• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আল-আমিন
ডিপিএলে পেসার তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। এ ঘটনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুত্বর, তা এখনও জানা যায়নি। সিটি স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে। শনিবার (৩০ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের একপর্যায়ে বল হাতে আক্রমণে আসেন তাসকিন। এ সময়ে তার হালকা লাফিয়ে উঠা একটি বল ব্যাটিংয়ে থাকা আল-আমিনের মাথায় লাগে। মূলত বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন এই ব্যাটার। তবে তিনি ব্যর্থ হলে বলটি আল-আমিনের মাথায় আঘাত করে।  মুহূর্তেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন আল-আমিন। ফিল্ডিং দলও দৌড়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তবে সুস্থবোধ না করায় কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন আল-আমিন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  এর আগে, বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে ৪৯ ওভার করা হয়। তবে পুরোটা সময় ব্যাট করতে পারেননি গাজী গ্রুপ। ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানের পুঁজি পেয়েছে দলটি। দলটির হয়ে মারুফ সর্বোচ্চ ৬০ রান, হাবিবুর ৪১ এবং মাহফুজুর ২৬ রান করেছেন। অন্যদিকে আবাহনীর হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন, তাসকিন ও তানভীর।  
৩০ মার্চ ২০২৪, ১৪:৫৪

গফরগাঁওয়ে খুরের আঘাতে কিশোর নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে খুরের আঘাতে মুস্তাকিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যুবক আহত হয়েছেন।  শনিবার(১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদরাসা রায়হর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মুস্তাকিম চরশাখচুড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ও মাইক অপারেটর। জানা যায়, নিহত মুস্তাকিম আনসার নগর মাদরাসার মাহফিলে মাইকের অপারেটিংয়ের কাজ করতে যায়। কাজের ফাঁকে সন্ধ্যায় মাহফিলের সামনে মেলায় যায়। মেলার মধ্যে মুস্তাকিমের সঙ্গে চৌকা গ্রামের মুর্শেদ আলীর ছেলে সজল মিয়ার (২০) ঝগড়া হয়। একপর্যায়ে সজল মিয়া খুর দিয়ে মুস্তাকিমের কাঁধে ও বাম হাতে আঘাত করে। এ সময় দুজনের ঝগড়া মেটাতে এসে তারা মিয়া (১৯) ও বাবুল (২০) আহত হন। স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই মুস্তাকিমকে হাসপাতালে নিয়ে আসি। প্রচুর রক্তক্ষরণে মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যায়।  পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪০

মালদ্বীপে প্রধান কৌঁসুলিকে হাতুড়ি দিয়ে আঘাত
হাতুড়িপেটার শিকার হয়েছেন মালদ্বীপের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি। বুধবার মালেতে এই ঘটনা ঘটেছে৷ তিনদিন আগে দেশটির পার্লামেন্টে নজিরবিহীন মারামারির ঘটনা ঘটে। মালদ্বীপে নতুন সরকারকে ঘিরে চলছে রাজনৈতিক অস্থিরতা। সংসদ সদস্যদের নজিরবিহীন মারামারির পর এবার হাতুড়িপেটার শিকার হলেন সরকারের প্রধান কৌঁসুলি হোসেন শামীম। কর্মক্ষেত্রে যাওয়ার পথে তাকে অজ্ঞাত হামলাকারীরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আঘাতে তার বাম হাত জখম হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ফেসবুকে দেওয়া এক পোস্টে শামীম জানান, তিনি বাসায় ফিরে এসেছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন।অর্পিত দায়িত্ব পালনের বিষয়ে নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। তিনি আরও লিখেন, আমি আজ ভোরে হামলার শিকার হয়েছি...