• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
চমক রেখে দল ঘোষণা ব্রাজিলের
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের কোপা আমেরিকা বসবে। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মেক্সিকোর বিপক্ষে আগামী ৮ জুন প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ছাড়া আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নেইমাররা। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে। তবে এর আগে চলতি মাসেই আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। আগামী ২৪ মার্চ লন্ডনে বাংলাদেশ রাত ১টায় ইংলিশদের এবং ২৭ মার্চ রাত আড়াইটায় স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা। এদিকে এটি হতে চলেছে ভারপ্রাপ্ত কোচ ডোরিভ্যাল জুনিয়রের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়ান কৌতো, স্যাভিনহো, আন্দ্রেয়াস পেরেইরা, মুরিলোরা। ঘোষিত দলে ব্রাজিলিয়ান লিগের খেলোয়াড়দের আধিক্যই বেশি। ব্রাজিলের স্কোয়াড গোলরক্ষক : বেন্টো, এডারসন, রাফায়েল রক্ষণ : দানিলো, ইয়ান কৌতো, আয়ারতোন লুকাস, ওয়েনডেল, বেরালদো, ম্যাগালহায়েস, মার্কুইনহোস, মুরিলো মধ্যমাঠ : আন্দ্রে, অ্যান্দ্রেস পেরেইরা, গুইমারেস, ক্যাসেমিরো, ডগলাস লুইস, জোয়াও গোমেজ, পাকুয়েতা, পাবলো মাইয়া আক্রমণ : এন্দ্রিক, মার্টিনেল্লি, রাপিনহা, রিচার্লিসন, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিয়ুস জুনিয়র।    
০২ মার্চ ২০২৪, ১৩:১১

ভারতের বিপক্ষে অশোভন আচরণ করায় মারুফকে আইসিসির শাস্তি
ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ ‍অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি অশোভন ইঙ্গিত করার অভিযোগ উঠেছে পেসার মারুফ মৃধার উপর। যার জেরে এই বাংলাদেশি পেসারকে তিরস্কার ও তাকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।  ঘটনাটি ঘটেছে  ভারতের ইনিংসের ৪৪ তম ওভারে। ভারতের ব্যাটার আরাভেলি আভানিশকে আউট করার পর মারুফ মৃধা আক্রমণাত্মকভাবে দুইবার ড্রেসির রুমের দিকে ইশারা করেছিলেন এবং ব্যাটারকে বিদায় দিয়েছিলেন। গত ২৪ মাসে প্রথমবারের মতো মৃধাকে এই শাস্তি দিলো আইসিসি। আইসিসি জানিয়েছে, তাদের কোড অব কনডাক্ট এর ধাপ-১ অমান্য করেছেন মারুফ মৃধা। দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি এই অমান্য করেছেন বলে তাকে অভিযুক্ত করে আইসিসি। আইসিসির বিধিনিষেধ সংশ্লিষ্ট ধারা ২.৫ এ বলা হয়েছে, মাঠে এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না, যেটি খেলাকে অবমাননা করে অথবা যা আন্তর্জাতিক ম্যাচের সময় একজন ব্যাটারকে আউট করার পর আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বাংলাদেশি পেসারের বিরুদ্ধে এই শাস্তির রায় দিয়েছেন, আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য শাইদ ওদভালা। তবে মারুফ তার উপর আরোপিত শাস্তি মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই।
২৪ জানুয়ারি ২০২৪, ১২:২৯

মুখ লুকিয়ে ভক্তদের সঙ্গে শাহরুখের অশোভন আচরণ (ভিডিও)
বলিউড সুপারস্টার শাহরুখ খান। বরাবরই ভক্তদের সঙ্গে ভালো আচরণ করতে দেখা যায় তাকে। এমনকি সময় করে নিয়মিতই তার মান্নাতের বারান্দায় এসে ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। তবে এবার ভক্তদের সঙ্গে একি কাণ্ড ঘটালেন শাহরুখ।       মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় দেখা যায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে। আর সেখানে পাপারাজ্জিদের সঙ্গে খুবই বাজে আচরণ করেন শাহরুখ। শুধু তাই নয়, এক পাপারাজ্জি সেলফি তুলতে চাওয়ায় রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। যা দেখে উত্তাল নেটদুনিয়া। ওই ভিডিওতে দেখা যায়, লিফট ভর্তি লোকজন। কালো রঙের হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছেন শাহরুখ। লিফট থেকে নামার পরই নিরাপত্তারক্ষীরা ছাতা ধরেন শাহরুখের মুখের সামনে। এ সময় সামনে হাঁটতে দেখা যায় তার ম্যানেজার পূজাকে। লিফট থেকে নামার পরই শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চান পাপারাজ্জিরা। কিন্তু বিরক্ত হয়ে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলিউডের এই বাদশাহ। এরপর সোজা গিয়ে নিজের গাড়িতে গিয়ে ওঠেন তিনি।   সাধারণত, ভক্তদের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করে থাকেন শাহরুখ। কিন্তু গতকাল যেভাবে একটি ফোন ধাক্কা দিয়ে সরিয়ে দেন, সেটা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। পাশাপাশি শাহরুখের এরকম রূঢ় আচরণে বিস্মিত নেটিজেনরা।  প্রিয় তারকার এমন আচরণ নিয়ে ব্যাপক হতাশাও প্রকাশ করেছেন কেউ কেউ। যদিও এখন পর্যন্ত কোনো কারণ ব্যাখ্যা করেননি শাহরুখ।      ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন সূত্র : টাইমস অব ইন্ডিয়া
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়