• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল
আগামী সেপ্টেম্বর–অক্টোবরে অনুষ্ঠেয় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির হিসেবে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া।  শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজি দলের একটি অংশ। রোববারের মধ্যে বাকি ক্রিকেটারদের আসার কথা রয়েছে। এদিকে টাইগারদের বিপক্ষের এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া। যে কারণে দুই ফরম্যাটেই শক্তিশালী দল ঘোষণা করেছে অজি টিম ম্যানেজমেন্ট। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় গড়াবে। ২১, ২৪ ও ২৭ মার্চ হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এরপর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজটি। সকাল সাড়ে ৯টায় ওয়ানডে এবং দুপুর ১২টায় টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার ১০ বছর পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে অজি মেয়েরা। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা। স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল। অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।
১৭ মার্চ ২০২৪, ১০:০৮

অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা বিসিবির
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার ১০ বছর পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে অজি মেয়েরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ মার্চ অস্ট্রেলিয়ার মেয়েরা ঢাকায় পা রাখবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। আগামী ২১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় গড়াবে। এদিকে বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই দলে রয়েছেন। অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তারিখ ম্যাচ সময় ভেন্যু ২১ মার্চ প্রথম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর ২৪ মার্চ  দ্বিতীয় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর ২৭ মার্চ তৃতীয় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর   তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারিখ ম্যাচ সময় ভেন্যু ৩১ মার্চ  প্রথম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর ০২ এপ্রিল  দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর ০৪ এপ্রিল  তৃতীয় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৪

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। যেখানে অজিদের কাছে প্রথম দুই ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছে কিউইরা। এতে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে মাইটি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭২ রানে হারিয়েছে সফরকারীরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে কিউইদের ১৭৫ রানের লক্ষ্য দেয় অজিরা। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসে প্রথম ওভারেই ৬ বলে ৬ রান করে আউট হন ফিন অ্যালেন। ৭ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন উইল ইয়োং। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি মিচেল স্যান্টনারও। ১৩ বলে ৭ রান করেন তিনি। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ইনিংস মেরামোতে চেষ্টা করেন গ্লেন ফিলিপস। মার্ক চাপম্যান ৩ বলে ২ রান করে আউট হলে ফিলিপসকে সঙ্গ দেন জশ ক্লার্কসন। ৩৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। জশ ক্লার্কসন (১০), অ্যাডম মিলনে (০), ট্রেন্ট বোল্ট (১৬) ও বেন সিয়ার্স ৬ রানে আউট হলে ১০২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট করতে পারেনি উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। এতে ৭২ রানের জয় পায় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন অ্যাডম জাম্পা। দুই উইকেট নেন নাথান ইলিস। এ ছাড়াও জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ একটি করে উইকেট নেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। তবে ইনিংস বড় করতে পারেনি স্মিথ। ৭ বলে ১১ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তৃতীয় উইকেটে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হেড। ২২ বলে ৪৫ রানের মারকুটে ইনিংস খেলে হেড আউট হলে ৪ বলে ৬ রান তাকে সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ২১ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন মার্শ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি জশ ইনগ্লিসও। ৩ বলে ৫ রান করে ক্যাচ আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩ বলে মাত্র এক রান করে ম্যাথিউ ওয়েড। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন টিম ডেভিড। টিম ডেভিড (১৭) এবং কামিন্স ২৮ রান করে আউট হন। শেষ দিকে অ্যাডাম জাম্পা (১) এবং জস হ্যাজেলউড শূন্য রানে আউট হলে এক বল হাতে থাকেতেই ১৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এ ছাড়াও অ্যাডম মিলনে, বেন সার্স ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট শিকার করেন।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

