• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
আট গান নিয়ে রুমনের আট মিনিটের অভিনব অ্যালবাম
দুই যুগের বেশি সময় ধরে পেশাদার সংগীতের চর্চা চালিয়ে যাচ্ছেন পার্থিব ব্যান্ডের অন্যতম সদস্য রুমন। তবে মাঝে কিছু সময়ের জন্য গান প্রকাশে অনিয়মিত ছিলেন তিনি। ২০২০ সালে ‘ঝাপসা’ গান প্রকাশের মাধ্যমে ফের নিয়মিত হন সংগীত জগতে। একের পর এক নতুন গান নিজের প্ল্যাটফর্মে প্রকাশ করতে থাকেন। এবার আট গান নিয়ে আট মিনিটের অভিনব এক অ্যালবাম প্রকাশ করলেন রুমন। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ‘অপ্রচলিত’ নামের অ্যালবামটি প্রকাশ করেন রুমন। আটটি গান নিয়ে তৈরি করে হয়েছে অ্যালবামটি। এর দৈর্ঘ্য আট মিনিট। শুধু তাই নয়, অ্যালবামটিতে আলাদা আলাদা গল্পের ভিডিও রয়েছে। আর এই অ্যালবামটি দিয়ে সবার সামনে নতুন ভাবনার পরিচয় করালেন রুমন। রুমনের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শোনা যাবে গানগুলো। রুমনের এই উদ্যোগকে স্বাগত জানাতে প্রকাশনা অনুষ্ঠানে ব্যান্ড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন— মাকসুদুল হক, ফুয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ, লাবু রহমান, মানাম আহমেদ, টিপুসহ অনেকেই। এ প্রসঙ্গে রুমন বলেন, এক মিনিট দৈর্ঘ্য বা তারও কম সময়ের গান থাকতে পারে। আছেও নিশ্চয়ই। কিন্তু আটটি গান দিয়ে আট মিনিটের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম পৃথিবীতে এর আগে হয়েছে বলে আমার জানা নেই। সে জন্যই অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘অপ্রচলিত’। প্রকাশের জন্যও ২৯ ফেব্রুয়ারি দিনটি বেছে নেওয়ার কারণ— এটা বিশেষ দিন, চার বছর পরপরই একবার আসে। জানা গেছে, সংগীতজীবনের শুরুতে ইগনিয়াস ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকলেও পার্থিব ব্যান্ড দিয়ে শ্রোতা-দর্শকদের মনে জায়গা করে নেন রুমন। তিন দশকের বেশি সময় ধরে ব্যান্ডের রেকর্ডিং এবং স্টেজ শোর পাশাপাশি টুকটাক বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রের গানেও কাজ করেছেন রুমন। অ্যালবামের দৈর্ঘ্য মাত্র আট মিনিট হলেও এটি তৈরি করতে এক মাসেরও বেশি সময় লেগেছে। তবে গেল বছরের মাঝামাঝিতেই রুমনের মাথায় এই ভাবনাটা এসেছিল। সেই গল্পটা উল্লেখ করে রুমন বলেন, গেল বছরের একদিন ড্রামার ও ছোট ভাই সামিউল মাশুক এন্টনি কথায় কথায় আমাকে বলে, আমাকে গানের একটা প্রজেক্ট তৈরি করতে বলে। যেখানে সব গানের ডিউরেশন হবে এক মিনিটের। যদিও সেসময় আমি হেসে উত্তর দিয়েছিলাম, করাই যায়। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা তখন সিরিয়াসলি নেইনি আমি। এর বা দুই-এক মাস পর গীতিকবি বাপ্পী খান ভাইয়ের ওয়ালে একটা ছোট্ট লেখা— ‘এই মেঘলা সুন্দরী রাতে’ দেখি। লেখাটা ভীষণ ভালো লাগে। সুর করি সঙ্গে সঙ্গেই। বাপ্পী ভাইকে পাঠাতেই তিনিও ভীষণ পছন্দ করেন। এই গায়ক আরও বলেন, তখনই এন্টনির সেই ভাবনা আবার মাথায় আসে। শুরু হয় এই প্রজেক্ট। বাপ্পী ভাইয়ের ছোট ছোট লেখায় আমি একের পর এক সুর করতে থাকি। সঙ্গে যোগ হতে থাকে গালিব, মারুফ আর মেঘলার লেখা। সেই অনেকগুলো গান থেকে আটটা বেছে নিয়ে তৈরি হয় ‘অপ্রচলিত’ অ্যালবামটি। গানকে এক মিনিটে আনার জন্য কোনো লেখাকেই সামান্যতম কাটছাঁটও করা হয়নি। এতটুকুই ছিল প্রতিটি লিরিক।   ‘অপ্রচলিত’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো— ‘অন্য ভুবন’, ‘ঝুম’, ‘একটি প্রেমের গল্প’, ‘সে তুমি আর কে?’, ‘প্রসঙ্গ প্রিয়তম’, ‘জলের সিঁড়ি’, ‘নিদারুণ গুনগুন’ ও ‘মেঘলা সুন্দরী রাতে’। অ্যালবামটি নিয়ে রুমন আরও বলন, ‘প্রতিটি গানের আলাদা আলাদা ধাঁচের, শ্রোতা-দর্শকদের নিয়ে যাবে আলাদা ভাবনায়। কখনো জীবনের গভীরে মগ্ন, কখনো ঝুম বৃষ্টিতে বাস্তবে ফেরা। এর মধ্যেই শেষ হবে পুরো অ্যালবাম!’
০২ মার্চ ২০২৪, ১৩:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়