• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। মঙ্গলবার (৯ এপ্রিল) ইংল্যান্ডে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও স্পেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইমের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কার। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও স্পেনের ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের প্রথম লেগে হামলার হুমকি আইএস। চলতি সপ্তাহে এই আসরের   কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচের আয়োজক দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ হুমকি দিয়েছে ইসলামিক স্টেট। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইম তাদের এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেডিয়ামগুলোর নামসহ বন্দুকধারী এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে তাদের সবাইকে মেরে ফেলা হবে (কিল দেম অল)। তবে তিন দেশের সরকারই জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। এ জন্য বাড়তি সতর্কতা জারির প্রয়োজনীয়তা নেই।  এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচগুলো আয়োজিত হবে।  এতে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে আমরা অবগত এবং সংশ্লিষ্ট ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সবগুলো ম্যাচ নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, রাত ১টা, সান্তিয়াগো বার্নাব্যু। আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম। আগামীকালের ম্যাচ পিএসজি-বার্সেলোনা, কাল রাত ১টা, পার্ক দ্য প্রিন্সেস। আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড, কাল রাত ১টা, ওয়ান্দা মেত্রোপলিতানো।  
০৯ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ১৪৩ জন নিহত হয়। পরে ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে)। এবার তাদের ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি।  শনিবার (২৩ মার্চ) হামলাকারীদের চার সদস্যের ছবি প্রকাশ করেছে তারা। খবর বার্তা সংস্থা এএফপির। ছবি প্রকাশ করে আইএস বলেছে, কনসার্ট হলে হামলা চালিয়েছে এই চারজন। ছবিটি ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’-এর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে। আমাক এক বিবৃতিতে বলেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে ইসলামিক স্টেটের তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলা করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করলেও এর সঙ্গে ইউক্রেনের যোগসূত্র খুঁজছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারী চার ব্যক্তি ইউক্রেনের দিকে পালিয়ে যাচ্ছিল। তারা সীমান্ত অতিক্রম করার আশা করছিল। পুতিন এই হামলাকারীদের ‘শত্রু’ এবং তাদের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, যেসব রাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পরাজিত করতে চায়, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে রাশিয়া প্রস্তুত। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বরাত দিয়ে রোববার (২৪ মার্চ) ক্রেমলিন জানিয়েছে, এই হামলায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ইউক্রেনে যোগাযোগ ছিল। গ্রেপ্তারকৃতদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে। তবে ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এর আগে, শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল। বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করেছে। সূত্র : বিবিসি  
২৪ মার্চ ২০২৪, ১১:৪৩

মস্কো হামলার দায় স্বীকার করেছে আইএস
রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সংঘটিত বন্দুক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার এ হামলায় ৬০ জনের মৃত্যু ও অন্তত ১৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  ঘটনার পরপরই নিজস্ব সংবাদ সংস্থার মাধ্যমে এক বার্তা দিয়ে হামলার দায় স্বীকার করেছে আইএস। খবর সিএনএনের।  রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একদল বন্দুকধারী জনাকীর্ণ কনসার্ট হলে ঢুকে তাদের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তথ্যমতে, হামলাকারীরা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়, যাতে ভবনের ছাদে আগুন ধরে যায়। এরপর একটি সাদা রেনল্ট গাড়িতে করে পালিয়ে যায় তারা। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে তৎপরতা চালানোর পর নিয়ন্ত্রণে আসে ওই আগুন। কিন্তু আগুনে আংশিকভাবে ধসে পড়ে হলের ছাদ।  এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চলতি মাসের শুরুর দিকেই রাশিয়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করেছিল দেশটির মার্কিন দূতাবাস। পাশাপাশি ভীড় এড়িয়ে চলার জন্য দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছিল দূতাবাসের পক্ষ থেকে।  শুক্রবার ক্রোকাস সিটি হলে হামলার এ ঘটনার পর এবার মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছেন তারা।    
২৩ মার্চ ২০২৪, ১০:৩০

আসামে দুই আইএস জঙ্গি গ্রেপ্তার
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা দুজনই ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)-মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন। বুধবার (২০ মার্চ) ভোরে ধুবড়ির ধর্মশালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জঙ্গির নাম হরিশ আজমল ফারুকি ওরফে হরিশ আজমল ফারুখি ও অনুরাগ সিং ওরফে রেহান। ফারুকি উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা এবং অনুরাগ সিং হরিয়ানার পানিপথের বাসিন্দা। অনুরাগ সিং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার স্ত্রী বাংলাদেশি নাগরিক। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও এর সহযোগী এজেন্সিগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসটিএফের একটি দলকে ধুবরি সেক্টরে ওই ‍জঙ্গিদের গ্রেপ্তার করে। তারা ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন। আসাম পুলিশের মুখ্য জনসংযোগ কর্মকর্তা প্রণবজ্যোতি গোস্বামী জানিয়েছেন, গ্রেপ্তার দুই জঙ্গিকে গুয়াহাটিতে এসটিএফ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
২১ মার্চ ২০২৪, ১২:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়