• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বুধবার যেসব এলাকায় ১৫ ঘণ্টা থাকবে না গ্যাস
পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।  মঙ্গলবার (১৯ মার্চ) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ জন্য আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৯ মার্চ ২০২৪, ২০:০৯

১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড জিরো কুপন বন্ড ইস্যু করার মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইস্যুর পর এটিই হতে যাচ্ছে কোম্পানিটির প্রথম জিরো কুপন বন্ড। এর নাম হবে বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ড।  সোমবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই বলছে, বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ডে ডিসকাউন্টের হার হবে ১৫ শতাংশ। এই বন্ড মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। তাছাড়া বন্ডটি স্টক মার্কেটে লেনদেনযোগ্যও নয়। আলোচিত জিরো কুপন বন্ডের মাধ্যমে সংগ্রহকৃত অর্থ শ্রীপুর টাউনশিপ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ‘মায়ানগর’ নামে একটি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এ বিষয়ে ১০ মার্চ কোম্পানিটির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এ সিদ্ধান্ত কার্যকর হবে।  
১২ মার্চ ২০২৪, ১১:৫৪

টাইগারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কাইলি
বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ন্যাথান কাইলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে আগামী ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে কাইলির।  সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে ন্যাথান কাইলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে বর্তমানে অস্ট্রেলিয়ার রাগবি ক্লাব ব্রিসবেন ব্রনকোসের এনআরএল অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছেন কাইলি।   এর আগে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ৩ বছর ৪ মাস ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে কিছু সময়ের জন্য ব্যাটিং কোচ হিসেবে হাথুরুসিংহেকে পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।   এ ছাড়া সিডনি সিক্সার্স নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। অস্ট্রেলিয়ান স্ট্রেংথ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট পেয়েছেন কাইলি।
১১ মার্চ ২০২৪, ২০:২৯

এবার ১০০ হাউজ অব ডেলিগেটসের সম্মাননা পেল ডব্লিউইউএসটি
গত বছরের জানুয়ারিতে ৪০ জন সিনেটরের পক্ষ থেকে স্বীকৃতি পাবার পর এবার জেনারেল অ্যাসেম্বলিতে ভার্জিনিয়ার ১০০ জন হাউজ অব ডেলিগেটস বিশেষ সম্মাননা জানালো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডব্লিউইউএসটিকে।  গত ২৬ ফেব্রুয়ারি ফেয়ারফ্যাক্স কাউন্টির ডিস্ট্রিক্ট সেভেনের ডেলিগেটস ডেমোক্রেট দলের ক্যারেন কিইস গামাররা তার উপস্থাপনায় তুলে ধরেন এই বিশ্ববিদ্যালের কথা। জানান, চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের নেতৃত্বে অসাধারণ গতিতে এগিয়ে চলছে ডব্লিউইউএসটি। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিস্তার এবং ভবিষ্যতের জন্য আশা জাগানিয়া অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ডেলিগেটস ক্যারেন কিইস গামাররা। তার উপস্থাপনা শেষ হতেই স্পিকার ডন স্কটের নেতৃত্বে ১০০ জন ডেলিগেটস ও গ্যালারিতে উপস্থিত অতিথিরা তুমুল করতালির মাধ্যমে সম্মননা জানান ডব্লিউইউএসটির প্রতিনিধি দলকে।  বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের নেতৃত্বে ১৩ সদস্যের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএফও ফারহানা হানিপ, আবুবকর হানিপ ও ফারহানা হানিপের জৈষ্ঠ্য কন্যা সাইবার সিকিউরিটির শিক্ষার্থী নাফিসা নওশিন, বিজনেস অব স্কুলের পরিচালক অধ্যাপক ড. মার্ক রবিনসন, স্কুল অব বিজনেস ফ্যাকাল্টি প্রফেসর সালমান ইলবাদর, জেনারেল এডুকেশন অ্যান্ড সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড. হুয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে উর্তেগা, স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ, ক্যারিয়ার সার্ভিস ও আইটি ম্যানেজার আমিত গুপ্তা। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইগিত এবং ইনফরমেশন টেকনলজির মাস্টার্সের শিক্ষার্থী মো: নাঈম হাসান।  ডব্লিউইউএসটির উচ্চ শিক্ষা বিস্তার ও এগিয়ে চলার কথা অবগত আছেন ভার্জিনিয়ার ৪৮তম অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস। তাই নিজের ব্যস্ত সময় থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের জন্য সময় তুলে রেখেছিলেন আলাদা করে। দুপুর আড়াইটায় কমনওয়েলথ অব ভার্জিনিয়ার বারবারা জনস বিল্ডিংয়ে নিজ দপ্তরে ডব্লিউএসটি টিমকে আমন্ত্রণ জানান অ্যাটর্নি জেনারেল। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সম্পর্কে জানতে পেরে উৎসাহ প্রদান করেন এবং ধন্যবাদ জানান তিনি। এ সময় রিপাবলিকান দলের এই অ্যাটর্নি জেনারেলের হাতে একটি স্বারক তুলে দেয় ডব্লিউইউএসটির প্রতিনিধি দল। পরে ফটোসেশনের মাধ্যমে শেষ হয় এই বৈঠক।  এদিকে এশিয়ান কমিউনিটি নিয়ে বহু বছর ধরে সফলতার সঙ্গে ভার্জিনিয়ার রিচমন্ডে কাজ করে আসছে এমন চারটি সংগঠনের আয়োজনে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান ছিল সন্ধ্যায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়ার ৭৪তম গভর্নর রিপাবলিকান দলের গ্লেন ইয়ংকিন। সেইসঙ্গে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন সিনেটর ও হাউজ অব ডেলিগেটস। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১৩ সদস্যের দলটিও আমন্ত্রিত ছিলো বিশেষভাবে। ভার্জিনিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন কথা উঠে আসে গভর্নর গ্লেন ইয়ংকিনের বক্তৃতায়। বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন প্রোগ্রামের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কীভাবে দারুণ ভূমিকা রাখছে সেসব উঠে আসে তার কথায়।  গভর্নরের কথা ধরে উদাহরণ হিসেবে ডব্লিউইউএসটির সফলতার কথা উঠে আসে ডিস্ট্রিক সেভেনের ডেলিগেটস ক্যারেন কিইসের কথায়।  ডব্লিউইউএসটির কার্যক্রম নিয়ে অবগত আছেন জানিয়ে নিজের স্টেটে শিক্ষা সেবায় অসাধারণ ভূমিকা রাখায় ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ককে সাধুবাদ জানান গভর্নর গ্লেন ইয়ংকিন। সাদরে গ্রহণ করেন ডব্লিউইএসটির স্বারক। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করেন গভর্নর। ডিনারের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। তবে এমন সম্মাননা পাবার দিনটিকে সঠিক পথে চলার স্বীকৃতি হিসেবে ধরে নিয়ে নতুন উদ্যমে পথচলার উৎসাহ উদ্দীপনা হিসেবে নিয়ে রিচমন্ড থেকে ভার্জিনিয়ায় ফিরে আসে ডব্লিউইএসটি টিম।  ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের অক্টোবর থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষণ ও পরিচালন পদ্ধতিতে আসে ব্যাপক পরিবর্তন। ঘটেছে দ্রুত প্রসার, শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। তিন বছরের ব্যবধানে মাত্র ৩০০ থেকে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০০।  এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে লেখাপড়া করছে বিশ্বের ১২১ দেশের শিক্ষার্থী। আর এ সবকিছুর বিবেচনায় জেনারেল অ্যাসেম্বলিতে টানা দ্বিতীয় বছরে মিলেছে এমন সম্মাননা।  
০৪ মার্চ ২০২৪, ০০:২৩

