• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
টেস্ট আর ওয়ানডের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে নারী ও শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে সিরিজটি স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরই অস্ট্রেলিয়াকে বাহ্যিক চাপ এবং রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত না করার আহ্বান জানিয়েছে (এসিবি)।   বুধবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার সিরিজ স্থগিত করাকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে বলা হয়েছে, আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে আফগানিস্তানের অবস্থানকে বুঝা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। ‘বাহ্যিক চাপ বা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে বিকল্প সমাধানের উপায় বের করারও আহ্বান জানাচ্ছি।’ স্থগিত করা সিরিজটি আইসিসির ভবিষ্যত ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত ছিল। তাই সিরিজটি স্থগিত করায় পর চরম হতাশা প্রকাশ করেছে রশিদ-নবীদের ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের উপস্থিতিতেই আইসিসির এফটিপিতে এই সিরিজ অনুমোদিত হয়েছিল, তারা সেই সময়ে ফিক্সচারে সম্মত হয়েছিল। তবে মানবাধিকারকে অজুহাত বানিয়ে এখন তারা পেছনে সরে যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানিয়ে এসিবি আরও বলেছে, অস্ট্রেলিয়ান সরকার যেন ক্রিকেট বোর্ডের ওপর তাদের নীতি চাপিয়ে না দেয়। বরং এর পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করার দিকে মনোনিবেশ করে। এর আগেও অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শের পর, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতির কারণে ২০২৩ সালের মার্চে নির্ধারিত ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। তখন তারা জানিয়েছিল, দেশের নারী ও মেয়ে শিশুদের উন্নত জীবনমান নিশ্চিতে জড়িত থাকতে হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাগুলো।
২০ মার্চ ২০২৪, ২১:৫৮

অস্ট্রেলিয়াকে হটিয়ে তিন ফরম্যাটেই শীর্ষে ভারত
অস্ট্রেলিয়াকে হটিয়ে ফের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। এতে ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষস্থানে টিম ইন্ডিয়া।  শনিবার (৯ মার্চ) শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ম্যান ইন ব্লুরা। এতেই শীর্ষস্থান ফিরে পেয়েছে রোহিত শর্মার দল। ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে ছিল ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। একই সময়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। এবার অজিদের সরিয়ে ফের শীর্ষে উঠলো ভারত। এদিকে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোনো প্রভাব ফেলবে না র‌্যাঙ্কিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে কোহলি-রোহিতরা। অন্যদিকে ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। এ ছাড়া ১১১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ড। উল্লেখ্য, ১২১ রেটিং নিয়ে ওয়ানডে এবং ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে ভারত। এ ছাড়া ওয়ানডেতে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড। 
১০ মার্চ ২০২৪, ১৭:০৫

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোহানাত দোল্লা বর্ষণের হ্যাটট্রিক এবং মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে এই জয় পেয়েছে টাইগার যুবারা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ জীবনের স্পিন এবং শেষ দিকে বর্ষণের হ্যাটট্রিকে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় অজিরা। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাহফুজুরের দল।  ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করে টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি। এরপর ২৫ বলে ১৯ রানে রায়ান হিকসের হাতে ক্যাচ দিয়ে কলাম ভিডলারের বলে প্যাভিলিয়নে ফেরেন আদিল। তিনে নেমে আশিকুরকে যোগ্য সঙ্গ দেন জিসান। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভিডলার। সেই রায়ানের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন আশিকুর (২০)। এরপর জিসানও (২৩) ক্রিজে থিতু হতে পারেননি। এরপর মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ৯ রান করে ফিরে যান সাবেক অধিনায়ক আহরার আমিন। অজিদের হয়ে দুটি উইকেট নিয়েছেন ভিডলার। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন চার্লি অ্যান্ডারসন, ম্যাকমিলান এবং মাহলি বেয়ার্ডম্যান। এর আগে, ব্যাটিংয়ে নেমে ১৬৫ রানে অলআউট হয় অজি যুবারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন হারজাস সিং।  লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক তুলে চার উইকেট নিয়েছেন বর্ষণ। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন মাহফুজুর। উল্লেখ্য, আগামী শনিবার (২০ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগার যুবারা।
১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়