• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। এরপরই তার স্মরণে ও সম্মানে প্রবর্তন করা হয় ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’। গেল বছর প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর সেই পুরস্কার পেতে যাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আর এর মাধ্যমে তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন পালক। সব ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সংগীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে অমিতাভ এই পুরস্কার পেতে যাচ্ছেন। আর বিষয়টি  মঙ্গলবার (১৬ এপ্রিল) জানিয়েছে মঙ্গেশকর পরিবার। তাদের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিতাভ বচ্চন ছাড়াও ভারতীয় সংগীতে অবদানের জন্য এ বছর সংগীতশিল্পী এ আর রহমান এই পুরস্কার পাবেন। একই সঙ্গে প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাদের অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হবেন। প্রসঙ্গত, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাদের উদাহরণ হিসেবে সামনে আনতে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়।
১৭ এপ্রিল ২০২৪, ২১:৪১

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (১৫ মার্চ) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এ গণমাধ্যম জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে আনা হয় অমিতাভ বচ্চনকে। তার হার্টে এনজিওপ্লাস্টি করানোর কথা থাকলেও তা করানো যায়নি। নবভারত টাইমসের তথ্য অনুসারে, অমিতাভের পায়ে এনজিওপ্লাস্টি করানো হয়েছে। গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বেড রেস্টে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়। শারীরিক অসুস্থতা অমিতাভকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেও এখনও দাপিয়ে কাজ করে যাচ্ছেন ৮১ বছর বয়সী এই অভিনেতা।
১৫ মার্চ ২০২৪, ১৫:২২

এআই দিয়ে ভক্তদের চমকে দিলেন অমিতাভ
বলিউডের দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ইতোমধ্যে অভিনয়ে জীবনের ৫৫ বসন্ত পার করে ফেলেছেন এই অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। যা আজও দাগ কেটে আছে অভিনেতার ভক্তদের মনে। এবার এআই দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অমিতাভ।    শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফিল্মি ক্যারিয়ারের ৫৫ বছর উদযাপন করতে এআইয়ের শরণাপন্ন হয়েছেন অভিনেতা। ইন্সটাগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের তিনটি ছবি বানিয়ে পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, অমিতাভের মাথায় সিনেমা নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশের ভিড়। মূলত এর মাধ্যমে অভিনেতা বোঝালেন, গোটা জীবন ধরে সিনেমাই তার ধ্যানজ্ঞান। তাই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও ছাড়লেন না তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরাও। ১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অমিতাভ। বিগত পাঁচ দশকে অন্তত ২০০টির বেশি সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমাই নয়, বিজ্ঞাপনী জগতটাও বিশাল এই অভিনেতার।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬

অমিতাভের আসল পদবী ‘বচ্চন’ নয়, জানালেন অভিনেতা
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। মূলত এই নামেই বিশ্বজুড়ে পরিচিত তার। তবে সম্প্রতি তিনি জানালেন, অভিনেতার আসল নাম অমিতাভ বচ্চন নয়। এমনকি ‘বচ্চন’ পদবীও তার নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা।  এদিকে অমিতাভ বচ্চনের আসল নাম জানতে মরিয়া হয়ে উঠেছেন তার ভক্তরা। জানা গেছে, অভিনেতার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব।  তাহলে বচ্চন পদবী এলো কোথা থেকে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অমিতাভের ভক্তদের মনে। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন। তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে।  এ প্রসঙ্গে অমিতাভ বলেন, আমার বাবা একজন নামকরা কবি এবং লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।  বচ্চন পদবী একমাত্র অমিতাভের পরিবারের কাছেই রয়েছে। কেন না, বচ্চন কোনো পদবী নয়। এটি একটি ছদ্মনাম।  এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। একটা সময় ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।    সূত্র : টিভি নাইন    
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬

অভিনেতা রুবেলকে নিয়ে নির্মাতা অমিতাভ রেজার বিস্ফোরক মন্তব্য
সবাইকে কাঁদিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তিনি আর সবার মাঝে নেই, এখনও বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে অভিনেতার সহকর্মী থেকে শুরু করে ভক্তদেরও। শোকাহত হৃদয়ে রুবেলকে শেষ বিদায় জানালেন তার স্বজন-সহকর্মীরা। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।  এ সময় আহমেদ রুবেলকে নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, আমার জীবনের প্রথম কাজ রুবেল ভাইয়ের সঙ্গে হয়েছিল। তিনি অসাধারণ অভিনেতা ও শক্তশালী ভয়েস আর্টিস্ট ছিলেন। রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন। মৃত্যুর আগে পেয়ারার সুবাসের টিম ছাড়া আমরা কেউ তার সঙ্গে যোগাযোগ করিনি।  তিনি আরও বলেন, রুবেল ভাইয়ের মৃত্যুতে আমি একটি কথা সবার উদ্দেশে বলতে চাই। আমাদের ধূমপান বন্ধ করা উচিত। অতিরিক্ত ধূমপান ক্ষতিকর। আমি জানি না এখানে এই সময়ে কথাগুলো বলা উচিত হচ্ছে কি না। তবুও বলছি। কেননা আমরা রুবেল ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না।  অমিতাভ রেজা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা রেদয়ান রনি, নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফসহ বিনোদন অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। এ সময় রুবেলকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় একাধিক সংগঠনের পক্ষ থেকে।   
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১

রেখার সঙ্গে ছবি শেয়ার করে যে মন্তব্য করলেন অমিতাভ
বলিউডের জনপ্রিয় দুই তারকা অমিতাভ বচ্চন ও রেখা। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। এমনকি কাজ করতে গিয়ে পরকীয়া প্রেমেও নাকি জড়িয়েছিলেন অমিতাভ-রেখা। পরে অবশ্য রেখার সঙ্গে আর কোনো সিনেমায় দেখা যায়নি অমিতাভকে। এদিকে ৮১ বছর বয়সে এসে নিজের ইনস্টাগ্রামের একটি ব্লগে রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন অমিতাভ। পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্তও তুলে ধরেন তিনি।    রেখার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লেখেন, এ সিনেমার পেছনে থাকা ইতিহাস কম নয়।  ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ‘মুকদ্দর কা সিকন্দর’ সিনেমায় রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিচলিত হয়ে পড়েছিলেন জয়া। পরে স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ। অন্যদিকে আরেকটি ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আহ… এ ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনো একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ছবিতে অমিতাভের সেই বন্ধুদের তালিকায় রয়েছেন— বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ (সঙ্গীত পরিচালক) এবং রেখা।  ছবিতে দেখা গেল একহাতে মাইক, অন্যহাতটি দর্শকদের উদ্দশ্যে নাড়ছেন শাহেনশা। বাকিরা অমিতাভের পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। ‘ভুলে বিসরে নগমে’ শীর্ষক এক মিউজিক্যাল শোয়ের ফাঁকে তোলা হয় ছবি। ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি, জমকালো সিল্কের শাড়িতে রেখা। তার চুলে গজরা, গা ভর্তি গয়না।   সূত্র : হিন্দুস্তান টাইমস  
২৩ জানুয়ারি ২০২৪, ১১:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়