• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ক্যারিবীয়দের গুঁড়িয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৮৩ রানে হারিয়েছে স্বাগতিকেরা। এর আগে, মেলবোর্নে প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে ২৯ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো ওয়েস্ট ইন্ডিজের। রোববার (৪ ফেব্রুয়ারি) সিডনিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দুই অভিষিক্ত ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক (১০) ও জশ ইংলিশকে (৯) ফেরান পেসার আলজারি জোসেফ। এরপর চারে ব্যাট করতে নামা অধিনায়ক স্টিভেন স্মিথকে ৫ রানে বিদায় দেন পেসার ম্যাথু ফোর্ড। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ক্যামেরুন গ্রিন ৩৩, মার্নাস ল্যাবুশেন ২৬, ম্যাথু শর্ট ৪১ ও অ্যারন হার্ডি ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। এতে দলীয় ১৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ২শ’র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে অজিরা। এরপর অষ্টম উইকেটে অভিষিক্ত উইল সাদারল্যান্ডের সঙ্গে ৬৫ বলে ৫৭ এবং নবম উইকেটে অ্যাডাম জাম্পাকে নিয়ে ১৭ বলে ২৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে লড়াকু পুঁজি এনে দেন অ্যাবট। ৯ উইকেটে ২৫৮ রানের সংগ্রহ পায় স্বাগতিকেরা। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম ম্যাচে দ্বিতীয় হাফসেঞ্চুরি পাওয়া অ্যাবট শেষ পর্যন্ত ৬৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার গুডাকেশ মোতি ২৮ রানে ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। টপ-অর্ডারে ব্যর্থতার পর মিডল-অর্ডারে লড়াইয়ের আভাস দেন তিন ব্যাটার- অধিনায়ক শাই হোপ, কেসি কার্টি ও রোস্টন চেজ। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। হোপ ২৯, কার্টি ৪০ ও চেজ ২৫ রানে সাজঘরে ফেরেন। এরপর লোয়ার-অর্ডারের ব্যাটাররাও ব্যর্থ হলে ৩৯ বল বাকি থাকতে ১৭৫ রানেই অলআউট সফরকারীরা। অজিদের হয়ে জশ হ্যাজেলউড ও অ্যাবট তিনটি করে এবং সাদারল্যান্ড দুটি উইকেট নিয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারি ক্যানবেরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে নামবে অজিরা।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়