• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
ভয়ে আছেন মিথিলা!
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এই পরিচালক বাসায় পাইথন সাপ পুষছেন। বর্তমানে তার বাসায় চারটি পাইথন রয়েছে। আরও সাপ আনার চিন্তা করছেন তিনি। বিষয়টি নিয়ে শুধু চিন্তিত নন, ভয়ের মধ্যেও আছেন তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা এমনটাই জানিয়েছেন। অভিনেত্রী জানান, বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে চারটি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো চারটি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই। তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না বলেও জানান।  সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’ প্রচারে গিয়েছিলেন মিথিলা। এরপর বাড়ি ফিরে অভিনেত্রী দেখেন সেখানে একটা নয়, মোট চারটি বল পাইথন রয়েছে; যা দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন মিথিলা।   
১৩ এপ্রিল ২০২৪, ১৭:২৯

জাহাজের কেবিনেই বন্দি আছেন বাংলাদেশি নাবিকরা
  আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে হাইজ্যাক করা এমভি আবদুল্লাহকে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে গেছে সোমালিয়ান জলদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জাহাজটিকে সোমালিয়ার উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল দূরে নিয়ে ‘গ্যারাকাড’ নামক এলাকায় নোঙর করেছে দস্যুরা।  সেখানে তাদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছে আরও ১৫-২০ জন সশস্ত্র দস্যু। তবে, জিম্মি ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন এখনও। জাহাজে তাদের নিজ নিজ কেবিনেই বন্দি অবস্থায় আছেন তারা।  এর আগে ওই নাবিকরা সবাই জাহাজটির ডেকের কক্ষে জিম্মি অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এমভি আবদুল্লাহ থেকে কল করে জাহাজটির প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন জাহাজের স্বত্তাধিকারী কবির গ্রুপের গণমাধ্যম কর্মকর্তা মিজানুল ইসলাম। তিনি বলেন, জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ায় তাদের নিয়ন্ত্রিত ‘গ্যারাকাড’ নামক এলাকায় নিয়ে গেছে। নাবিকরা সবাই সুস্থ আছেন। জাহাজসহ জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আরও একটি সূত্র জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সোমালিয়ান উপকূল থেকে ৭ মাইল দূরে নোঙর করেছে ‘এমভি আবদুল্লাহ’।  অস্ত্রের মুখে নাবিকদেরকে দিয়েই জাহাজ পরিচালনা করাচ্ছে জলদস্যুরা। জাহাজে সোমালিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্রসহ ১৫-২০ জনের নতুন দস্যু দল এসে পুরানোদের সঙ্গে যোগ দিয়েছে। জাহাজের নাবিকরা সেহরি ও ইফতার করার সুযোগ পাচ্ছে। জাহাজের ডেকে জামায়াতে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে তাদেরকে। গ্যারাকাডে পৌঁছানো পর্যন্ত সবাইকে ডেকে জিম্মি করে রাখা হলেও নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নোঙরের পর নাবিকদেরকে যার যার কেবিনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান জানা গেছে। তবে, এখন পর্যন্ত জলদস্যুরা জাহাজ মালিক পক্ষকে ফোন করে কোনও দাবি-দাওয়া জানায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপের কর্মকর্তারা। ওইদিনই সন্ধ্যার পর জিম্মি জাহাজটির প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো. আতিক উল্লাহ খান তার স্ত্রীর কাছে ফোন করে বলেন, ‘আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিয়ো।’
১৫ মার্চ ২০২৪, ০৭:০৫

শীর্ষে আছেন সামিরা মাহি
ছোট পর্দার এই সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। ইতিমধ্যে শোবিজে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। নানা সময় ব্যক্তিজীবন ও কাজ নিয়ে আলোচোনায় এসেছেন তিনি। এবার ফের জাত চেনালেন। নতুন বছর ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে মাহির সদ্য মুক্তি পাওয়া নাটক ‘বিয়ে করবো সিলেট’। এদিকে সম্প্রতি একটি ভিডিওকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বেশ  মাহি বলেন, সত্যি বলতে, এই ভিডিও নিয়ে মানুষের মধ্যে যে এত আলোচনা, এতে মনে হয়েছে, সবাই ছোট মনের পরিচয় দিয়েছে। অনেক মানুষের কথা হচ্ছে, তুমি দেখতে কালো, এ জন্য ভিডিওতে মুখ ঢেকেছ। আরে ভাই, আমি কি কখনো কোথাও বলেছি, দেখতে আমি ফরসা! আরে কার চামড়ার রং কী, এটা নিয়েও আমরা কথা বলব?  অদ্ভুত একটা সমাজে বসবাস করছি আমরা। আমার  কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতেই বিরক্ত লাগে। হতে পারে আমার চোখে ইনফেকশন, আমার মুখে কিছু একটা ছিল—আমি যেকোনো কারণেই মুখটা ঢাকতেই পারি। বিষয়টা হচ্ছে যিনি ভিডিওটা করেছেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই, তাকে নিয়ে কথা না বলে আমার কেন মুখ ঢাকা এবং আমি কেন দেখতে কালো, এসব নিয়ে কথা হচ্ছে। অদ্ভুত। বর্তমানে মাহি  ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজ শুরু করবেন ওটিটিরও। 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