আমার বাম হাত ভেঙে গেছে। ঘটনার বিস্তারিত আর কিছু না জানালেও তিনি বলেছেন, দ্রুতই আরো শক্তিশালী হয়ে কাজে ফিরবো, দৌঁড়াবো, সাইকেল চালাবো এবং আগের চেয়েও দ্রুত সাঁতার কাটবো। এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মালদ্বীপের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি-এমডিপি। তবে পুলিশের সন্দেহ শামীমের সামলানো কোনো ফৌজদারি মামলার শত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে৷ ২০১৯ সালে এই আইনজীবী পদোন্নতি পেয়ে প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পান৷ হামলার তিনদিন আগে দেশটির পার্লামেন্টে অ্যাটর্নি জেনারেলসহ মন্ত্রীসভার তিনটি পদের রদবদল নিয়ে আইন প্রণেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা রোববার বিরোধী দলের আনা এই ভোট প্রতিহতের চেষ্টা চালান৷ সামাজিকমাধ্যমে সংসদ সদস্যদের মারামারির ভিডিও ছড়িয়ে পড়ে। এদিকে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতার কারণে ধর্ম, গৃহায়ণ ও অ্যাটর্নি জেনারেলের রদবদলের প্রস্তাব সোমবার পার্লামেন্টে পাস হয়েছে৷ শীর্ষ আইন কর্মকর্তার উপর হামলার সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে মেলেনি বলে জানিয়েছে পুলিশ। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু সোমবার জানিয়েছেন, তিনটি পদে নতুন করে নিয়োগ দেবেন তিনি৷ গত সেপ্টেম্বরে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন ভারত বিরোধী ও চীনঘেঁষা রাজনীতিবিদ মুইজ্জু৷ কিন্তু পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে তাকে৷ এই মুহূর্তে এমডিপিসহ তাদের জোটের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী মধ্য মার্চে পালার্মেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমডিপি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিশংসনের মুখোমুখি করার পরিকল্পনা করেছে তারা। তবে কিসের ভিত্তিতে সেটি করা হবে কিংবা এজন্য বিরোধীদের সবার সমর্থন মিলবে কি না তা এখনও নিশ্চিত নয়।
৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

ইউক্রেনে ফের বড় আঘাত হানলো রাশিয়া, নিহত ১৮
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এ হামলা চালানো এ হামলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।  বুধবারের (২৪ জানুয়ারি) এ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। এ ছাড়া রাজধানী কিয়েভে ২২ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন।  প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় বলেন, ‘সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া তার নিজের জন্য হুমকি বলে মনে করে। এই রাষ্ট্রটি একটি সন্ত্রাসী।’ রাশিয়ার সর্বশেষ এ হামলায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ। শহরটির মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, শহরের একটি ব্লক ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে। হামলার পর শহরের আকাশ আগুনে পোড়া কমলা রঙে পরিণত হয়। মূলত এই হামলায় একাধিক ধরনের রাশিয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শহরটি রাশিয়ান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় আকাশপথে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানো বেশ কঠিন। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে তেরেখভ জানিয়েছেন। এদিকে কিয়েভে সকালে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলা চলে। একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এক তরুণীকে টেনে বের করে আনা হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকারীরা ভেবেছিলেন তিনি মারা গেছেন, কিন্তু তিনি এখন হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে কিয়েভের সেন্ট্রাল সোলোমিয়ানস্কি এবং পশ্চিমের সোভিয়াতোশিনস্কি জেলায়।
২৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৫

শাল-গজারির বনে কুঠারের আঘাত
