• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
মধ্যপ্রাচ্যের যেসব দেশের আকাশসীমা বন্ধ
ইরানের ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যের বহু দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে অনেক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বে নাগাদ বিমান চলাচল শুরু হবে তা অস্পষ্ট। রোববার (১৪ এপ্রিল) ইরানের ও ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। খবর আল জাজিরার। ইসরায়েলে ইরানের হামলার জেরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে লেবানন, ইরাক, সাইপ্রাস ও সিরিয়া । এদিকে, ইরানের হামলার পর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোও ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, তারা তাদের কিছু ফ্লাইট বাতিল ও বাকিগুলো পুনরায় রুট চালানোর ঘোষণা দিয়েছে। এয়ারলাইনটির এক মুখপাত্র বলেছেন, ‌আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সাম্প্রতিক আকাশসীমা বন্ধের পরে গ্রাহকদের ন্যূনতম বিঘ্ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ রোববার জর্ডান ও ইসরায়েলগামী ফ্লাইট বাতিল করেছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল আবিবগামী ও সেখান থেকে ফ্লাইট স্থগিত করেছে সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস। জার্মান বিমান সংস্থা লুফথানসার মালিকানাধীন সুইস জানিয়েছে, তাদের সব বিমান ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলছে। লুফথানসা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সর্বশেষ অস্থিরতার কারণে তারা অন্তত সোমবার পর্যন্ত আম্মান, বৈরুত, ইরবিল এবং তেল আবিবের ফ্লাইট স্থগিত করছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জার্মান এয়ারলাইনটি বলেছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল, জর্ডান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলার বিষয়টিও নিশ্চিত করবে তারা। লুফথানসা গ্রুপের অংশ অস্ট্রিয়ান এয়ারলাইন্স ১৮ এপ্রিল পর্যন্ত তেহরানের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। এয়ারলাইনটি এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে দূরপাল্লার রুটগুলোও সেই অনুযায়ী রুট পরিবর্তন করা হবে। ইসরায়েলের এল আল এয়ারলাইন রোববারের ২০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী দুটি এল আল ফ্লাইট ব্যাংককের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের অবহিত না করা পর্যন্ত বিমানবন্দরে আসতে মানা করেছে বিমান সংস্থাটি। শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসি। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও রকেট হামলা চালানো হয়। ইসরায়েল বলছে, তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।  
১৫ এপ্রিল ২০২৪, ০০:০৬

আকাশসীমা খুলে দিল ইসরায়েল ও জর্ডান
ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সাত ঘণ্টা পর নিজ নিজ আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল ও জর্ডান। রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ইসরায়েল তাদের আকাশসীমা খুলে দেয়। খবর রয়টার্স। ইসরাইলি এয়ারলাইনগুলোর পক্ষ থেকে বলা হয়, কয়েক ঘণ্টা আকাশসীমা বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই তেল আবিব থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়বে। তাই আকাশপথে ভ্রমণকারীদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময়সূচি দেখে নিতে বলা হয়েছে। ইসরায়েলে পতাকাবাহী ইআই এআই নতুন ট্যাব খুলেছে। তারা বলেছে, বিমান পরিবহণ কার্যক্রম শুরু করেছে এবং যত দ্রুত সম্ভব ফ্লাইটের সূচিতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা নিরসনের চেষ্টা করছে। আকাশপথে যোগাযোগ সুরক্ষিত রাখতে ইআই এআই যথাসাধ্য ফ্লাইট কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এয়ারলাইনটি ইউরোপ, দুবাই ও মস্কোগামী ১৫টি ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েল থেকে এসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া ব্যাংকক ও ফুকেট থেকে ইসরাইলগামী দুটি ফ্লাইট ফিরে গেছে। ইসরায়েলের এয়ারলাইন আর্কিয়া বলেছে, প্রাথমিকভাবে এথন্স, মিলান ও জেনেভাগামী ফ্লাইট স্থগিত করেছে তারা। তাদের ফ্লাইট সূচি ঠিকঠাক করার চেষ্টা করছে। বিদেশি এয়ারলাইনগুলোর অধিকাংশ ফ্লাইটও বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরান হামলা করতে পারে এমন শঙ্কায় জর্ডান শনিবার রাতে সব ধরনের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। পরে জর্ডান বিমান পরিবহণ কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। প্রসঙ্গত, সিরিয়ায় কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডারসহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। এরপর শনিবার রাতে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজের’ আওতায় ইসরাইলে হামলা চালায় ইরান। পাঁচ ঘণ্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে, দামেস্কে তাদের কনস্যুলেটে হামলার প্রতিশোধে প্রতিশ্রুতি অনুযায়ী সীমিত আকারে এ হামলা করা হয়েছে। হামলায় ব্যালিস্টিক ও ক্রুড ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

আকাশসীমা লঙ্ঘন না করতে মিয়ানমারকে বাংলাদেশের সতর্কবার্তা
মিয়ানমার বিমানবাহিনীর কোনো যুদ্ধবিমান বা হেলিকপ্টার যাতে বাংলাদেশের আকাশ সীমানায় প্রবেশ না করে, এ বিষয়ে দেশটিকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়। এ সময় তার হাতে প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অনুবিভাগ) মিয়া মো. মাইনুল কবির। মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসা গোলার (মর্টার শেল) আঘাতে দুজন নিহত হওয়ার ঘটনা প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রাণহানি বা সম্পত্তির জন্য ক্ষতিকারক এমন কোনো ধরনের অগ্রহণযোগ্য কর্মকাণ্ড বন্ধে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাখাইন থেকে আর কোনো বাস্তুচ্যুতকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। মিয়ানমার বিমানবাহিনী সীমান্তের খুব কাছে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং তারা যেন বাংলাদেশ সীমানায় না প্রবেশ করে, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত দ্রুততার সঙ্গে বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তার সরকারকে অবহিত করবেন বলে জানান। এ ছাড়া বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি সদস্যদের দ্রুততার সঙ্গে ফেরত নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়