• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নির্বাচনে জয়ের পরদিনই মিরপুরে সাকিবের অনুশীলন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেই রেশ না কাটতেই মাঠে ফিরতে ব্যাট-প্যাড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার পর মিরপুরের ইনডোরে প্রবেশ করেন সাকিব। সেখানে তার আগেই উপস্থিত ছিলেন সাকিবের ছোট বেলার কোচ ও গুরু নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ও চিকিৎসক মঞ্জুর হোসাইন। গতকাল শেষ হয়েছে সাকিবের নির্বাচনী ব্যস্ততা। মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান মাত্র পাঁচ হাজার ৯৭৩ ভোট। নির্বাচনে অন্য বিজয়ী প্রার্থীরা যেখানে উদযাপন করতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে আসন্ন বিপিএলে সর্বোচ্চ প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছেন তিনি। এই জন্যই হয়তো সাকিব বিশ্বসেরা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন সাকিব। এর আগে মাগুরায় নির্বাচনী ব্যস্ততার ফাঁকেই মাগুরা স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কিছুটা কাজ করতে দেখা গেছে তাকে। নির্বাচন শেষে আর একদিনও অপেক্ষা না করে ২২ গজে নিজেকে প্রস্তুত করার লড়াই শুরু করলেন তিনি। আগামী শুক্রবার বসুন্ধরায় রংপুর রাইডার্সের নিজস্ব মাঠে অনুশীলন করার কথা রয়েছে তার। গত বিশ্বকাপের শেষ দিকে চোট নিয়ে ছিটকে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন সাকিব। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও পরে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সফরে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বিপিএল দিয়েই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়