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল
২০২৪ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের এক প্রতিবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউশির পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আবার তা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধি বহির্ভূত। এমতাবস্থায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধি বহির্ভূত ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী ভর্তিকৃত, প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী মাউশি থেকে নির্দেশনা পাওয়ার বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

পপুলার ফার্মায় চাকরি, পাবেন পিক অ্যান্ড ড্রপসহ যেসব সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি গ্রাফিক্স ডিজাইনার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি  পদের নাম: গ্রাফিক্স ডিজাইনার পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: চারুকলায় স্নাতকোত্তর (এমএফএ)  অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেলে দক্ষতা, প্রাথমিক ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত জ্ঞান।  অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ভাড়া সহায়তা, মোবাইল সেট ভাতা, লাভ বোনাস, ছুটি এনক্যাশমেন্ট উপার্জন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা সাপ্তাহিক ২দিন ছুটি।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫

সুন্নতে খতনা করাতে গিয়ে ফের শিশুর মৃত্যু, খোঁজ নেই ডাক্তার-স্টাফদের
রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি শিশুটির। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মারা গেছে আয়হাম। বুঝতে পেরে মরদেহ ফেলে পালিয়ে যান ডাক্তার-স্টাফরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নতে খতনার জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয় শিশুটিকে, যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আয়হাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে আয়হাম। মৃত শিশু আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়ত। পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশছোঁয়া স্বপ্ন। কিন্তু আয়হাম এখন দূর আকাশের তারা। আয়হামের বাবা বলেন, আমি তাদের পা পর্যন্ত ধরেছি। বলেছি, কিছু একটা ব্যবস্থা করেন। তারা বলে ঠিক হয়ে যাবে, এই যে দেখেন নিশ্বাস নিচ্ছে। কিন্তু এর আগেই ডেট।  ঘটনার পর আয়হামের মরদেহ ফেলে পালিয়ে যায় হাসপাতালের স্টাফরা। পরে হাসপাতালটির দুই কর্মকর্তাকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ বলছে, যে দুজন হাসপাতালে উপস্থিত ছিল, তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর লোকজন যদি অভিযোগ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৯

