• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করে বন্ধর কর্তৃপক্ষ। এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এসময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বন্দ থাকলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
১৫ এপ্রিল ২০২৪, ১০:৪৫

আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার (৬ এপ্রিল) পাঁচ দিনের ছুটি ঘোষণার এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
০৬ এপ্রিল ২০২৪, ১১:০৩

আখাউড়া রেলস্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আখাউড়া রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ওই বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল। আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল বলেন, সকালে রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিকে ভিক্ষুক বলে ধারণা করছেন স্থানীয়রা।
১৯ মার্চ ২০২৪, ১৬:০১

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র শবেবরাত উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।  তিনি আরও জানান, রোববার পবিত্র শবেবরাতের নামাজ হওয়ায় সোমবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পরদিন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু থাকবে। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ ভূঁইয়া জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮

আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১০ টন আদা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ভারত থেকে প্রায় ১০ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদা নিয়ে একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের জন্য কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হাসান এন্টারপ্রাইজ। আখাউড়া স্থলবন্দর ট্রাফিক মো. রোকনুজ্জামান জানান, হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি।  আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫০

আরটিভিতে সংবাদ প্রচার, আখাউড়া বন্দরের ২ কর্মকর্তা ক্লোজড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুই কাস্টমস কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই দুই কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর আসাদুজ্জামান ফারুক ও শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পালকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে এক আদেশের মাধ্যমে আসাদুজ্জামান ফারুককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সদর দপ্তর কুমিল্লা জনপ্রশাসন শাখায় সংযুক্ত করা হয়। অপরদিকে শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পালকে ঢাকায় তার সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত করা হয়েছে। কুমিল্লা সদর দপ্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অতিরিক্ত কমিশনার মো. আব্দুল মান্নান সরদারের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের সংযুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে নানা উপায়ে টাকা আদায় করা হয়। টাকা না দিলে করা হয় হয়রানি। আসাদুজ্জামান ফারুক ও শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পাল এ দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে এক পাসপোর্টধারী যাত্রীকে মাদক চোরাচালানের প্রস্তাব দেয়ারও অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও আসে আরটিভির হাতে। পরে অনিয়ম-দুর্নীতি নিয়ে আরটিভিতে প্রতিবেদন প্রচার করা হয়। অবশেষে মঙ্গলবার বিকালে এক আদেশের মাধ্যমে তাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
২৩ জানুয়ারি ২০২৪, ১৮:২৩

তিনদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে। শনিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া। এ বিষয়ে স্থলবন্দরটির আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নির্বাচনের জন্য ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ইন্দো-বাংলা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪০

আখাউড়ায় পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
অবসরের বিষন্নতা কাটিয়ে ৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন আখাউড়া থানার পুলিশ সদস্য মো. মুজিবুল আলম ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন আখাউড়া থানার ওসি নূরে আলম। বুধবার (৩ জানুয়ারি) সকালে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মুজিবুল আলম ভূইয়া'র জন্য এই বিদায় সংবধর্নার আয়োজন করেন। পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ এর গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে কর্মস্থল থেকে তার নিজ বাস ভবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে পৌঁছে দেওয়া হয়। এর আগে সহকর্মীরা ভালবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এ সময় এক আবেগঘন মূহুর্তের সৃষ্টি হয়। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ওসির এমন আয়োজনে খুশিতে আত্মহারা পুলিশ কনস্টেবল মুজিবুল আলম ভূইয়া। এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।  আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, ‘একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকী জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা।’ বিদায় সংবর্ধনায় আখাউড়া থানার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়