• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বকাপের আগে অবসর ভেঙে পাকিস্তান দলে আমির-ইমাদ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। অবসর ভেঙ্গে ফেরার ঘোষণার পরপরই অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছিলেন তারা।  এবার টি-টোয়েন্টি দলেও ফিরেছেন তারা। তাদেরকে নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে পিএসএলে আলো ছড়িয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উসমান খান এবং ইরফান খান। ৬ টেস্ট খেলা আবরার আহমেদও স্কোয়াডে আছেন। সাদা বলের ক্রিকেটে দ্য গ্রিন ম্যানদের জার্সি পরার অপেক্ষায় তিনি। ১৭ জনের এই স্কোয়াডের সঙ্গে নন-ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবেও পাঁচজনকে রাখা হয়েছে। এই তালিকায় অভিজ্ঞ মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও আছেন। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, উসমান খান, ইফতেখার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, ফখর জামান , ইরফান খান নিয়াজী, উসামা মীর ও জামান খান। রিজার্ভ : হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, আগা সালমান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।  
০৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

অবসর ভেঙে খেলায় ফিরছেন অ্যাগুয়েরো!
২০২১ হৃদপিণ্ডের সমস্যায় পড়ে প্রতিযোগিতামূলক খেলা থেকে অবসর নিয়েছিলেন অ্যাগুয়েরো। বার্সেলোনায় থাকা অবস্থায় ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি। দীর্ঘ দিন পর আবারও মাঠে ফিরছেন এই আর্জেন্টাইন তারকা। আগামী গ্রীষ্ম মৌসুম থেকে দ্য সকার টুর্নামেন্টে (টিএসটি) খেলবেন তিনি। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নর্থ-ক্যারোলিনায়, শেষ হবে ১০ জুন। অ্যাগুয়েরোর খেলায় ফেরার বিষয়ে টিএসটির প্রতিষ্ঠাতা এবং সিইও জন মুগার এক বিবৃতিতে বলেন, এই বছরের মাঠে সার্জিও এবং তার দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি শুধু সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন নন, সর্বকালের সবচেয়ে কঠিন প্রতিযোগীদের একজন।  তিনি মজা করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্যারিতে আসছেন, আর টিএসটি বিষয়টি এমনি। তবে কোন ক্লাবের হয়ে খেলবেন অ্যাগুয়েরো সেটি নিশ্চিত হওয়া যায়নি। ক্লাব ক্যারিয়ারে অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন অ্যাগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছেন তিনি। এছাড়া আর্জেন্টিনার হয়ে ৩টি বিশ্বকাপ খেলেছেন অ্যাগুয়েরো। অ্যাগুয়েরোর শেষ ম্যাচ ছিল আলভেজের বিপক্ষে বার্সেলোনায়। ওই ম্যাচে খেলার মাঠে হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় তার বদলি খেলোয়াড় নামানো হয়। পরে জানা যায়, হৃদপিণ্ডের ক্রিয়া সংশ্লিষ্ট রোগ অ্যারিথমিয়াতে আক্রান্ত অ্যাগুয়েরো। এরপর কয়েক মাস তার চিকিৎসা চলে। পরবর্তীতে সুস্থ হলেও খেলার মাঠে ফেরা হয়নি তার।  
০৫ এপ্রিল ২০২৪, ২৩:১৪

কবে অবসর নেবেন, জানালেন মেসি
আগামী জুনে ৩৭-এ পা দেবেন আর্জেন্টাইন মহারথি লিওনেল মেসি। সবকিছু বিবেচনায় এই সময়ে দীপ্তিময় সূর্যের সোনালি আভা ছড়ানোর শেষপ্রান্তে পৌঁছে যাবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী লিও বলেই কি না, এখনও প্রশ্নাতীতভাবে পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে ক্ষুদে এই জাদুকরের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিয়ে কাতার বিশ্বকাপের পর থেকে কম জল ঘোলা হচ্ছে না। মেসির পক্ষ থেকে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও সম্প্রতি এমবিসি’র ‘বিগ টাইম পডকাস্ট’-এ নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির মন্তব্য, যখন মনে করবেন, আর কিছু দেওয়ার নেই; তখনই ক্যারিয়ারের ইতি টানবেন। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ভাষায়, সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না (তখন সিদ্ধান্ত নেব)। তিনি যোগ করেন, আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কারণ, আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কীভাবে করতে হয়। ইন্টার মায়ামির এই অধিনায়কের দাবি, কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলত, তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম। মেসির ভাষ্য, খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সবকিছু অর্জনের, স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।
২৮ মার্চ ২০২৪, ১২:৪৯