হাসপাতালে কেমন আছেন মিঠুন চক্রবর্তী
শুটিং সেটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সোহম চক্রবর্তী। হাসপাতাল থেকে তিনি জানান, আগের চেয়ে এখন ভালো আছেন মিঠুন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।   এদিন সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন। এ সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম। তিনি নিজে গাড়ি চালিয়ে মিঠুনকে হাসপাতালে নিয়ে যান।   হাসপাতাল সূত্র হতে জানা যায়, আপাতত মিঠুনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও। এদিকে মিঠুনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। তাই সুস্থ হয়ে অভিনেতা যেন দ্রুত শুটিংয়ে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন ‘শাস্ত্রী’র ইউনিট ও মিঠুনের ভক্তরা।  প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

বেঁচে আছেন পুনম পাণ্ডে, ভিডিও বার্তা প্রকাশ
মারা যাননি ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বেঁচে থাকার খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।   ভিডিওতে পুনম বলেন, আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি। কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।    শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই শোরগোল ছিল যে সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন পুনম। কিন্তু একদিন না যেতেই এই ঘটনার মোড় ঘুরে গেল। বেঁচে আছেন পুনম। নিজের ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি ভুয়া জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন পুনম। অভিনেত্রী বলেন, আমি ক্ষমা চাচ্ছি। আমার অভিপ্রায় ছিল সবাইকে শক দেওয়ার। কারণ, আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি বিষয়টা বাড়াবাড়ি। ভিডিও বার্তায় অভিনেত্রী আরও বলেন,  জরায়ুর ক্যানসার নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত, আমার মৃত্যুর ভুয়ো খবর সেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই’তে লাইভে এসে। প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দুদিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়তো গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। View this post on Instagram A post shared by Poonam Pandey (@poonampandeyreal)
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৯

৩৩ দিন ধরে দুবাইতে আটকে আছেন অভিনেত্রী (ভিডিও)
দুবাইতে বিগত ৩৩ দিন ধরে আটকে আছেন ব্রিটিশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী-গায়িকা সোফিয়া হায়াত। অজানা কারণে তার উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামের একটি ভিডিওতে এসব তথ্য জানান সোফিয়া। শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে ভিডিওর ক্যাপশনে বিস্তারিত বর্ণনাও করেছেন এই অভিনেত্রী।  সোফিয়া বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিগত ৩৩ দিন ধরে দুবাইয়ে আটকে আছি আমি। প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে আমাকে। মামলার বিষয়ে আমি কথা বলতে পারব না এবং বলবও না। আমার লন্ডনের বাড়িতে যেতে চাই আমি। কারণ সেখানে আমার জীবন আটকে আছে। আমি ক্লিনিকসহ দুটো ব্যবসা চালু করেছি। কিন্তু এক মাস ধরে সেগুলো বন্ধ রয়েছে। ইতোমধ্যে আমার আয়ের পথ বন্ধ হয়ে গেছে। দুবাইয়ে আমার সঞ্চিত অর্থ খরচ করছি আমি। থানায় আসা-যাওয়া, বাসা ভাড়া, খাবার বাবদ প্রতি সপ্তাহে ১ হাজার পাউন্ড খরচ হচ্ছে। পাশাপাশি লন্ডনের বাড়ির বিলও আমাকে পরিশোধ করতে হচ্ছে। আমার মামলার বিষয়ে পুলিশ খুবই সহযোগিতা করছে। তারা আমাকে জানায়, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে। একটি সিস্টেমের মাধ্যমে আমি বাড়ি ফিরে যাব। কিন্তু কত দিনের মধ্যে সমাধান হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। মামলাটি আগেই বাদ পড়েছে, এখন একটু সময় প্রয়োজন।  আমি কখনও চিন্তাও করিনি আমার সঙ্গে এমন কিছু ঘটবে। আমি দারুণ কিছু সহযোগিতা পরায়ণ মানুষ পেয়েছি, তাদের মধ্যে পুলিশও রয়েছে। তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি।   আমি দুবাই ছেড়ে যেতে পারব না জেনে মানসিক চাপ অনুভব করি। আমি কোনো পরিকল্পনা করতে পারি না। আমি জানি না কখন বাড়ি ফিরব। আমি আমার বাড়ি, কুকুর এবং ব্যবসাকে মিস করছি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫

