফেরায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আজহার। তিনি মনে করেন, পাকিস্তান দল এখন সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ। যে কারণে এই সিরিজ জয়ের আশা করছে পাকিস্তান।    
১৭ এপ্রিল ২০২৪, ১৬:৫২

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এর আগে, বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
০২ মার্চ ২০২৪, ১৯:২৯

এবার গাউসুল আজম মার্কেটে আগুন
বেইলি রোড ট্রাজেডির দুদিন না যেতেই এবার আগুন লেগেছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নিউমার্কেটের পাশেই অবস্থিত গাউসুল আজম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে এই মূহুর্তে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানিয়েছেন, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অবশ্য তেমন ভয়াবহ নয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  
০২ মার্চ ২০২৪, ১৭:৫০

পপগুরু আজম খানের ৭৪তম জন্মদিন আজ
বাংলাদেশের পপগুরু আজম খানের জন্মদিন বুধবার (২৮ ফেব্রুয়ারি)। ১৯৫০ সালের আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন প্রয়াত এই সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। বেঁচে থাকলে আজ ৭৪ বছরে পা দিতেন আজম খান।        গানের প্রতি, বিশেষ করে গণসংগীতের প্রতি একটা বাড়তি টান থেকেই নিজেকে সংগীত জগতে বিলিয়ে দেন আজম খান। বরাবরই পরিস্থিতির প্রেক্ষিতে দেশ ও প্রজন্মের স্বার্থে বাস্তবিকতাকে গানে রূপ দিতেন তিনি।  আজম খানের প্রকৃত নাম মাহবুবুল হক খান। সবাই তাকে ‘গুরু’ বলেই ডাকতেন। কিন্তু গুরু নয়, ‘আজম ভাই’ সম্বোধনটি পছন্দ করতেন আজম খান। তবে সবার ভালোবাসাই তাকে ‘গুরু’ করে তুলেছিল। আজ তার অগণিত গুণগ্রাহী ও ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে স্মরণ করছেন প্রিয় শিল্পীকে। সামাজিকমাধ্যমে নিজের মতো করে অনেকে শ্রদ্ধা জানিয়েছেন আজম খানকে।   ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে জন্মগ্রহণ করেন আজম খান। শৈশবের ৫ বছর সেখানেই ছিলেন তিনি। ৫ বছর বয়সে ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। এরপর সপরিবারে কমলাপুরের বাড়িতে চলে যান। পরবর্তীতে ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন আজম খান।   ১৯৬৯’র গণ-অভ্যুত্থানের সময়েই সোচ্চার হয়ে ওঠেন প্রগতিশীল চেতনার ধারক আজম খান। সে সময়ের ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণসংগীত প্রচারে অংশ নেন তিনি। দলটির সঙ্গে ঘুরে ঘুরে গানও করেছেন। বরাবরই দেশের মানুষের কল্যাণে গান গেয়ে গেছেন এই পপগুরু। এরপর ১৯৭১ সালে পাক হানাদারের বিরুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন আজম খান। কুমিল্লা ও ঢাকার আশপাশে সেকশন কমান্ডার হিসেবে অনেকগুলো গেরিলা আক্রমণে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হলে ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন আজম খান। দেশের সংগীত জগতে তখন দারুণ আলোড়ন তোলে ব্যান্ডটি। এখান থেকে তিনি পশ্চিমা ঢঙে গান বানানো শুরু করেন। তবে তার গানগুলো ছিল সহজ-কথা সুরে। কাগজ-কলমে কখনও গান লিখতেন না আজম খান। এমনকি তার এত এত গানের সংরক্ষণও তার কাছে ছিল না। মাথায় কোনো শব্দ এলে সেটাকেই বড় করে গানে রূপ দিতেন। এরপর সুর দিয়ে সেটাকে গাইতেন। জাদুকরি উপায়ে সেই অলিখিত কথা-সুর ছড়িয়ে যেতো দেশজুড়ে। যা এখনও সমানভাবে আকৃষ্ট করে দর্শক-শ্রোতাদের। ১৯৭২ সালে তার ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি বিটিভিতে প্রচার হয়ে প্রশংসিত হয়। পরবর্তী সময়ে বিটিভিতে ‘রেললাইনের ওই বস্তিতে’ গান গেয়ে ব্যাপক আলোড়ন আলোড়ন সৃষ্টি করেছিলেন আজম খান।  আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অ্যাকসিডেন্ট’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’, ‘অনামিকা’, ‘আমি যারে চাইরে’ ইত্যাদি।  দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজম খান। শিল্পকলায় (সংগীত) অবদানের জন্য ২০১৯ সালের মরণোত্তর একুশে পদক দেওয়া হয় তাকে। তবে আজম খানের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬

নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টুর্নামেন্টের নবম আসরের দ্বিতীয় ম্যাচে ৩ হাজার রানের মাইলফলকে নাম তুলেন তিনি। পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মালিক এখন বাবর। ঐতিহাসিক মাইলফলকে অন্যদের থেকে যোজন-যোজন দূরে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। কেননা, এখন পর্যন্ত পিএসএলে অন্য কোনো ব্যাটার আড়াই হাজার রানের কোটা ছুঁড়ে পারেননি। অসাধারণ এই রেকর্ড গড়তে ৮০-এর অধিক ইনিংস লেগেছে বাবরের। ৪৪ দশমিক ৮৩ গড়ে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। এর মধ্যে এক সেঞ্চুরির বিপরীতে ২৯টি অর্ধশতক রয়েছে তার। রোববার (১৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বলেই ফিফটি হাঁকান ডানহাতি এই ব্যাটার। তবে বাবরের ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের পরও গ্ল্যাডিয়েটরদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে পারেননি পেশোয়ার। পিএসএলে সর্বাধিক রান যাদের বাবর আজম ৩০০৪ ফখর জামান ২৩৮১  শোয়েব মালিক ২০৮২   
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫

আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
গত বছর ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছিল পাকিস্তান। যার দায় উঠেছিল অধিনায়ক বাবর আজমের কাঁধে। এরপরই তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে এসেছেন এই পাকিস্তানি তারকা ব্যাটার। তবে গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপতে সামনে রেখে বাবরকে নেতৃত্বে ফেরাতে চান নব নির্বাচিত পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। আগামী তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামাল দেবেন পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন এই মুখ্যমন্ত্রী। মহসিনের দায়িত্ব গ্রহণের পরই গুঞ্জন উঠেছে আবারও নেতৃত্বে ফিরতে পারেন বাবর আজম। যদিও মাত্র তিন মাস আগেই এই দায়িত্ব থেকে সরে এসেছিলেন বাবর।  বিশ্বকাপের পর ব্যাপক সমালোচনার চাপে নিজ থেকেই নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। যেখানে প্রভাব দেখিয়েছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এরপর টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। আর টেস্টে অধিনায়কের দায়িত্বে ছিলেন শান মাসুদ। তবে ওয়ানডেতে এখন পর্যন্ত নেই কোনো অধিনায়ক।  পাকিস্তান অবজারভার, সামা টিভিসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম পিসিবির অভ্যন্তরীণ সূত্রের কথা উল্লেখ করে জানিয়েছে, পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে আবারও নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন।  ২০১৯ সালে পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন ২৯ বছর বয়সী বাবর। প্রথমে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেও, পরের বছর দায়িত্ব পান টেস্টেও। জনপ্রিয়তার দিক থেকে ওপরে উঠলেও বাবর নেতৃত্বের দিক থেকে বড় কোনো সাফল্য পাননি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা এবং গত বছর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠাই পাকিস্তানের সর্বোচ্চ অর্জন।  বাবর অধিনায়কত্ব ছাড়ার পর দুটি সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরেছে ৩–০ ব্যবধানে, আর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হার ৪-১ ব্যবধানে। তাই গুঞ্জন রয়েছে নেতৃত্বে ফিরলে তিন ফরম্যাটের দায়িত্ব পাবেন বাবর।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯

রংপুরকে নিয়ে যে বার্তা দিলেন বাবর আজম
চলমান বিপিএলের বাবর আজমের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল রংপুর রাইডার্স। আর তার যোগ্য প্রতিদানও দিয়েছেন এই পাকিস্তানি তারকা ব্যাটার। রংপুরের হয়ে ছয় ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রহক তিনি। তবে এখনেই শেষ হচ্ছে বিপিএলের দশম আসরের বাবর আজম অধ্যায়। পিএসএল খেলতে দেশে ফিরতে হচ্ছে এই ডান হাতি ব্যাটারকে। দেশে ফেরার আগে রংপুরকে শুভকামনা জানিয়েছেন বাবর।  এক বার্তায় বাবর বলেন, রংপুর রাইডার্সের প্রতিটি সদস্যের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। যে ভালোবাসা ও সমর্থক আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।  ‘দলের সবাই নিঃস্বার্থভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলছে। এটাই এখনও পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ, সকলের চেষ্টা প্রশংসনীয়।’ দলের চ্যাম্পিয়ন হওয়ায় যেন লক্ষ্য হয় সেটির ব্যাপারেও বলেছেন এই পাকিস্তানি সুপার স্টার।। তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য মনোযোগ ঠিক রাখা এবং শিরোপা ঘরে নিয়ে আসা। ভাইদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা। আমি আশাবাদী সামনে আমাদের সুদিন রয়েছে। ’ বিপিএলের দশম আসরে ৬ ম্যাচ খেলা বাবর প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন। দুই অর্ধশতকে ৫০-এর ওপর গড়ে ২৫১ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রংপুরকেও শীর্ষে রেখে গেছেন বাবর। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়