• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চাঁদপুরে ৩০ যানবাহন মালিককে অর্থদণ্ড
চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মালিকদেরকে ২০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শাহরাস্তি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, শাহরাস্তি পৌরসভার উপলতা এলাকায় প্রধান সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ওই সময় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও পিকআপসহ ৩০ টি যানবাহনের বিরুদ্ধে নিবন্ধনবিহীন, মেয়াদোত্তীর্ণ টেক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন যান চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহণের অভিযোগে ২০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে শাহরাস্তি মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা সহায়তা করেন।
০১ মার্চ ২০২৪, ০৮:১০

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলের অর্থদণ্ড
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে কারেন্টজালসহ অন্যান্য নিষিদ্ধ জালে মাছ ধরায় আটক ১৫ জেলেকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- খোরশেদ (৩৮), মো. সোহাগ (৩২), মো. রাছেল (২৯), রিয়াদ মিজি (২৭), মো. মোহন মীর (২১), মো. শাওন (২০), মো. শান্ত মোল্লা (১৯), মো. বাবু (২০), মো. রাজিব বেপারী (৩০), মো. হৃদয় মীর (২৫), সেলিম মীর (৫০), মো. রুবেল (৩৫), মো. রিয়াদ (২৫), সোহাগ খান (৩০) ও আবু বকর বেপারী (৫০)। অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ১১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেঘনা নদীর চরভৈরবী এলাকায় উপজেলা টাস্ক ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি চরঘেরা জাল জব্দ করা হয়। নিষিদ্ধ ঘন ফাঁসের জাল দিয়ে ১০০ কেজি জাটকা, চেউয়া মাছের একটি ব্রুড স্টক এবং অন্যান্য প্রজাতির মাছ আহরণরত অবস্থায় ১৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটক ১৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে নীল কমল নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২

চাঁদপুরে ফুটপাত দখল করায় ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ১৪ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক-সংলগ্ন ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। তিনি বলেন, মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের ওপর তাদের দোকানের কিছু পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। অবৈধ দখলের সঙ্গে জড়িত ১৪ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

হাইমচরে শত কেজি জাটকা জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড
চাঁদপুরের হাইমচরে ১০০ কেজি জাটকা জব্দ এবং মোহাম্মদ হাসান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। অর্থদণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ল্যাওরা গ্রামের মোহাম্মদ হাসান। হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, মেঘনা নদীর হাইমচর কমাডেকা মাঠ-সংলগ্ন বেড়িবাঁধ এলাকা হতে আনুমানিক ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা পরিবহনের দায়ে জাটকা ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা প্রাঙ্গনে এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার মো. এমদাদুল ইসলাম।
২৪ জানুয়ারি ২০২৪, ২৩:০৩

মেঘনায় মশারি জালে ছোট মাছ ধরায় ১৩ জেলের অর্থদণ্ড
চাঁদপুর মেঘনা নদীতে মশারি ও অন্যান্য জাল দিয়ে ছোট মাছ ধরায় ১৩ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। কোস্টগার্ড জানায়, মেঘনা নদীর সদর উপজেলার কাছিকাটা এলাকায় মশারি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরা অবস্থায় ১৩ জন জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ১০টি মশারি জাল এবং নিষিদ্ধ ৬০ হাজার মিটার কারেন্টজাল। জব্দকৃত জাল রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- রহিম আলী (৪৭), সিটু মোল্লা (৪৭), তাহের মোল্লা (৪৫), মো. ফারুক (৫০), সাইফুল ইসলাম (২২), গফুর বেপারী (৩৫), সুমন (১৬), নাজমুল (১৮), আল আমিন (৩০), মো. আহসান উল্লাহ (৩০), সুলতান বেপারী (৩০), শাহজালাল (৩০) ও মো. আবদুর রহমান (৩০)। এসব জেলেরা শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার তারাবুনিয়া ও চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকার বাসিন্দা। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল এবং নিষিদ্ধ চাই অপসারণে বিশেষ কম্বিং অপারেশন হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো.জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. সফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
১২ জানুয়ারি ২০২৪, ১১:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়