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
প্রায় এক বছর আগে থেকে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে নানা জটিলতায় তা বাস্তবে রূপ নিতে ব্যর্থ হয়। অবশেষে সব বাঁধাকে পিছনে ফেলে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই তারকা পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই আমিরকে দলে ফেরাতে বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন আমির। এর আগে গতকাল একই প্রক্রিয়ায় ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পিসিবি। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান আমির। পোস্টে আমির লেখেন, ‘আমি এখনো পাকিস্তান দলে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদেরকে এমন একটি জায়গায় এনে দাঁড় করায়, যখন আমাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে হয়।’ তিনি বলেন, আমার এবং পিসিবির মাঝে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে আমি বুঝতে পেরেছি, দলের আমাকে প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সঙ্গে কথা বলে আমি পাকিস্তান দলে খেলতে পারি। আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল আমাকে যখন চাইবে, তখনই পাবে। তিনি আরও বলেন, আমি দেশের জন্য এটি করতে চাই। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে দলের কথা চিন্তা করতে হবে। সবুজ জার্সি গায়ে দিয়ে দেশের সেবা করা সব সময় আমার বড় আকাঙ্ক্ষার।  ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে অবসর নিয়েছেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলের খেলা বাদ দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন আমির। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন তিনি।
২৪ মার্চ ২০২৪, ২১:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন ইমাদ
সদ্য শেষ হওয়া পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। দলটির অন্যতম সদস্য ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। বল হাতে ১২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমানে রেখে তাকে নিয়ে পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেও দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ। অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইমাদ।  জানা গেছে, ইমাদকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পিসিবির হেড কোয়ার্টারে আমন্ত্রণ জানানো হয়। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। তাদের সঙ্গে বৈঠকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ইমাদ।  শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। পোস্টে তিনি লিখেছেন, পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আমি ঘোষণা করতে চাই যে, আমি আমার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।  ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটে পাকিস্তান ক্রিকেটের জন্য আমি মাঠে নামতে প্রস্তুত। আমার ওপর আস্থা রাখার জন্য আমি পিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’ ইমাদ পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন বছরখানেক আগে। দেশের জার্সিতে ৬৬ টি-টোয়েন্টিতে ১৩১.৭০ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করেছেন এই অলরাউন্ডার। এ ছাড়া বল হাতে ৬.২৬ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট।  
২৩ মার্চ ২০২৪, ২০:৪৮

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান স্কোয়াডে হাসারাঙ্গা 
অনেক নাটকীয়তা করে সিরিজ শুরুর শেষ মুহূর্তে ওয়ানডে দল ঘোষণা করলেও, এবার বেশ আগেভাগেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের টেস্ট দল ঘোষণা করল লঙ্কানরা। আগের রাতে ওয়ানডে সিরিজ হারের তাজা ক্ষত নিয়েই সিলেট ও চট্টগ্রাম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা। মঙ্গলবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের এই দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ধনঞ্জয়া ডি সিলভার হাতে। দলের শক্তি বাড়াতে চমক দেখিয়ে দলে ফেরানো হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। গত বছরের আগস্টে টেস্ট থেকে আচমকা অবসর ঘোষণা দিয়ে চার ম্যাচের মিনি ক্যারিয়ারের ইতি টেনেছিলেন এই লেগ স্পিন অলরাউন্ডার।সবশেষ টেস্টটি খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে, বাংলাদেশের বিপক্ষে। এবার একই দলের বিপক্ষে ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্যারিয়ার পুনর্জীবিত করতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে লঙ্কান দলে ফিরেছেন আরেক পেসার লাহিরু কুমারা। গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে সবশেষ ম্যাচটি খেলেছিলেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে অবশ্য তিনটি ওয়ানডেতে খেলেন তিনি। দলে নতুন ডাক পেয়েছেন নিশান পেইরিস। অভিষেকের অপেক্ষায় থাকা এই অফ স্পিনার এখন পর্যন্ত ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন; নামের পাশে রয়েছে ১৫৩ উইকেট। ইনিংসে ১০ বার নিয়েছেন পাঁচটি করে উইকেটে। চারটি করে নিয়েছেন ৭ বার। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন একবার। বাংলাদেশের বিপক্ষে টেস্টে বড় এক চমক হিসেবেই আবির্ভূত হতে পারেন এই লঙ্কান তরুণ।  শক্তিশালী লঙ্কান স্কোয়াডে আরও আছেন দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞরা।  বাংলাদেশ সফরে সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। আবার চট্টগ্রামে একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর জন্য আবার সিলেট ফিরছে লঙ্কানরা। আগামী শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের আবার চট্টগ্রামে পাচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ থেকে। শ্রীলঙ্কা টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রাবাথ জায়াসুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।
১৯ মার্চ ২০২৪, ০৯:২৩