শাল বাংলাদেশের একটি পরিচিত গাছ। গোড়া থেকে চারা গজায় বলে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মানুষ শালকে চিনে গজারি নামে। সরকারিভাবে এ গাছ কাটা নিষিদ্ধ। এ জাতের মা গাছগুলো আগেই হত্যা করা হয়েছে। এখন বলি দেওয়া হচ্ছে শিশু চারাগুলোকে। এ বনে খুশি মনে চলছে কুঠারের আঘাত। কী দিন, কী রাত, প্রতিনিয়ত শাল গজারির বনে রক্ত ঝড়ছে। স্থানীয়রা জানায়, কুঠার বাহিনীর সঙ্গে নাকি সখ্যতা রয়েছে রক্ষকদের। দিনেও নাকি তারা চলেন চোখ বন্ধ করে। প্রকৃতির আর্শীবাদ এ বৃক্ষের ওপর এখন আঘাত চলছে অতীতের ন্যায় জোরেসোরে। টাঙ্গাইলের ঘাটাইলের সংরক্ষিত বনের শাল গজারি কাটার যেন উৎসব চলছে। এরই ধারবাহিকতায় গত শনিবার কাভার্ড ভ্যানের ভেতর থেকে ১০৫টি গজারি গাছের টুকরো জব্দ করে বন বিভাগ। ওইদিনই একটি মিনিট্রাক ভর্তি গজারি এবং আকাশমণির ২১৭ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।  বন বিভাগের ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলায় বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭১১ একর। ৯০ এর দশকে সামাজিক বনায়ন নামে বন বিভাগের কর্মসূচিটি আঘাত হানে প্রাকৃতিক এ বনে। ফলে দেশীয় বৃক্ষের স্থানে ধীরে ধীরে জায়গা দখল করে নেয় বিদেশী বৃক্ষ। প্রাকৃতিক অন্যসব গাছের সঙ্গে বনে রাজত্ব করা শাল গজারিও এ বন থেকে প্রায় বিলুপ্তির পথে। যা কিছু অবশিষ্ট আছে তাও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আর এর জন্য এলাকাবাসি দায়ী করলেন বন বিভাগের লোকসহ অসাধু কাঠ ব্যবসায়ি এবং কাঠচোর চক্রকে।  স্থানীয়দের ভাষ্য, এই তিন শ্রেণির লোকই নাকি একই মায়ের গর্ভের সন্তান। একটা সময় কাঠচোর চক্র রাতের আঁধারে এ গাছ কাটত।  সরেজমিনে বন বিভাগের বটতলা ও ঝড়কা বিটের অন্তর্গত বগা, খাগরাটা, কুশারিয়া ও ছনখোলা এলাকায় গিয়ে দেখা যায়, লোকচক্ষুর আড়ালে নয়, প্রকাশ্যে খুশি মনে, নির্ভয়ে এক শ্রেণির লোক নিষিদ্ধ বৃক্ষ বিশুদ্ধ ভেবে কেটে যাচ্ছে। বটতলী ও ঝড়কা বিট অফিসের ছনখোলা ও কুশারিয়া এলাকা থেকে গত শনিবার একটি কাভার্ডভ্যান বোঝাই গজারি গাছ এবং মিনিট্রাক বোঝাই গজারি এবং আকাশমনির জ্বালানি কাঠ জব্দ করে বন বিভাগ।  বন বিভাগের ওই দুই বিটের দায়িত্বে আছেন হেলাল উদ্দিন। তিনি বলেন, কাভার্ডভ্যানটি বটতলি বিটের ছনখোলা এলাকা থেকে আটক করা হয়। তবে ভ্যানের চালক বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। কাভার্ডভ্যানে গজারি গাছ ছিল ১০৫টি। অপরদিকে একইদিন ঝড়কা বিটের কুশারিয়া এলাকা থেকে মিনিট্রাক বোঝাই গজারি এবং আকাশমনির জ্বালানি কাঠ আটক করা হয়। যাতে ২১৭ ঘনফুট জ্বালানি কাঠ ছিল। এ ব্যাপারে আব্দুল হালিম নামে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মালামালসহ দু’টি গাড়িই জব্দ করে ধলাপাড়া রেঞ্জ অফিসে রাখা আছে।  হেলাল উদ্দিন আরও জানান, ৩ জানিুয়ারি বটতলি বিটের অধিনে বড় আকারের আরও সাত টুকরো গজারি গাছ আটক করা হয়।  জানা যায়, শাল গজারি বন সুরক্ষিত রাখতে ২০১৯-২০ অর্থ বছরে সরকার সুফল প্রকল্প চালু করে এ উপজেলায়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ বলেন, প্রাকৃতিক বন রক্ষায় বেলা কাজ করে যাচ্ছে। এরই মধ্যে মধুপুরের শালবন রক্ষায় হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। রিট পিটিশনের জন্য মহামান্য আদালত একটি নির্দেশনা জারি করেছেন। তথ্য প্রমান পেলে ঘাটাইলের বন রক্ষায়ও একই কাজ করা হবে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, শালবন হচ্ছে আমাদের ঐতিহ্য। জীববৈচিত্রের ব্যালেঞ্চ রক্ষার জন্য শালবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জন্য এই ধরনের শালবন সৃজন করা অনেকটাই অসম্ভব। তাই এ বন রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।  ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদ রহমান গজারি গাছ জব্দ করার কথা স্বীকার করে বলেন, বন বিভগের জনবল কম। এ গাছ রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। 
১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়