বিশ্বকাপের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটির আয়োজক বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ।  অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা লড়বে। সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।  মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের কারণেই মিরপুরে শ্রীলঙ্কা সিরিজের কোনো ম্যাচ রাখা হয়নি। সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে। বিসিবির উইমেন্স উইংয়ের সূত্রে জানা গিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।   
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে অজিদের কাছে ছয় উইকেটে হেরেছে কিউইরা। শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ২১৬ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ১০ বলে ৩১ রান করে ম্যাচ জয়ের নায়ক ডেভিড হলেও ম্যাচ সেরা হয়েছেন ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দন্ত শুরু করে দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বন করতে পারেনি কেউই। ১৫ বলে ২৪ রান করে হেড আউট হলে, ২০ বলে ৩২ রান করে তাকে সঙ্গ তেন ওয়ার্নার। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মিচেল মার্শ। ১১ বলে ২৫ রানের মারকুটে ইনিংস খেলে ম্যাক্সওয়েল আউট হলেও ২৯ বলে ফিফটি তুলে নেন মার্শ। ২০ বলে ২০ রান করে মার্শকে সঙ্গে দেন জশ ইনগ্লিস। তবে শেষ ১০ বলে অজিদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩ রান। ১৯তম ওভারে মিলনের বলে ১৭ রান তোলেন টিম ডেভিড। শেষ ছয় বলে ১৬ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসেন টিম সাউদি। প্রথম তিন বলে সিঙ্গেল নেওয়ায় অনেকে ভেবে ছিল ম্যাচ হেরে যাবে অজিরা। তবে পরের দুই বলে ৮ রান নিয়ে আশা জাগায় ডেভিড। শেষ বলে চার লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। পায়ের কাছে বল দিলেও দুর্দান্তভাবে চার মেরে দলকে জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। ৪৪ বলে ৭২ রান করেন মিচেল মার্শ এবং টিম ডেভিডের ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার দুটি এবং অ্যাডম মিলনে এবং লকি ফার্গুসন একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অ্যালেন ও ডেভন কনওয়ে। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ৫.১ ওভারেই তুলে ফেলেন ৬১ রান। এরপর ১৭ বলে ৩২ রান করে আউট হন অ্যালেন। তৃতীয় উইকেটে কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১১৩ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাচিন। এরপর ৪৬ বলে ৬৮ রান করে আউট হন কনওয়ও। এরপর গ্লেন ফিলিপস ১০ বলে ১৯ রান ও চ্যাপম্যান ১৩ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২১৫ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।  
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮

নির্মাণশিল্পে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া
অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরি ও নির্মাণশিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার (একটিং) নরদিয়া সিম্পসন। সোমবার (১২ ফেব্রুয়ারি) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ভৌগলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অবকাঠামো নির্মাণ করতে হয়। এর সঙ্গে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হয়। ফলে টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে।  এ সময় তিনি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত মেয়াদে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া পরিবেশ সুরক্ষার জন্য তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তার পরামর্শ ও প্রস্তাব সাদরে গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে, একই দিন মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদল। সাক্ষাতকালে তারা দেশের আবাসন খাতে বিদ্যমান সমস্যা, সমস্যা উত্তরণে বিভিন্ন পন্থা সম্পর্কিত গবেষণালব্ধ সুপারিশ ও পরার্মশসমূহ সম্পর্কে আলোচনা করেন। আলাপকালে মন্ত্রী দেশের নগরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের পরিকল্পিত উন্নয়ন সম্পর্কে তার গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। এক্ষেত্রে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের সুপারিশ ও প্রস্তাবসমূহ বিবেচনার আশ্বাস দেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে আধাসরকারী পত্র পাঠানো হয়েছে। এক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে কাজ করতে পারে বলে উল্লেখ করেন তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন উপস্থিত ছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে অজিরা। তাই শিরোপা ধরে রাখতে ভারতকে ২৫৪ রান করতে হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার স্যাম কন্টাস। দ্বিতীয় উইকেটে অধিনায়ক হাগ ওয়েবগেনকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন। তবে ইনিংসের ২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইড ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে সহজ ক্যাচ লুফে নেন মুশের খান। এতে ৭৮ রানে ভাঙে এই জুটি। এরপর ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন অধিনায়কও। ৬৬ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন ওয়েবগেন। ৫৬ বলে ৪২ রানে ফেরেন ডিক্সনও। চতুর্থ উইকেটে হার্জাস সিংয়ের সঙ্গে ৬৬ রানের জুটি করেন হিক্স। উইকেট থিতু হয়ে দুর্দান্ত হাফ-সেঞ্চুরিও তুলে নেন হার্জাস। প্যাভিলিয়নে ফেরার আগে ৩ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৫ রানের কার্যকরী এক ইনিংস। অন্যদিকে ২৫ বলে ২০ রানে ফেরেন হিক্স। শেষ দিকে ৪৩ বলে ৪৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ওলিভার পিকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৩ রান তুলে অস্ট্রেলিয়া।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
ফের বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া। সিনিয়রদের বিশ্বকাপের পর এবার যুব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেন। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। যুব বিশ্বকাপের পাঁচবারের শিরোপাধারী জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠ শিরোপা ঘরে তোলার মিশনে নবমবার ফাইনালে মাঠে নামছে তারা।  তবে এবার তাদের প্রতিপক্ষ তিনবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে এই দুই দলের বিশ্বকাপের ফাইনালে দুইবার দেখা হয়েছে। আর প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ভারত।  তাই সেই অভিজ্ঞতাতে এবারও কাজে লাগাতে চায় ভারতের জুনিয়ররা। তবে শিরোপা ও সম্মানের লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না অস্ট্রেলিয়ার যুবারাও। ভারতকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলতে চায় তারা। অস্ট্রেলিয়া একাদশ : হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ ওয়েবগেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটকিপার), অলিভার পিক, রাফ ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিডলার ভারত একাদশ : আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, আরেভেলি অবনীশ (উইকেটকিপার), মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি, সৌমি পান্ডে
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৪

