• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
ভারত মহাসাগরে গত ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর ২৩ জন নাবিক। এরপর জাহাজ ও নাবিকদের উদ্ধারে মালিকপক্ষ ও সরকার বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে। অবশেষে ৩১ দিন পর ১৩ এপ্রিল রাতে মুক্তি পায় জাহাজ ও নাকিকরা।  এদিকে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রোববার (১৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন জাহাজটির চিফ অফিসার আতিকউল্লাহ খান। সেখানে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। অবিশ্বাস্য প্রচেষ্টার জন্য এসআর শিপিংকে ধন্যবাদ। বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা, যারা পুরো যাত্রায় আমাদের জন্য প্রার্থনা করেছেন। ধন্যবাদ ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা। ধন্যবাদ বাংলাদেশ। লাভ ইউ অ্যান্ড মিসিং ইউ বাংলাদেশ। আতিকউল্লাহ খানের শেয়ার করা ছবিতে দেখা যায়, বাংলাদেশি নাবিকদের সঙ্গেই রয়েছেন ইইউ নেভির কমান্ডোরা। এ ছাড়া এমভি আবদুল্লাহর পাশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টার একটি যুদ্ধ জাহাজও দেখা যায়। উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। পরে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:১১

পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি।  এবার পুলিশ হয়ে পর্দায় আসছেন বাঁধন। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার। যা রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।      রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, আর রহস্য উদ্ঘাটনের চেষ্টা— এমনই ঝলকে সামনে এলো ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দেন বাঁধন। সিনেমায় খুনসহ ধর্ষণের কথা উঠে আসে। মূলত  চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।    ‘এশা মার্ডার : কর্মফল’ নির্মাণ করছেন সানী সানোয়ার। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন ও বিঞ্জ। আর সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির।  এ প্রসঙ্গে বাঁধন বলেন, এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শক টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন। সিনেমাটির লেখক ও নির্মাতা সানী সানোয়ার বলেন, এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি। যেটা দেখে দর্শক সিদ্ধান্ত নিতে পারেন, এশা মার্ডার তারা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে।    প্রসঙ্গত, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায় বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন—পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।  
২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

বুকিং অফিসার নেবে ডাচ-বাংলা ব্যাংক, এসএসসি পাসেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে (এজেন্ট ব্যাংকিং)। প্রতিষ্ঠানটি ‘বুকিং অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (এজেন্ট ব্যাংকিং) পদের নাম: বুকিং অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ১০,০০০-১২,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৪০ বছর কর্মস্থল: ঢাকা (মোহাম্মদপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা Dutch Bangla Bank Limited (Agent) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৪ পর্যন্ত।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩

প্রাক্তন স্ত্রীর নির্যাতনে পুলিশের দ্বারস্থ অভিনেতা
তারকাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন নতুন কিছু নয়। বনিবনা না হলেই বিচ্ছেদের পথ বেছে নেন তারকারা। আবার অনেক সময় বিচ্ছেদের পরেও যেন অশান্তি পিছু ছাড়ে না তারকাদের। ঠিক এমনটাই ঘটেছে বলিউড অভিনেতা নীতিশ ভরদ্বাজের জীবনে। বিচ্ছেদের পরেও অশান্তি থেকে রেহাই পাচ্ছেন না তিনি। এবার স্ত্রীর নির্যাতনে পুলিশের দ্বারস্থ হয়েছেন নীতিশ। জানা গেছে, প্রাক্তন স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়ে ভোপালের পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন নীতিশ।  ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে— নীতিশ ভরদ্বাজের প্রাক্তন স্ত্রী স্মিতা ভরদ্বাজ মধ্যপ্রদেশের একজন আইএএস অফিসার। দীর্ঘদিন ধরে নীতিশকে মানসিকভাবে নির্যাতন করছেন তিনি। এমনকি সন্তানদের সঙ্গেও দেখা করতে দেন না নীতিশকে। বাধ্য হয়ে ভোপালের পুলিশ কমিশনারকে চিঠি লিখে সাহায্য প্রার্থনা করেন নীতিশ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিতকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।    এ প্রসঙ্গে ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্রা বলেন, আমরা নীতিশ ভরদ্বাজের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি। প্রসঙ্গত, ২০০৯ সালে স্মিতা ভরদ্বাজকে বিয়ে করেন নীতিশ ভরদ্বাজ। এই দম্পতির  জমজ দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় ২০১৯ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের সংসার। ২০২২ সালে সংসার ভাঙার ঘোষণা দেন নীতিশ। বর্তমানে দুই কন্যা মা স্মিতার সঙ্গে ইন্দোরে থাকেন।  সূত্র : ইন্ডিয়া টুডে  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬

