• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ফাইনালে ড্র করে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অর্জনের স্বীকৃতি ‌ও উৎসাহ দিতে, খেলোয়াড়সহ পুরো টিম ম্যানেজমেন্টকে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়েছে।  বিমানবন্দরের মতো সংবর্ধনা অনুষ্ঠানেও আসেননি, বাফুফের সিনিয়র  চার সহসভাপতির কেউ। তবে তাদের হয়ে সাফাই গাইলেন নারী কমিটির চেয়ারম্যান।  মাহফুজা আক্তার কিরণের মন্তব্য, পেলে তো অবশ্যই ভালো লাগতো। নিশ্চয়ই কোনো ব্যস্ততা ছিল। সে কারণেই যেতে পারেননি। নানা অর্জন সত্ত্বেও নিয়মিত লিগসহ নারী ফুটবল কাঠামো এখনও ঠিক করতে পারেনি বাফুফে। এজন্য আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এগিয়ে না আসা ও মেয়েদের সুরক্ষাকে কারণ হিসেবে উল্লেখ করেন মাহফুজা আক্তার কিরণ।  নারী কমিটির চেয়ারম্যানের দাবি, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। কিন্তু আমাদের এই ডরমিটরিতে অ্যাকুমোডেট করতে পারি না। আমাদের অর্থনৈতিক সাপোর্টও নেই। পাশে সরকারকে পেলে আমরা অবশ্যই নেক্সট লেভেলে যাব। সংবর্ধনায় খুশি হলেও, কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসলেন অধিনায়ক। তার দাবি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ফুটবল আমি বেশিদিন খেলতে পারবো না। বয়সভিত্তিক সাফল্যের স্তর অতিক্রম করতে, কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করে বাফুফে।
১৩ মার্চ ২০২৪, ১২:২১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল টাইগার যুবারা। এবার চার বছর পর সেই প্রোটিয়াদের মাটিতেই গড়াচ্ছে যুব বৈশ্বিক আসর। আরও পড়ুন : উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে ঢাকা   প্রথম দিকে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। সেই অনুযায়ীই পরিকল্পনা সাজিয়েছিল লাল-সবুজের যুবারা। তবে সরকারি হস্তক্ষেপে লঙ্কান বোর্ড আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয় এই টুর্নামেন্ট। এতে সবশেষ তিনবারের মধ্যে দুইবারই প্রোটিয়াদের মাটিতে হচ্ছে বৈশ্বিক এই যুব টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ তারিখ ১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি স্বাগতিক  দক্ষিণ আফ্রিকা দল    ১৬ ম্যাচ   ৪১   মূলত দুই বছর পরপর হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে জেতা শিরোপাটা পরের আসরে ধরে রাখতে পারেননি লাল-সবুজেরা। গতবার ভারতের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় টাইগার যুবারা। এবার সেই ভারত দিয়েই আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আরও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আরও পড়ুন : বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের   ১৬ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে। এদিন পচেফস্ট্রুমে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আরেক ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ফরম্যাট ওয়ানডে ফরম্যাটে ১৬টি দল চার ভাগে খেলবে। গ্রুপ পর্বে প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে হবে ১২ দলের সুপার সিক্স পর্ব। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড গ্রুপ ‘সি’ : অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল সুপার সিক্সে দুই গ্রুপের একটিতে ‘এ’ ও ‘ডি’ এবং অন্য গ্রুপে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো থাকবে। তবে সুপার সিক্সে একই গ্রুপে থাকা দলগুলো পরস্পরের সঙ্গে খেলবে না। তারা অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯

‘অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বোঝাপড়া ভালো’
শিরোপা পুনরুদ্ধারের অভিযান সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের প্রথম দিনে ফিটনেস প্রস্তুতি সারেন যুবারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প হবে দক্ষিণ আফ্রিকায়।  আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপ। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ২০২০ শিরোপাজয়ী বাংলাদেশ। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা। আগামী ২০ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু করবে টাইগার যুবারা। এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রোটিয়া সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টিম ম্যানেজার সানোয়ার হোসেন। তার দাবি, এই দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো। টিম ম্যানেজারের ভাষ্য, আমাদের ৭ জানুয়ারি পর্যন্ত অনুশীলনের পরিকল্পনা রয়েছে। ওই দিনই আমাদের ফ্লাইট। সেখানকার কন্ডিশন বিবেচনায় আমরা আগেই সেখানে যাচ্ছি। এই সময়ে আমরা যতটা পারি, মানিয়ে নেব। তিনি যোগ করেন, জাতীয় দলের খেলোয়াড়রা অনেক কিছুতেই অভ্যস্ত। অনেক কিছু জানে। কিন্তু এই ছেলেগুলো (অনূর্ধ্ব-১৯), অনেকেই আছে প্রথমবার ট্যুর করছে, দ্বিতীয়বার যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের অনেক কিছু জানার আছে। তারা খুবই ডিসিপ্লিন এবং ট্যালেন্টেড। তাদের গাইডলাইন দরকার।  সানোয়ারের মন্তব্য, আমাদের বেশ কিছু আইডল ক্রিকেটার আছে, যারা বিশ্ব ক্রিকেটেও এখন আইডল। তাদের কাছে জানা-শেখার; মোটিভেশনের অনেক কিছু আছে। যুবারা এশিয়া কাপে পাড়ি জমানোর আগেও সিনিয়রদের (সাকিব-তামিমরা) সঙ্গে কথা বলেছে। আমি আশা করি, বিশ্বকাপের আগে সাকিব-মুশফিকরা যুবাদের গাইডলাইন দেবে। ‘তারা এখনও পুরোপুরি ম্যাচিউড না। তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ম্যাচিউরিটি বাড়বে। এই দলের সবচেয়ে ভালো দিক, তারা একে অপরকে অনেক ভালো বুঝে।’- যোগ করেন সাবেক এই টাইগার ক্রিকেটার।
০২ জানুয়ারি ২০২৪, ২০:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়