• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘বড় ছেলে’র নতুন রেকর্ড 
এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান নির্মিত নাটকটি প্রচারিত হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে। এরপর কেবল রেকর্ড আর রেকর্ড।  দেশের প্রথম নাটক হিসেবে ইউটিউবে ৩৩ দিনে ছুঁয়েছিল কোটি ভিউয়ের মাইলফলক। নতুন খবর হলো, সম্প্রতি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটকটি। প্রবেশ করেছে পাঁচ কোটি ভিউয়ের ক্লাবে।  বিষয়টি নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, অবাক লাগে ২০১৭ সালে প্রচারিত নাটক ‘বড় ছেলে’ ৭ বছর পরে এসেও এখনও সে অবস্থানেই আছে, যেখানে সে ছিলো। আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি, যারা বড় ছেলেকে এতো দূর নিয়ে এসেছেন। আমি অভিনন্দন জানাই আমার পুরো টিমকে।
০৮ এপ্রিল ২০২৪, ১৯:৪৬

টিকটকের হেড অফিসে অপূর্ব
শোবিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন এই তারকা। বর্তমানে অবসর যাপনে দুবাইতে রয়েছেন তিনি।  আর সেখানে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে ব্যাপক মুগ্ধ হয়েছেন অপূর্ব।   বুধবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুকে টিকটকের হেড অফিসের একগুচ্ছ ছবি  শেয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন অপূর্ব।   ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দুবাইতে টিকটকের হেড অফিসে আসতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে। ওই ছবিগুলোতে দেখা যায়, অপূর্বের পরনে রয়েছে কালো ব্লেজার এবং প্যান্ট। চোখে ম্যাচিং গ্লাস। টিকটকের হেড অফিসের ভেতরে নানান জায়গায় বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেতা।  ছবিগুলো শেয়ার করা মাত্রই ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছেন অপূর্বের কমেন্টসবক্সে।   কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। মুক্তির পর বেশ আলোচিত ও দর্শকপ্রিয় হয়ে উঠেছে এটি। উঠে এসেছে ইউটিউবের ট্রেন্ডিংয়েও। প্রসঙ্গত, চলতি বছরে মুক্তি পেতে পারে অপূর্ব অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’। এছাড়াও নতুন সিনেমা ও ওয়েবের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। দেশে ফিরেই যোগ দেবেন নতুন কাজে।     
১১ জানুয়ারি ২০২৪, ১১:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়