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে চাকরি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি পৃথক সাত পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা পদ সংখ্যা: ৭টি পদের সংখ্যা: ১১ জন ১. পদের নাম: প্রভাষক পদসংখ্যা: ৫ (গণিত-২, রসায়ন-১, কৃষিশিক্ষা-১, ইংরেজি-১) যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা ২. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ২ (চারু ও কারুকলা-১, ইসলাম শিক্ষা-১) যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ৩. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ১ (শারীরিক শিক্ষা-১) যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড ডিগ্রি থাকতে হবে। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ৪. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ১ (প্রাথমিক শাখা) যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড ডিগ্রি থাকতে হবে। বেতন: ১১,২৪০-৩০,২৩০ টাকা ৫. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: কম্পিউটার ডিপ্লোমা ইন সায়েন্স বা এইচএসসি বা সমমান পাস হতে হবে। বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা ৬. পদের নাম: হিসাব সহকারী পদসংখ্যা: ১ যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস বেতন: ১১,৩২০-২২,৪৯০ টাকা ৭. পদের নাম: মালি (পুরুষ) ও পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) পদসংখ্যা: ২ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১০,০৫০-২০,০১০ টাকা যেভাবে আবেদন: আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মুঠোফোন নম্বর লিখতে হবে। আবেদনপত্র সরাসরি, রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, গভর্নিং বডি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, শায়েস্তা খান অ্যাভিনিউ, সেক্টর-০২, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদনের সময়সীমা: আগ্রহীরা ৬ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮

দ্বিতীয়বারের মতো পেছাল ভিকারুননিসার দুই শিক্ষকের রায়
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই শিক্ষিকার রায়ের তারিখ দ্বিতীয়বারের মতো পিছিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১২-এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে এ রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় এদিন রায় ঘোষণা করেননি আদালত। রায়ের নতুন তারিখ পড়বে বলে জানানো হয়। মামলার দুই আসামি হলেন নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার। গত ২১ জানুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। কিন্তু ওইদিনও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এর আগে গত ২৭ নভেম্বর একই আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলায় রায় ঘোষণার জন্য ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৪ ডিসেম্বর অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর ২০১৯ সালের ২০ মার্চ ওই দুই শিক্ষককে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। আসামিদের নির্দয় ব্যবহারে অরিত্রী আত্মহত্যায় প্ররোচিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। একই বছরের ১০ জুলাই ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৫ নভেম্বর এ মামলার বাদী ও অরিত্রীর বাবা দিলীপ অধিকারীর জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপরে ২০২০ সালের ২৩ আগস্ট অরিত্রী মা বিউটি অধিকারী আদালতে সাক্ষ্য দেন। এ মামলার ১৮ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে— এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩

উন্নয়ন ও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা আমার কাজ : মোরশেদ আলম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, আমার কাজ হলো উন্নয়ন দেওয়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। আমি গত দুই সেশন সেনবাগে এমপি হয়ে ভালো কাজ করেছি বলে আপনারা আমার পাশে ছিলেন। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।   উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিকের নাম উল্লেখ না করে তার প্রতি ইঙ্গিত করে মোরশেদ আলম বলেন, আপনি আমাকে উন্নয়ন করতে দেবেন না, পথও ছাড়বেন না তাতো হতে পারে না। আমি দেখেছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগমগঞ্জে যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমিও আপনাদের মতামতের ভিত্তিতে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, ছাতাপাইয়া ইউপি আ.লীগ সভাপতি আবদুল আহাদ, অর্জুনতলা ইউপি আ.লীগ সভাপতি সাহেব উল্লাহ ও মোহাম্মদপুর ইউপি আ.লীগ সেক্রেটারি রবিউল হাসানকে দল থেকে অব্যাহতির ঘোষণা দিলাম। তাদের স্থলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার,  সিনিয়র সহসভাপতি মাহমুদুল পাটোয়ারী লেবু, ছাতাপাইয়া ইউপি আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক, অর্জুনতলা ইউপি আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদপুর ইউপি আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হককে দায়িত্ব পালনের ঘোষণা দিলাম। সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপির সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে সার্ক চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি জসিম উদ্দিন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাহার উল্যা বাহার ও শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হক পাটোয়ারী লেবু,  যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহজাহান পাটোয়ারী, সেনবাগ সরকারি কলেজের সাবেক এজি এস সামছুদ্দিন আহম্মেদ রিয়াদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু ছাত্রলীগ নেতা আবু শোয়েবসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সার্ক চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি জসিম উদ্দিন বলেন, আপনারা চাইলে আমি সোনাইমুড়ীর মতো সেনবাগও দেখতে পারি। সেনবাগে অনেক উন্নয়ন হয়েছে যেসব এলাকায় উন্নয়ন হয়নি সেই এলাকায় অগ্রাধিকার দিতে হবে। আওয়ামী লীগকে নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পরে সেই দিকে নেতাদেরকে খেয়াল রাখতে হবে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়