তামিমের অবসর নিয়ে বিসিবির মিথ্যাচার
গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ থেকে হঠাৎ করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল খান। এরপর প্রায় আট মাস পার হয়ে গেলেও এই টাইগার ব্যাটারের অবসর নেওয়ার কারণ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে একাধিক বার প্রশ্ন করলে, উত্তরে বারবার বলেছেন তামিমের অবসরের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।  সোমবার (১১ মার্চ) দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে তামিমের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। যেখানে এই টাইগার ব্যাটার তার অবসর নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন। এ সময় তামিমকে প্রশ্ন করা হয় তার অবসরের আসল কারণ বিসিবি জানেন কি না। জবাবে তিনি বলেন, বিসিবির সবাই জানে আমি কেনো অবসর নিয়ে ছিলাম। তিনি বলেন, আমার তদন্ত কমিটির সঙ্গে বসার কোনো কারণ ছিল না। কারণ, আমি বিশ্বকাপ দলে ছিলাম না। সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং বিসিবি তামিমের কথা থেকে পরিষ্কার হয় যে তার অবসর নেওয়ার কারণ সম্পর্কে সবাই জানতো। অথচ এই বিষয়টি নিয়ে দিনের পরদিন মিথ্যাচার করে গেছে বিসিবি। বিসিবির তদন্ত কমিটির রিপোর্টে কি রয়েছে তা এখনও প্রকাশ করেনি। বিপরীতে রিপোর্ট নিয়ে নতুন নাটকের সৃষ্টি করেছে তারা। কয়েকদিন আগে দেশের বেসরকারি একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়, বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে বিসিবির দুই পরিচালককে। এরপর গত শনিবার সভা শেষে তদন্ত রিপোর্ট নিয়ে বিসিবি সভাপতি বলেন, এই রিপোর্টে কোনো পরিচালকের নাম নেই। শুধু তাই নয়, এসব নিয়ে এক লাইনও লেখা নেই এই রিপোর্টে। আমাকে রিপোর্টা তারা জমা দিয়েছে। অন্যদিকে কয়েক দিন আগেই তদন্ত কমিটির একজন সদস্য দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তদন্ত রিপোর্টে অনেক সংবেদনশীল বিষয় রয়েছে। যা প্রকাশ করা ঠিক হবে না। এর সঙ্গে দুই একজন বোর্ড পরিচালকও জড়িত রয়েছে।
১১ মার্চ ২০২৪, ১৮:৪৩

অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অভিমান করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। হুট করে তার এমন সিদ্ধান্ত নেওয়ায় হতবাক ক্রীড়াপ্রেমীরা। অবশ্য, গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন তিনি।  তার অবসরের সিদ্ধান্ত একটি চিঠির মধ্যমে আর্চারি ফেডারেশনের কাছে জমা দিয়েছেন টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার। রোববার (৩ মার্চ) গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল অব. মইনুল ইসলাম। তিনি বলেন, রোমান জাতীয় দলের হয়ে আর খেলবেন না। এমন চিঠি আমাদেরকে দিয়েছেন। কয়েক দিন আগেই তা পেয়েছি।  ‘তবে আমরা এখন তা বিবেচনা করবো। সে কেনও খেলতে চায় না, রাগ বা ক্ষোভ আছে কিনা; হুট করে কোনও কিছু করা ঠিক হবে না। যদি সবাই মিলে ওকে বোঝানো যায় তাহলে হয়তো ফিরতে পারে।’ এদিকে নিজের না খেলার বিষয়ে রোমান বলেছেন, আর জাতীয় দলের হয়ে খেলবো না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারবো। কিন্তু কিসের আশায় খেলবো? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আর্চারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।’ গত কিছু দিন থেকেই রোমানের পারফরম্যান্স সেভাবে ভালো হচ্ছে না। এরপর যোগ হয়েছে চোট। প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও গত বছর থাইল্যান্ডে ভালো কিছু করতে পারেননি। এর আগে টঙ্গীতে সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন।  নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমিয়ে আনে ফেডারেশন কর্মকর্তারা। যদিও সেই ধাক্কা সামলে আবারও তির-ধনুকে নজর দিতে চেয়ে আগের ফর্মে ফিরতে পারছেন না। এখন দেখার অপেক্ষা ফেডারেশনের হস্তক্ষেপে রোমান সানা ফিরে আসেন কিনা।
০৩ মার্চ ২০২৪, ১৫:৩৯

অবসর ভেঙে দলের ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আগুয়েরো
২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন সার্জিও আগুয়েরো। সে সময়ে অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ওঠে, আগুয়েরো বলেছেন ইন্ডিপেন্ডেন্টের কোচ কার্লোস তেভেজ যদি তাকে দলে ডাকে তবে তিনি কার্ডিওলোজিস্টের সঙ্গে পরামর্শ করবেন। তবে এবার আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড।   এ সম্পর্কে আগুয়েরোর ভাষ্য, এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত হয়। আবারও বলছি কার্ডিওলোজিস্ট করেছেন আমি ভালো আছি। আমার শরীর ভালো আছে, এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বিভাগের দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে আমার বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে। উল্লেখ্য, ফুটবল অঙ্গনে অন্যতম জনপ্রিয় স্ট্রাইকার আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ২০০৩ সালে আর্জেন্টিনার একটি ক্লাবে যোগদানের মাধ্যমে খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করেন তিনি। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে আগুয়েরোর অভিষেক হয়। একজন টিনএজার হিসেবে তিনি আর্জেন্টিনার হয়ে ফিফা যুব চ্যাম্পিয়নশিপগুলোতেও অংশগ্রহণ করেন। লিওনেল মেসি এবং ফেরন্যান্দো গ্যাগোর সঙ্গে ২০০৫ ফিফা যুব চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। এ ছাড়া ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকেও বিজয়ী হন তারা।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

‘তামিম কেন হুট করে অবসর নিলো আমি জানি না’
গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল খান। তাকে দল থেকে বাদ দেওয়ার অন্যতম নায়ক ভাবা হয় কোচ হাথুরুসিংহেকে। তবে এসবের পেছনের কারণ কিংবা ঘটনার কিছুই জানেন না এমন মন্তব্য করেছে টাইগার হেড কোচ। চলমান বিপিএলের প্লে-অফে খেলছে তামিমের ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে তাকে দেখা গেলেও জাতীয় দলের জার্সিতে তামিমের ভবিষ্যৎ এখনও অজানা। বিপিএল শেষে তামিম ইকবালের সঙ্গে বসার কথা রয়েছে বিসিবির। তবে তার আগেই তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের সিরিজের মাঝ পথে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এই বিষয়ে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, কোন ঘটনা? আমি জানতে চাই। আমি এর আগে কখনো এই বিষয়ে শুনিনি। সত্য বলতে, আমি আজ পর্যন্ত জানি না সে কেনো অমন সিদ্ধান্ত নিয়েছিল।   কিন্তু তামিম অবসর নেওয়ার পর এখনও পর্যন্ত তার সঙ্গে কথা বলেন তিনি লঙ্কান হেড মাস্টার। তিনি বলেন, সে অবসর নিয়েছে এবং সেটি এমন একটি পর্যায় যেখানে আমরা কিছুই করতে পারি না। এরপর আমার মনোযোগ রয়েছে দলের দিকে। আপনি জানেন, আমি সবসময় এই কথা বলেছি, দলের চেয়ে কোনো ব্যক্তিই বড় নয়। বিপিএল শেষে লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই ছুটি শেষে ঢাকায় ফিরেছেন শান্ত-মিরাজদের হেড কোচ হাথুরুসিংহে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়