• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় গত ২৪ ঘণ্টায় ১৭ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।  জেলার নৌ থানা পুলিশ মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর ও চিরারচর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ মিটার কারেন্ট জাল, ৮৮ কেজি জাটকা মাছ ও দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার জেলেরা হলেন- নাজমুল হাসান (২৩), মো. আসলাম (২৫), মো. আব্দুর রশিদ (৫৮), মো. সুজন (১৯), মো. ইউসুফ (২০), মো. রুবেল মিজি (২৪), মো. মাসুম (২৩), মো. জুয়েল মিজি (২৮), হযরত বিল্লাল হোসেন (২২), মো. মোয়াজিব (২১), মাসুদুর রানা (১৯), মাঈনুদ্দিন (১৫), মো. হৃদয় (১৪), মো. ফাহিম (১৫), মমিন (১৫), হৃদয় (১৪) এবং আল অমিন (১০)। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে নৌ থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার দুটি কাঠের নৌকা নৌ থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, আটক ১৭ জনের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ২৩:৪৪

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ৭
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল ২ মাসের জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়ন কর্মসূচির নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীতে জাটকা ধরায় ৭ জেলেকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে সদর উপজেলার মেঘনা মোহনা এলাকা থেকে আটক করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, মধ্যরাত থেকে ২ মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে নৌ পুলিশ। জাটকা ধরার কারণে আটক ৭ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আজই আদালতে পাঠানো হবে। এ দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স ১২টি দল নদীতে মহড়া দিচ্ছে। ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়নে সরকার ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। আইন অমান্য করে কোন জেলে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
০১ মার্চ ২০২৪, ২৩:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়