• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কারাগারে অ্যান্ড্রয়েড ফোন, কারারক্ষী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর পূর্ব টাওয়ারে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার অপরাধে এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তিনি কারাভ্যন্তরে বন্দির নিকট ওই ফোন হস্তান্তরের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে জানা যায়। শুক্রবার (১ মার্চ) দুপুরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ। বরখাস্তকৃত কারারক্ষী হলেন, মো. মাহফুজ হাসান ওরফে রনি। কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর পূর্ব টাওয়ারে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি পালন করেন মাহফুজ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান কারাভ্যন্তরে কোনো একজন বন্দির সাথে পূর্ব হতে যোগাযোগ থাকায় তাকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেয়ার জন্য নিয়ে আসে। পরে কারারক্ষী গাজীউর রহমান অন্যদের সহযোগিতায় ওই টাওয়ারে তল্লাশি চালায়। সেখানে কর্তব্যরত কারারক্ষীর দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ইউএসবি চার্জার ক্যাবল উদ্ধার করে। কাশিমপুর কারাগার পার্ট-২ এর সুপার আমিরুল ইসলাম জানান, মোবাইল কারাভ্যন্তরে বন্দির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
০২ মার্চ ২০২৪, ১১:২১

ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তাসহ যা আছে অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে
উন্মুক্ত করা হয়েছে স্মার্ট ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫-এর ডেভেলপার প্রিভিউ। এতে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে সংযোজন-বিয়োজন ও উন্নতির বিষয়টিও স্পষ্ট হয়েছে। শীঘ্রই  দেখা মিলবে নতুন এ সংস্করণের। জেনে নিন নতুন এ সংস্করণে যেসব সংযোজন-বিয়োজন থাকছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজারে যুক্ত হয়েছে নতুন এপিআই। এর ফলে অ্যাপ ফাইলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। ক্যামেরা টুল আরও উন্নত অ্যান্ড্রয়েড ১৫ ক্যামেরা পারফরম্যান্সের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কারণ, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্যামেরাই সব। জানা গেছে, ইন-অ্যাপ ক্যামেরা কন্ট্রোলের সঙ্গে পাওয়ারের সমন্বয় করা হয়েছে। বিশেষত ভার্চুয়াল মিডি ২.অ ডিভাইস সাপোর্ট ক্যামেরার বড় উন্নতি করা হয়েছে। প্রাইভেসি স্যান্ডবক্সের আপডেট অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে প্রাইভ্যাসি স্যান্ডবক্সে কিছুটা উন্নতি এসেছে। মূলত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ডাটা সংগ্রহ নিয়ন্ত্রণের দিকেও খানিকটা জোর দেওয়া হয়েছে। পারফর্ম্যান্স অপ্টিমাইজেশন অ্যান্ড্রয়েড ১৫ ডায়নামিক পারফর্ম্যান্স ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এটি আরও স্মুথ হবে বলে জানা গেছে। এর সিপিইউ/জিপিইউ ওয়ার্কলোড আরও উন্নত হবে। সেই সঙ্গে থার্মাল এফিসিয়েন্সিতেও খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে। ফলে ডেভেলপাররা এখন মোবাইল ডিভাইসের পারফর্ম্যান্সের দিকে মনোযোগ দিতে পারবেন, কোর ফ্রিকোয়েন্সি নিয়ে ভাবতেই হবে না। স্বাস্থ্য-সচেতনতা নতুন সংস্করণে হেলথ কানেক্টে আরও বড় উন্নতি এসেছে। স্বাস্থ্য ও ফিটনেস ডাটা অ্যাপগুলোর ক্ষেত্রে আপডেট এসেছে। এভাবে স্বাস্থ্য-সচেতনরা আরও নিখুঁত ডাটা পাবেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়