• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
মোহাম্মদ জিয়াউদ্দিনের অবসান
অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদ থেকে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে সরানো হয়েছে। এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বের শেষ দিকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেজ ১৯৯৬ এর রুলস ৩বি(৩) অনুযায়ী অদ্য ২৭ পৌষ ১৪৩০/১১ জানুয়ারি ২০২৪ তারিখে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের অবসান করেছেন। মোহাম্মদ জিয়াউদ্দিন একজন বাংলাদেশি কূটনৈতিক যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যামবাস্যাডার-অ্যাট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৫ মে বাংলাদেশ সরকার তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যামবাস্যাডার-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
১১ জানুয়ারি ২০২৪, ১৭:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়