• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
চলচ্চিত্রে অভিনয় না করার কারণ জানালেন ববিতা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতা। যার রূপ ও অভিনয়গুণে এখনও বুঁদ ১৬ থেকে ৮০। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে সিনেমায় একসময়ে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রীকে এখন আর দেখা যায় না রুপালি পর্দায়। চলচ্চিত্রে অভিনয় না করার কারণ জানালেন ববিতা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে চলচ্চিত্রের নানান বিষয় নিয়ে কথা বলেন ববিতা।  এ সময় অভিনেত্রী বলেন, সুযোগ হলেই আবারও আমাকে পর্দায় দেখতে পারবেন ভক্তার। সঙ্গে এ-ও জানান, আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে অবশ্যই অভিনয় করব। অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না। ববিতা বলেন, বর্তমানে যেসব চরিত্রের জন্য আমাকে বলা হয়, এগুলো করতে অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শুটিং নাকি আমেরিকা, কানাডায় হওয়ার কথা ছিল। কিন্তু আমি রাজি হয়নি। কারণ, শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই সিনেমায় অভিনয় করব। অভিনেত্রী আরও বলেন, আমাদের পাশের দেশগুলোতে দেখেন, অমিতাভ বচ্চন এই বয়সে এসেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দেশে এই চর্চাটা নেই। সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়ক কিংবা নায়িকার বাবা-মার চরিত্র ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই। আর এ কারণেই সিনেমায় নেই আমি। ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় দর্শক দেখবে আমাকে।     প্রসঙ্গত, সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে ববিতাকে। তবে আগামীতে কোনো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পেলে অবশ্যই তাকে রুপালি পর্দায় দেখা যাবে বলে আশ্বস্ত করেন তিনি।
২১ এপ্রিল ২০২৪, ১৬:৫১

বাবা-মেয়ের অভিনয় করলেও প্রেম করছেন তারা!
‘পুণ্যিপুকুর’ নামের ধারাবাহিকে অম্বরীশ ভট্টাচার্যের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা ভট্টাচার্য। তবে গুঞ্জন উঠেছে বাস্তবে নাকি তাদের সম্পর্কটা উল্টো। বয়সে ফারাক হলেও মনে মনে মিলে গেছেন তারা। চুটিয়ে প্রেম করছেন এই দুই অভিনয়শিল্পী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে  তারা। এদিকে এ রটনা রটতেই শুরু হয়ে গেছে কানকথা। কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দাসের পর কি তাহলে আরও এক ‘বিতর্কিত বিয়ে’ আসতে চলেছে সামনে? তবে এমন জল্পনা হেসে উড়িয়ে দিয়েছেন আয়েশা। সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।’ তিনি আরও বলেন, মাঝে মাঝে এমন খবর রটে’! বিস্তারে বুঝিয়ে বলেন, অম্বরীশের সঙ্গে তিনি প্রেম করছেন না। বরং একসঙ্গে একটি সিনেমা করছেন। যেখানে তাকে অম্বরীশের প্রেমিকার চরিত্রেই দেখা যাবে। সেটায় নিঃসন্দেহে অসমবয়সী প্রেম দেখতে পাবে দর্শকরা, বাস্তবে নয়। শিগগিরই মুক্তি পাচ্ছে অম্বরীশ-আয়েশার ছবি ‘ব্যুমেরাং’। এতে আরও অভিনয় করেছেন জিৎ-রুক্মিণী। ছবিটি নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। 
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৬

