• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শিক্ষার্থীকে যেই স্পর্শ করে সেই অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ৩৫
ভোলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এক শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। তাকে স্পর্শ করা ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৩৫ জনকে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন স্কুলে গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে যায়। ওই ছাত্রকে প্রাথমিক সেবা দেওয়া অবস্থায় ওই ছাত্রকে ধরে থাকা অন্য শিক্ষার্থীরাও একে একে মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু কিছু ছাত্র স্কুল থেকে বাসায় গিয়েও অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছি এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পড়ে যায়। আমারও মাথা ঘুরেছে এবং চোখ দিয়ে হঠাৎ পানি পড়া শুরু করেছে।’ অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিহাদ বলেন, ‘গণিত স্যারের ক্লাসে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এমনভাবে মাথা ব্যথা উঠছে মনে হয়েছে চুলগুলো উঠিয়ে ফেলি। আমার এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।’ সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত হাসপাতালে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। হঠাৎ ছাত্র-ছাত্রীরা ম্যাস সাইকোজনিক ইলনেস (Mass Psychogenic Illness) নামক রোগে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আতঙ্কের কিছু নেই তারা শিগগিরই সুস্থ হয়ে যাবে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার হালদার জানান, আমি বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে থেকে চিকিৎসার অগ্রগতি লক্ষ্য করেছি।  
২০ মার্চ ২০২৪, ০১:০১

ক্যাম্পাসে পড়ে ছিল অসুস্থ ভুবন চিল
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে চিলটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে তীরের সভাপতি হোসেন রহমান জানান, অসুস্থ ভুবন চিলটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এটি বন বিভাগের পরামর্শে দ্রুত অবমুক্ত করা হবে। জীববৈচিত্র পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে তীর। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় পদক বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০১১-এ ভূষিত হয়।
১৯ মার্চ ২০২৪, ১৭:৩২

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
কাতার যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ঘুরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল। অসুস্থ হওয়া বিমানের ওই পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ বলে জানা গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আকাশে হঠাৎ পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ৪১৯ জন যাত্রী ছিলেন এতে।   
১৬ মার্চ ২০২৪, ০৯:২৯

মেয়াদোত্তীর্ণ স্যালাইন পান করে শিশুর মৃত্যু, মাসহ অসুস্থ ৩
সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পান করে জিম খাতুন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে নিহত শিশুর মাসহ তিনজন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিম খাতুন উপজেলার বৈলগাছি গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- নিহতের মা পারভিন খাতুন, বোন রিয়া ও মিথিলা। ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাংয়ের মিশ্রণ গুলিয়ে পান করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া ও মিথিলা ওরস্যালাইন এবং ইস্পি ট্যাংয়ের মিশ্রণের পানি পান করেন। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশুসন্তান অসুস্থ হয়ে পড়েন।  ডা. ফয়সাল হোসেন আরও জানান, অসুস্থ অবস্থায় প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এখানে আসার পর জিম খাতুন নামের তিন বছরের শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মিঠুন ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিঠুন। শুটিং চলাকালীন ফ্লোরের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।  পরে সেখানেই বসে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে।  হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়— ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুনের। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে এই অভিনেতার। তার চিকিৎসায় বিশেষ দলও গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও।    প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও  নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  সূত্র : আনন্দবাজার   
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩

অসুস্থ ছেলেকে নিয়ে বাবা রাজের স্ট্যাটাস
কয়েক দিন ধরেই অসুস্থ পরীমণি-রাজ দম্পতির ছেলে রাজ্য। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন তিনি। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ রাজ্য। তবে ছেলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরও সেভাবে দেখা যায়নি বাবা রাজকে।  বলা যায়, অসুস্থ ছেলেকে একা হাতেই সামলাচ্ছেন পরী।   আরও পড়ুন : বাংলাদেশের প্রতি স্বস্তিকার ভালোবাসা (ভিডিও)   রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণি স্পষ্ট জানিয়েছিলেন, ছেলের সম্পূর্ণ দায়িত্ব তিনিই নেবেন। আর সেই কথামতোই ছেলেকে দুহাতে আগলে রেখেছেন তিনি। কাজের ফাঁকে পুরো সময়টা রাজ্যকেই দেন এই নায়িকা। এদিকে ছেলের অসুস্থার এতোদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন রাজ। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালবাসার ইমোজি। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে রাজের কমেন্টসবক্সে।  কলকাতায় যাওয়ার পর ভীষণ অসহায় হয়ে পড়েছিলেন পরীমণি। সে কথাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোট্ট রাজ্য। আর ছেলে সুস্থ হয়ে ওঠায় মুখে হাসি ফুটেছে মা পরীর।   জানা গেছে, দিন কয়েক আগে ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে নানাবাড়ি ঘুরতে গিয়েছিলেন পরীমণি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে রাস্তায় ফল কিনে খেলে রাজ্য, পরীমণি, পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে ছেলের চিকিৎসার গত ১৭ জানুয়ারি রাজ্যকে নিয়ে কলকাতায় যান এই নায়িকা।  
২৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৫

অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, হাসপাতালে বাড়ছে ভিড় (ভিডিও)
বৈরী আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এতে ভোগান্তিতে পড়ছে শিশুদের অভিভাবকরাও।  তথ্যমতে, অন্য বছরের তুলনায় এ বছর নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি। মাত্র ২৫ দিনে শুধুমাত্র ঢাকার শিশু হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ৩৮৫ জন। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ একই মৌসুমে একাধিক বার আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা বলছেন, শিশুদের কান্না ও নিজেদের অবর্ণনীয় কষ্টে দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। মাদারীপুরের শিবচর থেকে আসা আলী আহমেদ জানান, ৮ বছরের ছেলে শান্তকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। ছেলেটার তিন-চার দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি। এলাকার ফার্মেসি থেকে ওষুধ খাইয়েছি। কিন্তু অবস্থা খুব খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকরা বলছেন, একই সিজনে একাধিকবার নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় অনেক শিশুর সুচিকিৎসা নিশ্চিত করা কষ্টসাধ্য হয়ে উঠছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা. রিজওয়ানুল আহসান গণমাধ্যমকে জানান, এখানে অন্যান্য সময় যত শিশু রোগী আসতো, শীতের প্রকোপে জানুয়ারির শুরু থেকে তার দ্বিগুণের বেশি আসছে। রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়েটিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালে প্রতিদিন হাজারেরও বেশি রোগী আসছে। যাদের বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত। শীতের প্রকোপের কারণে এখন শিশুরা নিউমোনিয়া, রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি। এমন আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন ও দিন রাতের তাপমাত্রা অনুযায়ী শীতের পোশাক পরানোর পরামর্শ চিকিৎসকদের।
২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮

অসুস্থ প্রেমিকার জন্য জোভানের কাণ্ড
এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়রা তটিনী। সম্প্রতি চট্রগ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটির নাম ‘এক জীবনে’।  নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান-তটিনী। এতে একেবারেই অন্যরকমভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ‘এক জীবনে’ নাটকটির গল্পে এক অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর ভালোবাসার গল্পে নিজেদের চরিত্র মেলে ধরেছেন জোভান-তটিনী। যেখানে ভালোবাসার মানুষটিকে ঘিরে রয়েছে পাগলামি। অসুস্থ প্রেমিকাকে মানসিকভাবে স্বস্তিতে রাখার পাশাপাশি তাকে তার ভালোবাসার সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকের গল্পে। এ প্রসঙ্গে তটিনী বলেন, বর্তমান সময়ে যেসব নাটক হয়, ‘এক জীবনে’ তার থেকে কিছুটা ভিন্ন। নির্মাতা রিফাত আদনান পাপন ভীষণ যত্ন নিয়ে নাটকটি বানিয়েছেন। আর জোভানের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাটাই অসাধারণ ছিল। সব মিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে।   নির্মাতা পাপন বলেন, ভালোবাসার এমন বিরল দৃষ্টান্ত সত্যিই নাড়া দিয়েছিল আমাকে। সেই সময় থেকেই গল্পটা মাথা নিয়ে ঘুরছিলাম। কিন্তু সঠিক সময়ের অভাবে কাজটি করা হয়নি।   তিনি আরও বলেন, বর্তমানে যেখানে কাউকে ভালোবেসে মানুষ কমিটমেন্টে যেতে ভয় পায়। সেখানে ভালোবাসার মানুষটা হয়তো বাঁচবে না জেনেও তার সর্বোচ্চ সম্মান দেওয়ার মতো পাগলামি করার সাহসটা সত্যিই অভাবনীয়। প্রসঙ্গত, জোভান-তটিনী ছাড়া ‘এক জীবনে’ নাটকে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুক, অর্পণ, বাপ্পী বাশার, নিশুসহ আরও অনেকে।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাইফ আলি
বলিউড অভিনেতা সাইফ আলি খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার  (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাইফকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এখন হাঁটুর অস্ত্রোপচার চলছে সাইফের। তার স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে উপস্থিত রয়েছেন। তার হাঁটু এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে। তবে কীভাবে এমন গুরুতর চিড় ধরার মতো আঘাত পেয়েছেন সাইফ, এর আসল কারণ এখনো জানা যায়নি। ২০১৬ সালে রেঙ্গুন সিনেমার সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। সে সময় তার বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন। সেই সময়ও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। ‘ক্যাহনা’ সিনেমার একটি দৃশ্যের জন্য সাইফ আলি খানকে বাইক স্টান্ট করতে হয়েছিল। সেই বিপদজনক স্টান্ট করতে গিয়ে বাইক নিয়ে তিনি বার উল্টে পড়ে যান। সেসময় সাইফ পাথরে পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন। 
২২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়