• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
অপমান করতেই অনৈসলামিক বিয়ের মামলা করা হয়েছে : ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যে অনৈসলামিক বিয়ের দায়ে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলা করা হয়েছে মূলত তাকে ‘অপমান’ করতে। এছাড়া এর মাধ্যমে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিল করা হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) আদিয়ালা জেলে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন দাবি করেন। ইমরান বলেছেন, এসব অভিযোগ এনে তাকে থামানো যাবে না। সেনাবাহিনীর সঙ্গে তিনি কোনো ধরনের সমঝোতা করবেন না। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলেছে, ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি শরীয়াহ বিরোধী, পাকিস্তানের পারিবারিক আইন ও বিয়ের ওপর একটি ‘নিন্দনীয় হামলা’। এছাড়া এটিকে ব্যক্তিগত বিষয়ের ওপর হস্তক্ষেপ হিসেবেও অভিহিত করেছে দলটি। এদিকে মামলার বাদী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা। তার দাবি, ইমরানকে অনৈসলামিক উপায়ে বিয়ে করেছেন বুশরা। ইমরানের সঙ্গে বুশরার অবৈধ বিয়ে হয়েছে। কারণ তার সঙ্গে যখন বুশরার ডিভোর্স হয়, তখন আল্লাহর বিধান অনুযায়ী, অন্তত তিন মাস পর আরেকজনকে তিনি বিয়ে করতে পারতেন। কিন্তু আল্লাহর বিধান না মেনে ইদ্দাত চলার সময় (নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে) তিনি ইমরানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তবে বুশরা বিবি রোববার (৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন, খাওয়ার মানেকা ২০১৭ সালে তাকে মৌখিকভাবে ডিভোর্স দেন। এছাড়া তাদের ডিভোর্সের কাগজে যে তারিখ উল্লেখ করা আছে, সেটি ভুয়া বলে দাবি করেছেন তিনি। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন আদিয়ালা জেলের ভেতর স্থাপিত পাকিস্তানের একটি বিচারিক আদালত।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়