প্রথম সিনেমায় যত টাকা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন শর্মিলা
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল সত্যজিৎ রায় নির্মিত ‘অপুর সংসার’।  তবে জীবনের প্রথম অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।   সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জীবনের প্রথম উপার্জন এবং সেই সময়ের সমাজে দ্রব্যমূল্য প্রসঙ্গে কথা বলেছেন শর্মিলা।   শর্মিলা বলেন, আমার প্রথম সিনেমায় অভিনয়ের জন্য সত্যজিৎ রায়ের কাছ থেকে ৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলাম। অল্প বয়সে আমি আয় করতে শুরু করি। তখন এখনকার মতো পারিশ্রমিক পাইনি ঠিকই, তবে এ কথাও মানতে হবে যে, সে সময় দ্রব্যমূল্যও আজকের মতো ছিল না। শুধু টাকা নয়, শর্মিলাকে একটি শাড়ি এবং ঘড়িও উপহার দেন সত্যজিৎ। অভিনেত্রী বলেন, টাকা পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গেই সোনার দোকানে গিয়ে সেই টাকা দিয়ে গয়না কিনেছিলাম। তবে সেসময় ওই টাকাটা কম হলেও তখন জিনিসপত্রের দামও খুব কম ছিল।     শর্মিলা আরও জানান, ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমায় অভিনয় করে ১০ থেকে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি। কিন্তু তার প্রথম হিন্দি সিনেমার জন্য ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা।  জানা গেছে, শর্মিলার প্রথম হিন্দি সিনেমা ছিল শক্তি সামন্ত নির্মিত ‘কাশ্মীর কি কলি’। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্মাতা এই সিনেমায় পারিশ্রমিকের বদলে মুম্বাইয়ের বর্তমান ভিলে পার্লে অঞ্চলে জমি কিনে দিতে চেয়েছিলেন আমাকে।  তবে আমি রাজি হইনি।    হিন্দি সিনেমায় পা রাখার পর মুম্বাইয়ে শর্মিলার কোনো বাড়ি ছিল না। ক্যারিয়ার শুরু প্রথম কয়েক বছর তাজমহল হোটেলে ছিলেন।  অভিনেত্রীর ভাষ্য, এর কয়েক বছর পর ৩ লাখ টাকা দিয়ে বাড়ি কিনি আমি। কিন্তু সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল আমাকে। কারণ তখন আমাদের বিপুল হারে কর দিতে হত। তাই সেসময় টাকা জমানো ছিল খুব কঠিন কাজ। সূত্র : আনন্দবাজার     
০৩ এপ্রিল ২০২৪, ১৪:৫৫

বেঁচে থাকলেও অভিনয় আর করতে পারব না : সামান্থা
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিউডেও তার বিচরণ রয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। লাস্যময়ী হাসি আর অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। মাঝে ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন সামান্থা।      সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা ও সেসময়ের নানান বিষয় নিয়ে কথা বলেছেন সামান্থা। এসময় তিনি বলেন, ‘মায়োসাইটিস’ থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানান— কঠিন নয়, এটা তার সেরা সিদ্ধান্ত ছিল।  সামান্থা বলেন, সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সেসময় অনেকেই বলেছিল যে, আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারব না। এমনকি বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না। কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে। জানা গেছে, ২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন সামান্থা। এখন তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়ার পর দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে। যার ফলে রুপালি পর্দা থেকে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে। বর্তমানে জীবনের সব বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয়ের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমাতেও প্রশংসিত হয়েছে তার কাজ। গেল বছরের মাঝামাঝি চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা। তবে ধীরে ধীরে রুপালি পর্দায় ফিরছেন তিনি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সামান্থা অভিনীত সিনেমা ‘সিটাডেল’।  সূত্র : ফেমিনা ইন্ডিয়া  
০৯ মার্চ ২০২৪, ১০:৫৭

অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন তাহসান
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গান দিয়ে যার শোবিজে পথ চলা শুরু। তবে গানের পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয়ে দর্শকদের নজর কাড়েন এই তারকা। ক্যারিয়ারে ইতোমধ্যে ২০ বছর পার করেছেন তাহসান। আগে বিশেষ দিবসের কোনো কাজে পর্দায় দেখা মিললেও এখন একেবারেই দেখা যায় না তাহসানকে। বর্তমানে গান নিয়েই ব্যস্ততা তার। নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে অংশ নেন তাহসান।  কনসার্ট শেষে গণমাধ্যমে কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন তাহসান। এ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন এই গায়ক।   সাক্ষাৎকারে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, বিগত ২০ বছর ধরে কাজ করছি আমি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়। অভিনেতা আরও বলেন,  দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প এবং নির্মাতা হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।   তাহসান বলেন, বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। যখন আমার গান তাদের ভালো লাগে এবং শুনতে আগ্রহ দেখায়, তখন নিজের ভেতর আনন্দ বোধ হয়।
০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়