• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
আইফোন ১৬ সিরিজের নতুন ফিচার ফাঁস
আইফোন মানেই মোবাইল ফোন গ্রাহকদের কাছে আকর্ষণীয় বস্তু। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। আধুনিক সময়ে কম্পিউটারে করা যায় এমন প্রায় সব কাজই সহজেই হাতে থাকা আইফোনে করা সম্ভব হয়। আবার বিশেষ করে ছবি ও ভিডিওর মানেরও বিষয় রয়েছে। কোম্পানিটি প্রতি বছর নতুন সিরিজের ফোন ছাড়ে বাজারে। নতুন নতুন ফিচার ও সুবিধা যুক্ত করে গ্রাহকদের জন্য এসব ফোন রিলিজ করে আইফোন। কিন্তু সম্প্রতি আইফোন ১৬ প্রোর ডিজাইনের একটি সিএডি (কম্পিউটার এইডেড ডিজাইন) ফাইল অনলাইনে ফাঁস হয়েছে। যা থেকে অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ মডেলটিতে কী থাকতে পারে তার একটি আভাস পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, কিছু ছোটখাটো পরিবর্তন বাদ দিলে আইফোন ১৬'র ডিজাইন অনেকটা আইফোন ১৫'র মতো একই থাকবে। এর আগে, পেছনের ক্যামেরা প্ল্যাটফর্মের ডিজাইনের একটি ত্রিভুজাকার বিন্যাসে পরিবর্তন আনার গুজব উঠলেও ফাঁস হওয়া ফাইলগুলো থেকে দেখা যায় আইফোন ১৫ প্রোতে দেখা সেই পরিচিত থ্রি-লেন্স ডিজাইনটিই অক্ষুণ্ণ রাখা হয়েছে। তবে ফাঁস হওয়া ফাইলগুলোতে একটি উল্লেখযোগ্য নতুন সংযোজন দেখা যায়। ১৬'র ডিজাইনে ডানদিকে পাওয়ার বাটনের নীচে যুক্ত করা হয়েছে নতুন একটি ক্যাপচার বাটন। এর মাধ্যমে ছবি ক্যাপচার করতে আর স্ক্রীনে ট্যাপ করার প্রয়োজন পড়বে না। এটি ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও সহজ করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ক্যাপচার বাটনের সম্পূর্ণ ফাংশন বা ক্ষমতা এখনও রহস্যে আবৃত, তবুও ধারণা করা হচ্ছে, বাটনটি হালকাভাবে ট্যাপ করলে ফোকাস ট্রিগার হবে এবং সম্পূর্ন চাপলে ফটো ক্যাপচার হবে। অনেকটা প্রথাগত ক্যামেরার শাটার বাটনের মতোই। প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম ৯১মোবাইলসের তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রোর সঙ্গে আইফোন ১৫ প্রোর বেশ কিছু সাদৃশ্য থাকবে। পার্থক্যের মধ্যে আইফোন ১৬ প্রো এর পূর্বসূরীর চেয়ে আকারে সামান্য বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর দৈর্ঘ্য ১৪৯ দশমিক ৬, প্রস্থ ৭১ দশমিক ৪ এবং পুরুত্ব ৮ দশমিক ৪ মিলিমিটার হতে পারে। অপরদিকে, এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ ইঞ্চি নাকি ৬ দশমিক ৩ ইঞ্চি হবে তা নিয়ে এখনও বিতর্ক চলছে। ৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, নতুনভাবে প্রকাশিত ডাইমেনশন এবং কাচের চারপাশে পাতলা বেজেল প্রদর্শনের কারণে তারা মনে করছেন এটি ৬ দশমিক ৩ ইঞ্চি হবে। এছাড়া আইফোন ১৬ প্রো একটি ৫এক্স টেট্রা প্রিজম টেলিফোটো ক্যামেরা নিয়ে আসতে পারে। যা ফোনটির জুম করার ক্ষমতা আরও বাড়াবে। এর বাইরে, স্মার্টফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৩ হাজার ৩৫৫ এমএএইচ ব্যাটারি থাকারও গুঞ্জন উঠেছে। তবে এর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সম্পর্কিত কোনো তথ্য এখনও জানা যায়নি। অ্যাপল সাধারণত সেপ্টেম্বরে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন আইফোন মডেলগুলো উন্মোচন করে থাকে। আশা করা হচ্ছে, এবারের ইভেন্টে আইফোন ১৬ প্রোর পাশাপাশি চতুর্থ প্রজন্মের আইফোন এসই এবং অ্যাপল ওয়াচ এক্স-ও উন্মোচন করবে অ্যাপল।