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়ের পর সবাই ভেবেছিল ওয়ানডে সিরিজেও প্রতিদ্বন্দ্বিতা করবে ক্যারিবিয়ানরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে টানা ১২টি ওয়ানডে ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছিল অজিরা। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের পাত্তায় দেয়নি মাইটি অস্ট্রেলিয়া। মাত্র ৭ ওভারেই ম্যাচ জিতেছে স্মিথরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৪৩ ওভার ১ বলে এবং আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ক্যারিবীয়ানদের অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে শুরু করেন দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক ও জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি। ১৬ বলে ৩৫ রানের মারকুটে ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ইঙ্গলিস। তার সঙ্গে ৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অজিরা। ব্যাটিংয়ে নেমে ২৩১ রানে অলআউট হয় সফরকারীরা। জবাব দিতে নেমে ৬৯ বল আট উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে করতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারই ৫ বলে ৪ রান আউট হন ট্রাভিস হেড। এরপর ক্যামরন গ্রিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জন ইনগ্লিস। ৪৩ বলে ৬৫ রান করে আউট হন এই অজি ব্যাটার। এরপর গ্রিনকে সঙ্গ দেন স্টিভেন স্মিথ। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে অজিরা। গ্রিন ৬১ বলে এবং স্মিথ ৫৮ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ক্যামরন গ্রিনের ১০৪ বলে ৭৭ এবং স্টিভেন স্মিথের ৭৯ বলের অপরাজিত ৭৯ রানে ভর করে ৩৮ দশমিক ৩ ওভারে আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে টস গেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ৩৭ রানেই সাজঘরে ফেরত যান তিন টপঅর্ডার। ২২ যোগ করতে আরও একটি উইকেট হারায় সফরকারীরা। পঞ্চম উইকেটে জুটি করে দলকে এগিয়ে নিয়ে যান কেসি কার্টি ও রোস্টন চেজ। ১২৭ বলে ১১০ রানের জু্টি গড়েন তারা। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে সেঞ্চুরির পথে হাঁটেন কার্টি। তবে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই ডানহাতি ক্যারিবীয় ব্যাটারের। ১০৮ বলে ৮৮ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন কার্টি।  তবে ফিফটি তুলেন চেজ। করেন ফিফটি। ৬৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া আর কেউ তেমন বলার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে ইনিংসের ৮ বল হাতে থাকতেই ২৩১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট। এ ছাড়াও শন অ্যাবট ও ক্যামরন গ্রিন দুটি করে উইকেট শিকার করেন। এক উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়