৪ ব্যাংকে অফিসার পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের তালিকা
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ভুক্ত (বিএসসিএস) ৪টি ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’–এর ৩৫৮টি শূন্য পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য ৩৫৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এ পদের জব আইডি নম্বর ১০১১৭। নির্বাচিত ৩৫৮ জনের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ২৩৯ জন, জনতা ব্যাংক পিএলসিতে ৪১, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৭৬ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২ জন নির্বাচিত হয়েছেন। নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। তালিকা দেখুন এখানে
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৮

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে পুনঃনিয়োগ পেলেন আবু জাফর রাজু 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃনিয়োগ পেলেন মোঃ আবু জাফর রাজু।  তিনি ২০১৯ সাল থেকে এ পদে কর্মরত আছেন। মোঃ আবু জাফর রাজুর বাবা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।  তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহ করতেন ও ভালবাসতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে সহপরিবারের নিমর্মভাবে হত্যার পর আব্দুল জব্বার ১৭ আগস্ট কুলাউড়া শহরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এ জন্য তাকে বেশ কয়েকবার কারাবরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। এর আগে, মোহাম্মদ আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে থাকাকালীন অবস্থায় কুলাউড়া সংসদীয় আসনের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।  তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, জাপান, ইটালি, স্পেন, আজারবাইজান, মালদ্বীপ, ভারত, সংযুক্ত আরব আমীরাত, সৌদি আরব, সুইজারল্যান্ডসহ বিভিন্নদেশ সফর করেছেন।
২৮ জানুয়ারি ২০২৪, ২০:১৩

জনতা ব্যাংকে অফিসার পদে বিশাল নিয়োগ, আবেদন শেষ ২৬ জানুয়ারি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। এই ব্যাংকে দশম গ্রেডে ‘অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)’ পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি পদের নাম: অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি) গ্রেড: ১০ম পদ সংখ্যা: ১১৪ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।  আবেদন যেভাবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job_with_fee.php) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন...
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

তীব্র শীতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন
টানা কয়েক দিনের তীব্র শীতে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। এদিকে শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা। ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিনই গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছে শীতজনিত রোগী। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।  সোমবার (১৫ জানুয়ারি) সকালে বান্দরবান সদর হাসপাতালে ঘুরে দেখা যায় বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছে অসংখ্য রোগী। এদের মধ্যে শিশুরোগ ছাড়াও মেডিসিন, সার্জারি ও গাইনিসহ প্রতিটি ওয়ার্ডের চিত্র একই। শীতের প্রকোপে স্বাভাবিক কর্মকাণ্ডে বিপর্যয় ঘটছে সাধারণ জনগণের। বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিনই প্রচুর রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করছে। হাট-বাজারের দিন রোগীর সংখ্যা আরও বাড়ে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় বহির্বিভাগের পাশাপাশি নানা ধরনের রোগে আন্তঃবিভাগে রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।  বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালে ২০২২ সালের জানুয়ারি মাসে রোগী ভর্তি ছিল ৪৫.৮ শতাশং আর ২০২৩ সালের জানুয়ারি মাসে রোগী ভর্তি ছিল ৬০.২ শতাংশ আর সর্বশেষ রির্পোট অনুযায়ী বান্দরবান সদর হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে আর ২০২৩ সালের  নভেম্বর মাসেই রোগী ভর্তি ছিল ৮৫.৪ শতাংশ।  হাসপাতাল সূত্রে আরও জানা যায়, শুক্র ও শনিবার বর্হিবিভাগ বন্ধ থাকায় রোববার প্রচুর রোগী সদর হাসপাতালে বর্হি বিভাগে চিকিৎসা নিতে আসে এবং তাদের প্রত্যোককে সরকারি বিভিন্ন ধরণের ঔষুধ বিনামূল্যে সরবরাহ করে হাসপাতাল কৃর্তপক্ষ।  বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইস্তিয়াকুর রহমান বলেন, ঠান্ডাজনিত কারণে সর্দি, কাশি ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এটি সামনে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  তিনি আরও বলেন, আমাদের যে পরিমান চিকিৎসক ও নার্স রয়েছে তারা সাধ্যমত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। শীতের এই সময়টা শিশুদের গরম কাপড় পরিধানসহ অপ্রয়োজনে সকলকে বাড়ির বাইরে বের না হওয়ায় পরামর্শ দেন সদর হাসপাতালের এই আবাসিক মেডিকেল অফিসার।
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

৮ ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৯৭৪ জন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার পদসংখ্যা: ৯৭৪ জন যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়সসীমা: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।  আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।  আবেদন ফি: আবেদনের জব আইডি নম্বর ১০২০১। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। ব্যাংকের তালিকা: সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে ৯৭৪ জন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৪১৪ জন, জনতা ব্যাংকে ১০০, অগ্রণী ব্যাংকে ২৫০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৮, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০, প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০, কর্মসংস্থান ব্যাংকে ১২ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৬০ জন নেওয়া হবে। আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। 
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়