০৮ এপ্রিল ২০২৪, ১৬:১০

কুড়িয়ে পাওয়া আইফোন ফিরিয়ে দিলেন দিনমজুর
পাবনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া দামি আইফোন প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন দিনমজুর রিয়াজ সরদার (৫৫)। তার এমন সততা প্রশংসিত হয়েছে এলাকায়। শনিবার (২ মার্চ) বিকেলে জেলার ঈশ্বরদী উপজেলার বাঘইল ভাঙচুর মোড়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষার্থী নাফিস ইলতিমাস অহিন (২২) সকালে মোটরসাইকেলে ঈশ্বরদী স্টেডিয়াম সড়ক দিয়ে রুপপুর যাওয়ার সময় প্যান্টের পকেট থেকে শখের আইফোন-১১ পড়ে যায়। অহিন পরে অনেক খোঁজাখুঁজির পর ফোনটি না পেয়ে তার হারিয়ে যাওয়া ফোন নম্বরে কল দেন। অন্যদিকে দিনমজুর রিয়াজ সরদার নামে ব্যক্তি জানান ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। রিয়াজ সরদার জানান, তিনি রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় উমিরপুর মতি সড়কের কাছে রাস্তার পাশে মোবাইলটি পড়ে থাকতে দেখে তা তুলে নেন। প্রকৃত মালিকের সন্ধান পেলে ফেরত দেবেন বলে সিদ্ধান্ত নেন এবং বিকেলে তা ফেরত দেন। প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি ফেরত দিতে পেরে তিনি খুশি।  মোবাইল ফোনটির মালিক নাফিস ইলতিমাস অহিন বলেন, খুব শখের ফোনটি হারিয়ে যাওয়ায় মনটা খুব খারাপ হয়েছিল। ওই ব্যক্তি ফোনটি আমাকে ফেরত দিয়েছে। এমন সৎ মানুষ আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর।   
০৩ মার্চ ২০২৪, ০৪:২৪

ফোল্ডিং আইফোন তৈরি করবে অ্যাপল
অনেক আগেই ফোল্ডিং স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। বলতে গেলে ফোল্ডিং মোবাইল ফোনের রাজ্যে স্যামসাংই রাজা। অ্যাপল অনেক আগে থেকেই কাজ করছে ফোল্ডিং আইফোন নিয়ে। মূলত এ ধরনের ফোনের বাজার ধরার জন্য অ্যাপলও আইফোনের কমপক্ষে দুটি মডেল আনছে, যেগুলো ঝিনুকের খোলকের মতো অনুভূমিকভাবে ভাঁজ করা যাবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে দাবি করা হয়, ফোল্ডিং আইফোনের প্রোটোটাইপ তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল। দ্য ইনফরমেশনের তথ্যানুসারে, ফোল্ডিং আইফোনগুলো দেখতে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনগুলোর মতোই হবে। তবে ২০২৪ বা ২০২৫-এর  মধ্যে এগুলো বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে না। স্যামসাংয়ের মতো বাহ্যিক ডিসপ্লেসহ একটি ফোল্ডিং আইফোন তৈরি করতে চায় অ্যাপল। তবে অ্যাপলের ডিজাইনিং দল এই ব্যাপারে প্রাথমিক পর্যায়ে কিছু বাধার সম্মুখীন হয়েছে। এ ধরনের ডিভাইস বেশ ভঙ্গুর হতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আইফোনের অন্যান্য মডেলে ব্যবহৃত ব্যাটারি ও ডিসপ্লের অন্যান্য উপকরণের কারণে ফোল্ডিং ফোনটির সঠিক আকার নির্ধারণে সমস্যায় পড়ছেন তারা। দ্য ইনফরমেশনের প্রতিবেদনে আরও জানানো হয়, অ্যাপল অন্তত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন আকারের ফোল্ডিং আইফোন নির্মাণের জন্য উপকরণ সংগ্রহ বিষয়ে আলোচনা করেছে। ফোল্ডিং আইফোনের পাশাপাশি অ্যাপল একটি ফোল্ডিং ট্যাবলেট তৈরিতেও আগ্রহ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে ট্যাবলেটটির আকার অনেকটা আইপ্যাড মিনির মতো হবে এবং এতে আট ইঞ্চি ডিসপ্লে থাকবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২২