নিজ দেশে চাপে আছেন বাইডেন-নেতানিয়াহু
ফিলিস্তিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ নিজ দেশে চাপের মধ্যে আছেন। আর এ নিয়ে প্যারিসে বৈঠক চলছে কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে। সেখানে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিয়েছে মিশর, কাতার এবং আমেরিকার প্রতিনিধিরা। এরই ভেতরে জর্ডানে মার্কিন ঘাঁটিতে আক্রমণের ঘটনা ঘটে। যেখানে কয়েকজন মার্কিন সেনা নিহত হন এবং আহত হন অর্ধশত মার্কিন নাগরিক। এতে দেশের ভিতর চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন। রিপাবলিকানরা সরাসরি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চাপ দিচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটরা আরো একটি যুদ্ধে যেতে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। তারপরেই কৌশলী আক্রমণের কথা জানান তিনি। তবে বিশদে সেই কৌশলের কথা প্রকাশ করেননি তিনি।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, আঘাতের জবাব দিতে প্রস্তুত আমেরিকা। মঙ্গলবার পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট জানিয়েছেন, আমরা জবাব দেওয়ার জন্য তৈরি। খুব শিগগির এই জবাব দেয়া হবে। তবে কীভাবে জবাব দেয়া হবে, তা স্পষ্ট করেননি বাইডেন। এর আগে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছিলেন, জবাব দেয়া হলেও মধ্যপ্রাচ্যে আরো একটি লম্বা লড়াইয়ে অংশ নিতে চাইছে না আমেরিকা। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হবে না। এদিন সাংবাদিকেরা বাইডেনকে ইরান নিয়ে প্রশ্ন করেন। তিনি কি এই হামলার জন্য ইরানকে দায়ী করেন? বাইডেন জানান, ইরান সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য। বিভিন্ন স্তরে আক্রমণ হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, নানা স্তরে জবাব দেওয়া হতে পারে। অর্থাৎ, একবার আক্রমণ না চালিয়ে নানা দিক থেকে ইরান এবং তার মদতপুষ্ট গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সমস্ত পণবন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল কোনোরকম সংঘর্ষ-বিরতিতে যাবে না। বস্তুত, গাজা স্ট্রিপে এখনো শতাধিক পণবন্দি আটক। গত ৭ অক্টোবরের হামলার পর হামাস ওই ব্যক্তিদের পণবন্দি করে। এর আগে বেশ কিছু বন্দিকে মুক্তি দিলেও এখনো বহু মানুষ হামাসের হাতে আটক। এদিকে ইসরায়েলে প্রায় প্রতিদিনই পণবন্দিদের মুক্তির দাবিতে মিছিল বের হচ্ছে। বন্দিদের পরিবারের সদস্যেরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। হামাসের বক্তব্য এদিকে প্যারিসে যে বৈঠক হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিয়েছে মিশর, কাতার এবং আমেরিকার প্রতিনিধিরা। দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার চাপ তৈরি করছে এই দেশগুলি। সম্প্রতি একটি খসড়া প্রস্তাব তারা তৈরি করতে পেরেছে সর্বসম্মতিক্রমে। হামাসের কাছে এই সেই পত্র পাঠানো হয়েছে। হামাস সবুজ সংকেত দিলে চুক্তিটি বাস্তবায়িত হওয়া সম্ভব। চুক্তিতে বলা হয়েছে একশজন পণবন্দিকে মুক্তি দিতে হবে। হামাস একাজ করলে ইসরায়েল দুইমাসের জন্য সংঘর্ষ-বিরতির কথা ভাবতে পারে। হামাস জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে।
৩১ জানুয়ারি ২০২৪, ২১:২১

‘ওপেনিংয়ে ব্যাট করতে মুখিয়ে আছেন স্মিথ’
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের প্রথমবার টেস্টে ওপেন করতে নামবেন স্টিভেন স্মিথ। ওপেন করতে আর তর সইছে না ডানহাতি এই ব্যাটারের।    পাকিস্তান সিরিজে ডেভিড ওয়ার্নার অবসরের পর ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গীকে হবে তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় সেখানে নিজের নাম প্রস্তাব করেন স্মিথ। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টও তার নাম বিবেচনায় নিয়ে নেয় দ্রুতই। নতুন চ্যালেঞ্জের জন্য বেশ উৎসাহের সঙ্গেই মুখিয়ে আছেন ডানহাতি এই ব্যাটার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি বলেন, গত দুই দিনে যা দেখলাম, আগে কখনও তাকে এতোটা আনন্দে ও প্রাণবন্ত থাকতে দেখিনি। ওপেনার হিসেবে মাঠে নামতে তার তর সইছে।  ‘আবার নতুন বলের কথাই ভাবা যাক, যেখানে হয়তো আরও রান করার উপায় থাকবে। তবে এটাই তাকে রোমাঞ্চিত করছে।’  স্মিথকে ওপেনার হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখা হয়েছে বলে জানালেন কামিন্স। তিনি বলেন, যে কি না খেলাটির সবকিছু অর্জন করেছে, এমন একজনকে নতুন চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত হতে দেখলে তা আপনাকে বিবেচনায় রাখতেই হয়। কিছু টেস্ট খেলিয়ে দেখাটা আমাদের উদ্দেশ্য নয়।  তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, এই সিদ্ধান্তটি অনেকটাই পার্মানেন্ট। আমি মনে করি, সে যেখানেই ব্যাট করুক না কেন ভালো করবে। সত্যি বলতে সে ঠিক ততটাই ভালো খেলোয়াড়।  এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং ব্যাট করতে দেখা যায় স্মিথকে।
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়