• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
‘উপজেলা নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে বরখাস্ত’
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে দায়িত্বরতদের ভূমিকা রাখতে হবে।  এক্ষেত্রে কারও বিরুদ্ধে দায়িত্বের অবহেলার অভিযোগ উঠলে বরখাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।  ইসি রাশেদা সুলতানা আরও বলেন, জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তার নিচে আমরা আর নামতে চাই না, বরং আরও ওপরে উঠতে চাই। আমাদের লক্ষ্য দেশে সব সময়ের জন্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এ ক্ষেত্রে সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।  এ সময় সভায় রাজশাহী বিভাগের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
০২ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

নিউজিল্যান্ডকে অবহেলা করার কঠিন শিক্ষা পেল দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা পর অনেক সমালোচনার শিকার হতে হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে (সিএসএ)। দলের মূল ক্রিকেটারদের টি-টোয়েন্টি লিগ খেলা সুযোগ দেওয়ায় প্রথম টেস্টেই লজ্জায় পড়তে হয়েছে প্রোটিয়াদের। মাউন্ট মঙ্গানু্ইয়ে ২৮১ রানের ব্যবধানে হারের তিতো স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাউন্ট মঙ্গানু্ইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই সিদ্ধান্তই প্রোটিয়াদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে কিউইরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ১৭৯ রান করে প্রোটিয়াদের সামনে ৫২৯ রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেয় কিউইরা। জবাব দিতে নেমে ২৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা।  টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি তাদের তৃতীয় বড় জয়। এর আগে দ্বিতীয় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে। ওই ম্যাচে কিউইরা জয় পেয়েছিল ২৫৪ রানে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়টি ৪২৩ রানের। ২০১৮ সালের ওই ম্যাচে লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য দিয়েছিল কিউই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জবাব দিতে নেমে ২৩৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে তৃতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। তখন কিউইদের লিড ৫২৮ রানের। বুধবার (৭ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে আর ব্যাটিং করতে নামেনি নিউজিল্যান্ড। ইনিংস ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ৫২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রান করতেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর জোবায়ের হামজাও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে দক্ষিণ আফ্রিকা। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের বেশিদূর এগুতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান প্যাটারনসন ও ডেভিড বেডিংহাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। যদিও জুটিতে প্রায় পুরো অবদানই বেডিংহামের। এই জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৯ বলে ৮৬ রান। আর ১৬ রান প্যাটারসনের। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংস সাজান বেডিংহাম। শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। সোয়ার্ট ৫৬ বলে ৩৬ এবং ডেন ১৭ বলে ১৫ রান করে আউট হলে ২৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন কাইল জেমিসন। তিন উইকেট নেন মিচেল স্যান্টনার। এ ছাড়াও টিম সাউদি, ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট নেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

চিকিৎসায় অবহেলা হলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসায় অবহেলা করলে সেই সব চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় চিকিৎসকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।  শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে চমেক হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ও ক্লিনিকে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডা. সামন্ত জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের আবাসনের মান উন্নয়নে কাজ করবেন, যাতে সেখানে কর্মরত চিকিৎসকরা স্বাচ্ছন্দ্যে রোগীদের সেবা দিতে পারেন। উপজেলায় রোগীরা মানসম্মত চিকিৎসা পেলে তারা শহরে ছুটবেন না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সেভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের সম্মান করে। আমাদের সেভাবেই কাজ করতে হবে যাতে ভবিষ্যতে রোগীরা চিকিৎসার জন্য বিদেশ যাবেন না, বরং অন্য দেশ থেকে রোগীরা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসবেন। যদি সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন, তবে কেন আমাদের চিকিৎসকরা বিশ্বের সেরা হতে পারবেন না। এর আগে চমেক হাসপাতালে ৩২ শয্যার আইসিইউ উদ্বোধন এবং চমেক হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিতব্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাইট ও নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের সাইট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়