নিরাপত্তাঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা 
বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বেশ কয়েকটি সংস্করণে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস ও ওয়াচওএস। এ ত্রুটি কাজে লাগিয়ে দুর থেকেই আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। সেই সঙ্গে ফিশিংয়ের মতো সাইবার হামলাও চালাতে পারে। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা) বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করেছে। সিসা এজেন্সির তথ্যমতে, অ্যাপলের তৈরি সব অপারেটিং সিস্টেমেই নিরাপত্তাত্রুটি রয়েছে। ক্ষতির মাত্রা বিবেচনায় এটিকে ‘ভয়ংকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।  জানা গেছে, ‘সিভিই-২০২২-৪৮৬১৮’ নামের এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে দ্রুত দূর থেকে কোড যুক্ত করে ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারবে হ্যাকাররা। সেই তথ্য দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারবে তারা । ‘আইওএস ১৬.২’ ও ‘আইপ্যাড ১৬.২’ ওএসের আগের সব সংস্করণে চলা আইফোন ও আইপ্যাড যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে। সেই সঙ্গে ‘ম্যাকওএস ভেনচুরা ১৩.১’, ‘ওয়াচওএস ৯.২’ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণ ব্যবহারকারীরাও নিরাপত্তাহীনতার আওতায় আছেন।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮

স্বর্ণার আইফোন ও ডলার চুরির অভিযোগে আরেক ক্রিকেটারের স্বামী গ্রেপ্তার
বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ একটি ব্যাগ চুরির অভিযোগ করেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য স্বর্ণা আক্তার। এই অভিযোগে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। তবে অভিযোগটি আনা হয়েছে আরেক ক্রিকেটারের স্বামীর বিরুদ্ধে। দিনাজপুর থেকে আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি আভিযানিক দল।  বুধবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ঘটনার পর র‍্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি আল-আমিন ঢাকা থেকে পালিয়ে দিনাজপুরে আত্মগোপন করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।  অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান ক্রিকেটার নুঝহাত তানিয়ার স্বামী। স্বর্ণা ও তানিয়া ঢাকার পূর্ব রাজাবাজারের একই ফ্ল্যাটে থাকেন। চুরির অভিযোগে সোমবার আল-আমিন দেওয়ান আযানের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেন স্বর্ণা। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব রাজাবাজারের ওই ফ্ল্যাটে স্বর্ণা, তানিয়াসহ মোট চারজন থাকেন। তানিয়ার সঙ্গে ১২ দিন আগে বিয়ে হয় আল-আমিন দেওয়ান আযানের। মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তার তিন রুমমেট।  বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন থার্টিন-প্রো এবং আইফোন থার্টিন মিনি খুঁজে পাননি।  এই নারী ক্রিকেটার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ারড্রবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়